![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পালানোর জন্য পাঁচ মিনিটও সময় পাবেন না..., মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তিকালীন সরকারকে চরম হুঁশিয়ারি বাংলাদেশের ইসলামি মৌলবাদী দলগুলির। তাদের দাবি ইউনূস সরকারের গঠিত মহিলা বিষয়ক সংস্কার কমিশন ‘ইসলাম-বিরোধী’, তাই এই কমিশন বাতিল করতে হবে। কমিশনের সদস্যদের তারা ‘পশ্চিমী বিশ্বের প্রতিনিধি’ বলে দাবি করেছে তারা।
মৌলবাদীরা বলেছে, এই কমিশন বাতিল না করলে ইউনূসের সরকারকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, ‘এই সংস্কার কমিশন বাতিল না করলে এমন পরিস্থিতি তৈরি হবে যে, পালানোর জন্য সরকার পাঁচ মিনিটও সময় পাবে না।’
বুধবার ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলে ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামফোবিয়া: করণীয়’ নামে এক সেমিনারের আয়োজন করেছিল ‘জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ’। ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ, বাংলাদেশ জামাতে ইসলামি, বাংলাদেশ খিলাফত মজলিস এবং ইসলামি ঐক্য জোট-সহ বিভিন্ন ইসলামপন্থী দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন সেমিনারে।
সেখানেই এই হুঁশিয়ারি দেওয়া হয়। মনে করা হচ্ছে, ‘পাঁচ মিনিটও সময় পাবে না’ বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনার দেশত্যাগের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে ইউনূস সরকারকে। ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেষ হাসিনাকে দেশ ত্যাগ করার জন্য ৪৫ মিনিট সময় দিয়েছিল বাংলাদেশ সেনা। লক্ষ লক্ষ আন্দোলনরত ছাত্র-জনতা তাঁর বাসভবনের দিকে মিছিল করে এগোচ্ছিল। যাদের মধ্যে মিশে ছিল ইসলামপন্থীরাও।
গত ১৯ এপ্রিল মুহাম্মদ ইউনূসের কাছে লিঙ্গ-সম্পর্কিত নীতিমালা সংস্কারের লক্ষ্যে ৪৩৩টি সুপারিশ-সহ একটি প্রতিবেদন জমা দিয়েছিল মহিলা কমিশন। এই কমিশন গঠন করেছিল ইউনূস সরকারই। কমিশনের মূল সুপারিশগুলির মধ্যে রয়েছে সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদীয় আসন দ্বিগুণ করে ৬০০ করা এবং মহিলাদের জন্য ৩০০টি আসন সংরক্ষণ করা। উত্তরাধিকারের ক্ষেত্রে সমানাধিকার নিশ্চিত করতে এবং লিঙ্গ সমতা বৃদ্ধির জন্য পারিবারিক আইন পুনর্গঠনের সুপারিশও করেছে কমিশন।
সেই রিপোর্ট সামনে আসতেই ইসলামি মৌলবাদীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। রিপোর্টে কোরান সংস্কারের সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ মৌলবাদীদের। কমিশনের সুপারিশগুলি পতিতাবৃত্তিকে বৈধতা দেওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে, অভিযোগ মৌলবাদীদের।
খিলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘এই প্রস্তাবগুলি এক চুলও বাস্তবায়ন করতে চাইলে সরকারকে আমাদের মৃতদেহের উপর দিয়ে তা করতে হবে। এই কমিশন আসলে প্রধান উপদেষ্টার অফিস এবং বিদেশিদের একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র।’
কমিশন বাতিল করলেই কমিশনের সুপারিশগুলিও প্রত্যাখ্যাত হবে বলে জানান তাঁরা। পরিবর্তে ধার্মিক, শিক্ষিত এবং সামাজিক ভাবে সচেতন মহিলাদের নিয়ে নতুন কমিশন গঠনের দাবি করা হয়। বর্তমানে কমিশনের সদস্যরা ‘দেশের মহিলাদের সত্যিকারের প্রতিনিধি নয়’ বলে জানা তাঁরা। এই কমিশন ভেঙে দেওয়ার জন্য ইউনূস সরকারকে ৩ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
হিংসাত্মক বিক্ষোভে হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে, মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তিকালীন সরকার ক্রমশ ইসলামি মৌলবাদীদের চাপের কাছে নতি স্বীকার করছে। হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েকদিন পর, জামাতে ইসলামি দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। জসিমুদ্দিন রহমানির মতো দোষী সাব্যস্ত সন্ত্রাসবাদীদের মুক্তি দেওয়া হয়েছে।
হিংসাত্মক বিক্ষোভে হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে, মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তিকালীন সরকার ক্রমশ ইসলামি মৌলবাদীদের চাপের কাছে নতি স্বীকার করছে। হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েকদিন পর, জামাতে ইসলামি দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। জসিমুদ্দিন রহমানির মতো দোষী সাব্যস্ত সন্ত্রাসবাদীদের মুক্তি দেওয়া হয়েছে।
০২ রা মে, ২০২৫ দুপুর ১২:৩৫
শাহ আজিজ বলেছেন: কোনটা ইসলামিক রাষ্ট্র ?
২| ০১ লা মে, ২০২৫ রাত ১০:৫৫
কামাল১৮ বলেছেন: হাসিনা পেয়েছিলো পাঁচ ঘন্টা এরা পাবে পাঁচ মিনিট। দিন দিন সময় কমে আসছে।পরে হবে পাঁচ সেকেন্ড।
০২ রা মে, ২০২৫ দুপুর ১২:৩৬
শাহ আজিজ বলেছেন: কিসসু হবে না ।
৩| ০১ লা মে, ২০২৫ রাত ১১:৩০
যামিনী সুধা বলেছেন:
এরা সুদখোরের সাথী, ষড়যন্ত্রের অংশ।
০২ রা মে, ২০২৫ দুপুর ১২:৩৮
শাহ আজিজ বলেছেন: কারা ?
৪| ০১ লা মে, ২০২৫ রাত ১১:৩১
Sulaiman hossain বলেছেন: অভিনন্দন ইসলামিক দলগুলোকে যারা গর্দভী নারীবাদীদের অশালীন বৈষম্য পূর্ণ প্রস্তাবনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। আমাদের পক্ষ থেকে শত ধিক্কার জানাই এসমস্ত গর্দভী নারীদের প্রতি।
৫| ০১ লা মে, ২০২৫ রাত ১১:৩৭
Sulaiman hossain বলেছেন: এসমস্ত নারীবাদীরা নারীদের ধর্ষনের রাস্তা খুলে দিতে চায়,এরা নারীদের প্রকৃত কল্যানকামি নয়,এসমস্ত নারীদের মাথায় শয়তান ঢুকে এরকম বুদ্ধি শিক্ষা দেয়
৬| ০১ লা মে, ২০২৫ রাত ১১:৪৫
আদিত্য ০১ বলেছেন: লও ঠ্যালা, কাক্কু এবার পালিয়ে ঠিকই শফির ঘরে উঠবে
৭| ০২ রা মে, ২০২৫ সকাল ৯:০৬
রাজীব নুর বলেছেন: হুজুরেরা দেশটার বারটা নাজিয়ে দিবে।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০২৫ রাত ১০:৫১
সৈয়দ কুতুব বলেছেন: ইসলামিক রাষ্ট্রে এসব চলবে না। খারাপ কিছু বলেনি।