নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। দেশের অবস্থা একেবারে ভালো না : গোলাম মাওলা রনি

২৭ শে জুলাই, ২০২৫ রাত ৮:২৪





রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ‘একেবারে সহজ-সরল বাংলায় যদি বলি দেশের অবস্থা একেবারে ভালো না। অনেকগুলো বিপদ-বিপত্তি, যেটিকে আমরা অশনি সংকেত বলি—একেবারে উল্কার বেগে দেশের দিকে ধেয়ে আসছে। গত ১১ মাসে সরকারের যে শক্তি ছিল তা কমতে কমতে এখন একটা নড়বড়ে অবস্থা হয়ে গেছে।’

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

গোলাম মাওলা রনি বলেন, গত ১১ মাসে সরকারের এরকম একটা নড়বড়ে অবস্থা তৈরি হয়েছে যে স্কুল-কলেজের ছেলেরা-মেয়েরা মনে করেন সরকারকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিতে পারেন। সরকারে যারা কর্তা-ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে এতো ভয়, এতো আতঙ্ক—এসব নিয়ে কাজ করা যায় না।

তিনি বলেন, মানুষের অভাব এবং অভিযোগটা কোন পর্যায়ে গেছে, উপার্জনের জন্য মানুষ কোন পথ খুঁজে পাচ্ছে না। ফলে চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে গেছে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২৫ রাত ৮:৫০

ইফতেখার ভূইয়া বলেছেন: উনার চ্যানেল আমি খুব একটা দেখি না তবে উনি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার সংস্থা নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার সাথে পূর্ণ একমত পোষণ করি। দেশের অবস্থা ভালো নয়, এটা সত্য।

২| ২৭ শে জুলাই, ২০২৫ রাত ৮:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: গুজব বাজ রনি। ভিউ ব্যবসায়ী।

৩| ২৭ শে জুলাই, ২০২৫ রাত ৯:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দেশের অবস্থা ভালো নয়, এটা শতভাগ সত্য। যারা বলে ভালো, তারা মিথ্যা বলে। অন্যান্য সব বিষয় বাদ দিলাম, আইনশৃঙ্খলার যে অবস্থা, বাসা থেকে বের হওয়াও নিরাপদ নয়।

৪| ২৭ শে জুলাই, ২০২৫ রাত ৯:৪২

ইপিআর সৈনিক বলেছেন:




সরকারের সবকিছুতে "রাস্তার ছেলেদের" প্রবেশের ব্যবস্হা করে, ক্যু'এর ষড়যন্ত্রকারী ড: ইউনুস যে ক্রাইম করেছে, সেটা থেকে রক্ষা পাবে বলে মনে হয় না।

৫| ২৭ শে জুলাই, ২০২৫ রাত ৯:৪৪

ইপিআর সৈনিক বলেছেন:



আমাদের নড়বড়ে শিক্ষালয়গুলো পুরোপুরি জামাতী ও শিবিরী জংগীদের দখলে, ওখান থেকে জংগী বের হবে লাখে লাখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.