![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গেলো কদিন যমুনা , কাকরাইল মোড় , শাহবাগ , নগরভবন মিলিয়ে যে হাউকাউ সৃষ্টি হয়েছে যা অপ্রত্যাশিত । কি হবে আমাদের , দেশের ?? কি মনে হয় ব্লগারগন ? প্রকাশ করুন আপনার চেপে থাকা মতামত ।
মুক্তমঞ্চ ।।
২০ শে মে, ২০২৫ রাত ৮:৪৮
শাহ আজিজ বলেছেন: নাহ যথেষ্ট নয় । ইশরাক মেয়র হতে পারেনি অতএব হৈ চৈ লাগাও । কারখানা বেতন দেয়নি - হৈচৈ করো । এরকম অনেক কিছু ।
২| ২০ শে মে, ২০২৫ রাত ৮:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: কারখানার বেতন হয় না বিশ মাস ! এইটার সাথে ইশরাকের মেয়র হওয়ার তুলনা চলে না। বিএনপি এটা জোর করে করছে সরকার কে চাপে রাখার জন্য। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রশাসনের শিরায় উপশিরায় জামায়াত -এনসিপি ঢুকে গেছে। ঢাকা উত্তরের প্রশাসক এজাজ হিজবুত তাহরীরের সদস্য। এই লোক কিভাবে নিয়োগ পাইতে পারে ?
সবকিছুকে একসাথে মিলায়েন না। বিএনপি জাস্ট পাওয়ার খাটাচ্ছে এবং নির্বাচনের আগ পর্যন্ত ইহা চলতে থাকবে। সরকার কে বুঝে শুনে পা ফেলতে হবে।
৩| ২০ শে মে, ২০২৫ রাত ৯:০০
কামাল১৮ বলেছেন: প্রগতিতে আস্থা রাখুন।আমি প্রগতিশীল মানুষ।আঁধারের পরেই আসে আলো।এটাই প্রকৃতির নিয়ম।
৪| ২০ শে মে, ২০২৫ রাত ৯:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেনা প্রধান সার্বভ্যেমত্ব হারানোর আশংকা করছেন। অরাজকতার সুযোগে অন্য দেশ শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসলে সার্বভ্যেমত্ব আর থাকবে না।
৫| ২০ শে মে, ২০২৫ রাত ৯:২৯
এ পথের পথিক বলেছেন: আম্লিকের আমলে অবৈধ নির্বাচন বলে বলে মুখে ফেনা বি দল এখন মেয়র হওয়ার জন্য মুতে বাংলাদেশ বন্যায় ভাসিয়ে দিচ্ছে ( দুদু মিয়া ) ।
আম্লিক নিয়মিত এ দাবি সে দাবির জন্য জনগনকে নিয়মিত উস্কাচ্ছে যাতে একটা গোন্ডগোল পাকিয়ে দেশটারে আবার ভড়তের কাছে কিভাবে বিক্রি করা যায় তার পাঁয়তারা করছে, এখন আম্লিকের হালে পানি দিচ্ছে আম্লিকের আমলে নির্যাতনের স্বীকার হয়ে বন জঙ্গলে শুয়ে থাকা বিদল । এখন আবার জুলাই ২০২৪ গনঅভ্যুত্থানের নায়কদের আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসউদদের হত্যার হুমকি দিচ্ছে । বাহ যাদের জন্য বন জঙ্গল ছেড়ে এখন পরিবারের সাথে সময় কাটাচ্ছে এখন সেই বিপ্লবীদের বিদল হত্যা করতে চাচ্ছে ।
আর জামাত সকালে একদিকে বিকেলে আবার আরেক দিকে পল্টি মারে কখন কোন দিকে যাচ্ছে সে নিজেও জানে না ।
যাইহোক অফ টপিকে অনেক কিছু লিখে ফেললাম মনের ভেতরে প্রচুর ক্ষোভ জমা হচ্ছে .।.।.।.।।
৬| ২০ শে মে, ২০২৫ রাত ৯:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: এ পথের পথিক@আপনার তো দেশের নির্বাচন নিয়ে চিন্তা করার কথা নয়। আপনি খেলাফত পন্থী বলে ? আপনি চিন্তা করবেন কিভাবে এদেশের আফগানিস্তানের ইমারত প্রতিষ্ঠা করা যায় সেটা নিয়ে ! নাকি আপনি ছুপা জামায়াতী ?
৭| ২০ শে মে, ২০২৫ রাত ৯:৩৮
সপ্তম৮৪ বলেছেন: সান্ডার বাম্পার ফলনে আগামীতে সান্ডার তেল রফতানি করে বৈদেশিক মুদ্রা আয় হবে আশা করা যায়।
তারপর দেখা যাবে কফিলের পোলা বাংলদেশে সান্ডার ফার্মের জন্য বিনিয়োগ করছে।
৮| ২০ শে মে, ২০২৫ রাত ৯:৪৬
এ পথের পথিক বলেছেন: কুতুব সাহেব গণতন্ত্রের গোলাম হুদাই আন্দাজে কথা বলেন । নির্বাচন নিয়ে আমি আমার মতামত দিয়েছি এখানে ? নাকি বি দলের খ্যাতারা যা বলেছে তাই লিখেছি ? কোন টা ? আমার এখন পর্যন্ত কোন লেখার সাথে জামাতের সম্পৃক্ততা দেখেছেন ?
এই যে আপনারাই ক্ষমতায় গেলে আগে আমাদের মত যারা খেলাফত পন্থী আছে তাদের জনগী ট্যাগ নির্মুল করবেন নির্ঘাত বুঝাই যাচ্ছে ।
আর আপনিও কি সেই বন জঙ্গলে দিন রাত কাটানো কর্মী নাকি আপনার গাঁয়ে লাগার তো কথা না ।
আর আমি কি কখনও বলেছি আমি আফগানিস্তানের ইমারত প্রতিষ্ঠা করা যায় সেটা নিয়ে লিখব বা পড়ে থাকব ?
রাসুল সাঃ এবং খুলাফায়ে রাশেদার সময়ে যে খেলাফত ব্যবস্থা ছিল আমি ইসলামী শরিয়া চাই, সেই খিলাফত ব্যবস্থা চাই ।
৯| ২০ শে মে, ২০২৫ রাত ৯:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: এ পথের পথিক@যারা প্রকৃত খেলাফত পন্থী তারা বাংলাদেশে দাওয়াতি কাজে ব্যস্ত। তারা স্কুল মক্তব প্রতিষ্ঠায় ব্যস্ত। তারা চায় আফগানিস্তানের ইমারত কে অনুসরণ করতে। তারা হিজবুত তাহরীরের পথ কে পুরোপুরি সহী মনে করে না। নির্বাচন নিয়ে তাদের মাথাব্যথা নেই। কিন্তু আপনার ক্ষোভ দেখা যাচ্ছে কেবলমাত্র বিএনপির আন্দোলনের উপর। অথভ গত নয় মাসে ১০০ এর উপর আন্দোলন হয়েছে। তখন আপনার কমেন্ট দেখি নাই। বিএনপি কোনোদিন কাউকে জঙ্গী ট্যাগ দেয় নি। বরং ইসলাম পন্থীদের সাথে চলার কারণে পশ্চিমা দের বিরাগভাজন হয়েছে।
১০| ২০ শে মে, ২০২৫ রাত ১০:০৩
এ পথের পথিক বলেছেন: শুধু স্কুল মকতব প্রতিষ্ঠা .।.।. এই মানদন্ড কে সেট করল ? খেলাফত বাস্তবায়নের পথ হচ্ছে দাওয়াত ও জিহাদ । আগে দাওয়াত, আর দাওয়াত যে শুধু ঐসবের মধ্যে সীমাবদ্ধ ?
এক সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ব্লগে কুতুব সাহেব থেকে দুরে থাকব কিন্তু কিছু দিন আগে সে সিদ্ধান্ত পরিবর্তন করেছিলাম এখন মনে হচ্ছে আমার আগের সিদ্ধান্তই সঠিক । আপনি অনেক আক্রমণাত্মক/অসংলগ্ন কথা বলেন এবং কথা নিজের গাঁয়ে নিয়ে নেন ।
আর কোন কথা বলব না ।
১১| ২০ শে মে, ২০২৫ রাত ১০:১৫
সৈয়দ কুতুব বলেছেন: এ পথের পথিক@আপনাকে আমি সত্যিকার অর্থে খেলাফত পন্থী ভেবেছিলাম। কারণ যারা আসলে খেলাফত চায় তারা এখন বিভিন্ন দাওয়াতি কাজে ব্যস্ত। স্কুল মক্তব এসব কাজের মধ্যে অন্যতম। তাদের কে নির্বাচন নিয়ে তেমন মাথা ঘামাতে দেখি নাই। আপনি বিএনপির আন্দোলনে বিরক্ত হয়ে গেছেন। কিন্তু ঢাকা বাসী গত এই মাসের কোনো এক বৃ্হসপতিবার জগন্নাথের আন্দোলনে পুরো নাজেহাল হয়ে গিয়েছিলো। সেদিন আপনাকে বিরক্ত প্রকাশ করে মন্তব্য করতে দেখেনি। আবার সেদিন মন্তব্য করেন নাই দেখে আজকে করা যাবে না এমনটাও নয়।
আসলে খেলাফত চায় এমন অনেক দল আছে যারা নির্বাচনের তারিখ ঘোষণা দিলে সুড়সুড় করে গণতান্ত্রিক নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নেয়। আপনাকে সে গ্রুপের বলে আজকের আগ পর্যন্ত মনে করি নাই।
১২| ২১ শে মে, ২০২৫ রাত ১২:৪৬
রিফাত হোসেন বলেছেন: আমাদের নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে। শান্তি বজায় রাখা এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা আমাদের সবার দায়িত্ব। সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়, আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে। এই ধরনের অস্থিরতা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিনিয়োগ কমে যেতে পারে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও খারাপ হতে পারে।
১৩| ২১ শে মে, ২০২৫ রাত ৩:৩৭
এইচ এন নার্গিস বলেছেন: অভাগা দেশ।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০২৫ রাত ৮:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: আমাদের দেশের মানুষ শেখ হাসিনার পতনের পর একটু বেশিই স্বাধীন হয়ে গেছে। তাই অপ্রয়োজনীয় দাবি দাওয়া নিয়ে মাঠে নামছে। এগুলো আসলে গত ১৬/১৭ বছরে অবদমনের ফলাফল।