নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ইফতারি

০২ রা মার্চ, ২০২৫ রাত ৮:১৩



খুব ছোট বেলায় রোজার দিনে সকালে উঠে হাউকাউ শুরু করতাম আমাকে সেহরিতে ডাকা হয়নাই কেন । সবাই হাসত , আমি আরও খেপতাম । তারপর একদিন উঠেই পড়লাম । সেহরি খেলাম বড়দের সাথে । সকাল ১০ টায় আব্বা বললেন চল দোকান থেকে ঘুরে আসি । বইয়ের দোকান । ৪৩ সালে প্রতিষ্ঠিত । বসলাম চুপে চাপে । বাবা খুব মেজাজি । তার সামনে টু শব্দ করা যায়না । দোকানের সামনে কলাওয়ালা বসেছে । আব্বা তাদের কাছ থেকে ১ ডজন চাপা কলা নিয়ে আমায় একটা দিয়ে বললেন খা । আমি বেশ খেতে লাগলাম । আধা খেয়ে থেমে গেলাম , অসহায় আমি রাস্তার দিকে তাকিয়ে লজ্জায় পড়ে গেলাম । আব্বা আমার দিকে তাকিয়ে মিট মিট হাসছেন । বলছেন ছোটরা একদিনে দুটি রোজা রাখতে পারে । এই যে কলা খেলি আর সন্ধ্যায় ইফতারি খাবি । বলেই হেসে ফেললেন । ওইদিন ইফতারিতে গুড়ের পায়েস , খাসি ভুনা আর পরাটা করেছিলেন মা । বিবিধ ফল জিলাপি শশা ছোলা কলা চিড়া মুড়ি তো কমন ব্যাপার । খুব স্মরণীয় ইফতারি ছিল সেদিন ৬৭ সালে
আমার মা জননী চিড়া ভিজিয়ে গুড় মাখিয়ে ছোলা ভাজি দিয়ে খেতেন ।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২৫ রাত ৯:০০

শায়মা বলেছেন: আহা আমারও মনে পড়ে ছোটবেলার ইফতার। সে এক অন্যরকম দিন ছিলো!

০২ রা মার্চ, ২০২৫ রাত ৯:১৬

শাহ আজিজ বলেছেন: খুব হৈ চৈ করে ইফতারি করতাম আমরা ।

২| ০২ রা মার্চ, ২০২৫ রাত ৯:০৪

কামাল১৮ বলেছেন: বিরাট আয়োজন।আমি জীবনে একটা রোজাও রাখি নাই।আমি না খেয়ে থাকলে আল্লার কি লাভ।

০২ রা মার্চ, ২০২৫ রাত ৯:১৬

শাহ আজিজ বলেছেন: নাউজুবিল্লাহ

৩| ০২ রা মার্চ, ২০২৫ রাত ৯:৪১

শায়মা বলেছেন:


আজকের ইফতার :)

৪| ০২ রা মার্চ, ২০২৫ রাত ৯:৪২

কামাল১৮ বলেছেন: সত্য কথা বললে নাউজুবিল্লাহ বলতে হয়।আগে জানা ছিল না।

০২ রা মার্চ, ২০২৫ রাত ৯:৫৩

শাহ আজিজ বলেছেন: ;)

৫| ০২ রা মার্চ, ২০২৫ রাত ১০:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: ইয়াম্মি ! :)

০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১১:৪৩

শাহ আজিজ বলেছেন: আহা , হুম হুম

৬| ০২ রা মার্চ, ২০২৫ রাত ১১:০৩

ধুলোপরা চিঠি বলেছেন:



১৯৬৭ সালে, গ্রামের ৫০ ভাগ মানুষ ১ গ্লাস পানি খেয়ে ইফতারী সারতেন।

০২ রা মার্চ, ২০২৫ রাত ১১:৫০

শাহ আজিজ বলেছেন: আমার বাপজান খাগু মানুষ ছিলেন । বই বেচে তখনকার মিলিয়েনিয়ার , নিজের রচনা পাঠ্য পুস্তক , কলিকাতায় ।

৭| ০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: আমি চমৎকার ইফতারি করেছি।

০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১১:৪৫

শাহ আজিজ বলেছেন: ছবি দাও নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.