![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দল গঠনের পর ছাত্রনেতারা যে বক্তব্য দিচ্ছে তাতে আবারও এক-এগারোর মতো ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। যেসব রাজনৈতিক দলের ভোটে জিতে ক্ষমতায় যাওয়ার সামর্থ্য নেই তারাই নির্বাচন চায় না বলে মন্তব্য করেন তারা। তাই সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্ব না করে দেশের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তাগিদ দিয়েছেন তারা।
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কর্মশালার মাধ্যমে কর্মীদের ধারাবাহিক প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
সকালে মহানগর দক্ষিণের সবুজবাগে ৩১ দফা নিয়ে আয়োজিত কর্মশালায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দেশে স্থিতিশীলতা আনতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন।
মির্জা আব্বাস বলেন, আমি রাজনৈতিক নেতা হিসেবে বলি, আমি আশাবাদী নির্বাচন হবে। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমি ভাবি, অনেকে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে।
তার দাবি, নির্বাচনের কথা উঠলেই জনসমর্থনহীন একটি পক্ষ নির্বাচন বিলম্ব করার পক্ষে নানা অজুহাত তুলছে।তিনি আরও বলেন, আমরা তো বার বার বলেছি, নির্বাচন হলে আমাদের মাঠে থাকতে হবে। আমরা মাঠে থাকবো। জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা সরকারে যাবো। জনগণ যদি আমাদের ভোট না দেয়, যাকে দেবে তাকে আমরা মেনে নেবো।
এর আগে স্থিতিশীল রাষ্ট্র বিনির্মাণে নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায়, আবারও এক-এগারোর মত ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
নির্বাচনই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত মন্তব্য করে ভোটের জন্য যতোটা সংস্কার দরকার, অতিদ্রুত সেটি শেষ করে নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।
১৫ ই মার্চ, ২০২৫ রাত ১০:০৩
শাহ আজিজ বলেছেন: এইসব শুনে ম্যাডাম উচ্ছসিত , পুলকিত । মনে হচ্ছে লীগ , জামাত আর টুকরো দল সরকার গঠন করবে , দল ঝুলে থাকবে ।
২| ১৫ ই মার্চ, ২০২৫ রাত ১০:২১
কামাল১৮ বলেছেন: নির্বাচন হবে তবে এই সরকারের অধীনে নয়।নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে।
১৫ ই মার্চ, ২০২৫ রাত ১১:৫৫
শাহ আজিজ বলেছেন: আচ্ছা ,তাই ?
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০২৫ রাত ৯:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: দ্রুত নির্বাচনের মাধ্যমে বিএনপি দ্রুত ক্ষমতায় যেতে চায়। কতগুলো বছর ক্ষমতার সোনার পাখি খাঁচা ছাড়া, ভাবা যায়?