![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এক বিয়ের বরযাত্রীরা ভুল করে অন্য বিয়ের খাবার খেয়ে ফেলেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৫ জুলাই) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।জানা যায়, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫০০ মিটার দূরত্বে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং সোনালী কমিউনিটি সেন্টারে একই সময়ে চলছিল দুটি বিয়ের অনুষ্ঠান। মধ্যাহ্নভোজের সময় সোনালী কমিউনিটি সেন্টারের আমন্ত্রিত ৭০ জন বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এবং সেখানে অন্য বিয়ের খাবার খেয়ে নেন।
এ বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারের বিয়ের আয়োজক সদস্য তাসিব তানজিল বলেন, তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার রয়ে গেছে। যার রিজিক যেখানে লেখা আছে, সেটাই ঘটে। সর্বোপরি, আলহামদুলিল্লাহ।
স্থানীয় বাসিন্দা রবিউল সুমন বলেন, আমাদের বাড়ির পাশে সোনালী ক্লাবে বিএনপির এক নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। কিন্তু বরযাত্রীরা ভুল করে পাশের ফাইভ স্টার ক্লাবে গিয়ে অন্য বিয়ের খাবার খেয়ে চলে গেছে।
২৬ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৫৯
শাহ আজিজ বলেছেন: পরে অদল বদল করে নিলেই ঝামেলা শেষ ।
২| ২৬ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৩
বাকপ্রবাস বলেছেন:
৩| ২৬ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: এসব বাঙলাদেশেই পসিবল।
২৬ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০১
শাহ আজিজ বলেছেন: হুম , মনে হয় লীগের ছেলে পেলেরা খেয়েছে ।
৪| ২৬ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
শাওন আহমাদ বলেছেন: ভুল করে যে কণে নিয়ে চলে যায়নি এটাই রক্ষে।
সৈয়দ কুতুব বলেছেন: এসব বাঙলাদেশেই পসিবল।
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি বাকহারা, আনন্দে, নাকি বিস্ময়ে, নাকি বিষাদে, তাহা জানি না।
২৬ শে জুলাই, ২০২৫ রাত ৮:০৬
শাহ আজিজ বলেছেন: আনন্দ হবে যদি কনে মা বাবার পছন্দ করা হয় ,
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫২
শাওন আহমাদ বলেছেন: ভুল করে যে কণে নিয়ে চলে যায়নি এটাই রক্ষে।