![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত ১৯ জুলাই এ যাবৎকালের সবচেয়ে বড় জাতীয় সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে আসে লাখ লাখ নেতাকর্মী। ভাড়া করা হয় কয়েক হাজার বাস। রিজার্ভ করা হয় লঞ্চ-ট্রেনসহ বহু যানবাহন। ব্যানার-ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয় গোটা রাজধানী।
তাই স্বাভাবিকভাবেই জনমনে কৌতুহল, কত টাকা খরচ হয়েছিল জামায়াতের ওই সমাবেশে? এ নিয়ে নানাজনের নানা ধারণা। কেউ বলেন ২০০ কোটি টাকার ওপরে। কারও আবার ধারণা, খরচের হিসাব ৫০০ কোটি ছাড়িয়েছে।
তবে আসলে সেদিন জামায়াতের বৃহৎ ওই সমাবেশ আয়োজনে কত খরচ হয়েছিল, তা জানালেন দলের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৫ জুলাই) আয়োজিত জামায়াতের রোকন সম্মেলনে তিনি দাবি করেন, অতো বড় সমাবেশ আয়োজনে নাকি সাড়ে তিন কোটি টাকারও কম খরচ হয়েছে।
রোকন সম্মেলনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি সেখানে বলেন, ‘আমাদের ঢাকা এত বড় একটা সমাবেশ হয়ে গেল, আমরা কি কাউকে চাঁদা তুলতে বলেছি? বলিনাই। আমরা নিজেরাও কারও কাছে চাঁদা চাইনাই। এখন কেউ বিশ্লেষণ করে একশ, কেউ দুইশ কোটি। আপনারা শুনবেন কত খরচ হয়েছে। অবশ্যই রোকন হিসেবে আপনাদের শোনার অধিকার রয়েছে। আমার ধারণা ছিল, পৌনে তিন কোটিতে আটকায়ে ফেলতে পারব। একটু এদিক-সেদিক হবে, এটি সাড়ে তিন কোটির বেশি হয়নি আলহাদুলিল্লাহ। এখন যার যে বিশ্লেষণ করার করবে।’
সম্মেলনে জামায়াত আমির বলেন, ‘বিগত ৫৪ বছরে জামায়াতে ইসলামী বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি, জুলুম করেনি। জামায়াতের কোনো নেতাকর্মী চাঁদাবাজি কিংবা সন্ত্রাস করেনি, করবেও না। জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। যারা দলই নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে পারবে না।’
এর আগে এক টেলিভিশন অনুষ্ঠানে জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘সমাবেশে আমাদের লোকজন কিভাবে এসেছে তা সবাই দেখেছে। তারা কিভাবে নিজের টাকা খরচ করে এসেছে তা মিডিয়াতেই প্রচার হয়েছে। তারা বাড়ি থেকে কিভাবে খাবার নিয়ে এসেছে, চিড়া ভিজিয়ে খাচ্ছে কলা দিয়ে, তা সবাই দেখেছে। আমি যদি আমার বাউফলের কথা বলি, সেখান থেকে আমার কয়েক হাজার লোক এসেছে লঞ্চে করে। আমি সমাবেশের বিভিন্ন দায়িত্ব পালন করার কারণে তাদের কোনো খোঁজ নিতে পারিনাই। আমার একজন লোকেরও কোনো দায়িত্ব নিতে হয়নাই।’
ড. মাসুদ বলেন, ‘টেলিভিশনে দেখলাম, এক বৃদ্ধ লোক চিড়া আর কলা খাচ্ছেন, মিডিয়ার এক কর্মী তাকে প্রশ্ন করলেন এই চিড়া-কলা কে দিয়েছে, তিনি বললেন আমার বউ দিয়েছে, আমি জামায়াতের ওপর নির্ভর করে এই সমাবেশে আসিনাই। আমি জামায়াতের কাজগুলোকে পছন্দ করে, তাদের দাবির সাথে একাত্মতা জানাতে সমাবেশে এসেছি।’ সমাবেশে আমরা পানি ছাড়া আর কিছুই দিতে পারিনি।
২৬ শে জুলাই, ২০২৫ রাত ৯:১০
শাহ আজিজ বলেছেন: পারসোনাল লেভেলের দান গোনা হয়নি , মনে হয় ।
২| ২৬ শে জুলাই, ২০২৫ রাত ৯:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গত এক বছরে লুটপাট চাদাবাজিতে জামাত কারো চেয়ে কম যায়নি।
৩| ২৬ শে জুলাই, ২০২৫ রাত ১০:১২
ইফতেখার ভূইয়া বলেছেন: বি.এন.পি. কিংবা জামায়ত, এদের কারোর কোন কথার প্রতি আমার বিশ্বাস নেই। আওয়ামীতো নয়ই।
২৭ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৩৯
শাহ আজিজ বলেছেন: আমার কারো প্রতি বিশ্বাস নেই ।
৪| ২৬ শে জুলাই, ২০২৫ রাত ১১:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: নিজের বিবেচনায় সবাই ফেরেশতা এবং অন্যের বিবেচনায় সবাই শয়তান। পি আর পদ্ধতিতে জামায়াত কাস্টিং ভোটের ২০% টানতে পারলেই তারা জাতীয় সংসদের ষাটটি আসন বাগিয়ে নিতে পারবে। তাতে তাদের জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনা রয়েছে।
২৭ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৩৮
শাহ আজিজ বলেছেন: আমিও তাই মনে করি । যেকোন ভাবেই হোক জামায়াত ক্ষমতার আশেপাশেই থাকছে ।
৫| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১০:৩৩
ঢাবিয়ান বলেছেন: এই যে রাজনৈ্তিক দল ও রাজনৈ্তিক দলের নেতাদের অর্থের উৎস কি, তাদের জনসভায় কত টাকা খরচ হচ্ছে প্রশ্নগুলো বর্তমানে উঠছে এই জবাবদিহিতা দাবীর কালচার আমরা কি আগে কোনদিন দেখেছি? রাজনৈ্তিক দলের নেতারা কোণ ইংকাম না করে রাজার হালে গুলশান বনানিতে থাকবে , লন্ডন আমেরিকায় টাকা পাচার করে সেখানে ছেলে মেয়েদের পড়াবে, মিলিয়ন ডলারে বাড়ি কিনে বেগম পাড়া গড়বে , অসুস্থ হলেই সিঙ্গাপুরে দৌড়াবে আমরাতো এসব দেখেই অভ্যস্ত। আমরা কি কোনদিন এসব নিয়ে প্রশ্ন করার দুঃসাহস দেখিয়েছি ?
এক রক্তক্ষয়ী জুলাই গনঅভূত্থানের পর এই জবাবদিহিতার কালচার তৈরী হয়েছে যা অত্যন্ত ইতিবাচক। এনিসিপির পথসভা ও পদযাত্রা এত জনসমর্থন পাচ্ছে কারন নাহিদ ইসলাম , হাসনাতরা এই প্রশ্নগুলোই উত্থাপন করছে।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০২৫ রাত ৯:০১
সৈয়দ কুতুব বলেছেন: চিকেন বিরিয়ানি দিয়েছে