নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ক্যানসারমুক্ত হলেও লড়াই শেষ হয়নি, তাঁর অসুখ নিয়ে আর কী বললেন ইংল্যান্ডের যুবরানি?

০৪ ঠা জুলাই, ২০২৫ বিকাল ৪:১৫




গত বছর মার্চ মাসে ক্যানসারে আক্রান্ত হন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য কেট মিডলটন। তার পর তিনি প্রায় দু’মাস প্রচারের আলো থেকে দূরে ছিলেন। ডিসেম্বর মাসে ক্যানসারমুক্ত হন কেট। গত বছর ক্যানসারে আক্রান্ত হন ব্রিটিশ রাজপরিবারের সদস্য কেট মিডলটন। গত বছর সেপ্টেম্বর মাসে ক্যানসার যুদ্ধে জয়ী হয়ে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছিলেন কেট। কিন্তু ক্যানসার নির্মূল হলেও যে লড়াই শেষ হয় না, এ বারে সে কথাই স্পষ্ট করেছেন প্রিন্সেস অফ ওয়েলস্‌।

সম্প্রতি, ইংল্যান্ডের কোলচেস্টার হাসপাতালে রোগীদের সঙ্গে দেখা করতে আসেন কেট। সেখানেই নিজের লড়াইয়ের কাহিনি তুলে ধরেন তিনি। কেট জানিয়েছেন, তাঁর পক্ষে সুস্থ হওয়া খুব সহজ ছিল না। কারণ যুবরানির মতে, ক্যানসারকে হার মানালেই যুদ্ধ শেষ হয় না। বরং তার পর রোগীকে এক মানসিক লড়াইয়ের মধ্যে দিয়ে এগোতে হয়। কেট বলেন, ‘‘চিকিৎসার পরেও বাড়িতে স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগে। সেই সময়ে একজন পথপ্রদর্শকের প্রয়োজন হয়।’’ স্বাভাবিক জীবনে ফেরার এই সময়কে ‘সংবেদনশীল’ হিসেবেই উল্লেখ করেছেন কেট। তিনি জানিয়েছেন, এই সময়ে সেরে ওঠার জন্য তিনি ‘আকুপাংচার’ চিকিৎসাপদ্ধতির সাহায্য নিচ্ছেন।গত বছর মার্চ মাসে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন কেট। তার পর শরীরের নীচের অংশে অস্ত্রোপচারের জন্য তিনি প্রায় দু’মাস প্রচারের আলো থেকে দূরে ছিলেন। সেপ্টেম্বরে তাঁর কেমোথেরাপি শেষ হয়। কিন্তু তিনি যে ক্যানসারমুক্ত হয়েছেন, সে খবর ডিসেম্বর মাসে প্রকাশ্যে এনেছিলেন কেট। তবে কেট কোন ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, সে খবর রাজপরিবারের তরফে আড়ালেই রাখা হয়েছিল।

গত ছ’মাসে ধীরে ধীরে প্রচারের আলোয় এসেছেন কেট। তিন সন্তানের সঙ্গে জনসমক্ষে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এখনও যে তিনি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, তা আন্দাজ করা যায়। তবে গত সপ্তাহে লন্ডনে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কেট। সূত্রের খবর, শরীরিক পরিস্থিতির কথা চিন্তা করেই পরিকল্পনা বাতিল করেছিলেন যুবরানি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.