![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘানায় প্রাণঘাতী ভাইরাস এমপক্সে (Mpox) প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ রবিবার বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি মাত্র এক সপ্তাহেই নতুন করে আরও ২৩ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ সাপ্তাহিক সংক্রমণ। (খবর বিএসএস ও এএফপি)
২০২২ সালের জুনে প্রথম এমপক্স শনাক্তের পর থেকে এ পর্যন্ত ঘানায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৭ জনে। এই সংখ্যা বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্যখাতে বাড়ছে উদ্বেগ।
ঘানার স্বাস্থ্যমন্ত্রী এএফপিকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’ তিনি আরও জানান, ‘এই সংক্রমণ নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো দ্রুত শনাক্তকরণ এবং দায়িত্বশীল আচরণ।’
এমপক্স, যা আগে মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল। এ স্মলপক্স বা গুটি বসন্তের সঙ্গে সম্পর্কিত একধরনের ভাইরাস। এটি জ্বর, শরীর ব্যথা এবং ত্বকে ফুসকুড়ি সৃষ্টি করে এবং কখনো প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। ভাইরাসটি সাধারণত সংক্রমিত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শ বা দূষিত বস্তু ব্যবহারের মাধ্যমে ছড়ায়।
সংক্রমণ প্রতিরোধে দ্রুত টিকাদান কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে ঘানা সরকার। দেশটির জনস্বাস্থ্য অধিদফতরের পরিচালক ফ্র্যাঙ্কলিন আসিয়েদু-বেকো বলেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চিহ্নিত করেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে টিকা পেলেই কার্যক্রম শুরু হবে।’
ঘানার এই প্রাদুর্ভাব পশ্চিম আফ্রিকার বিস্তৃত পরিস্থিতিরই অংশ, যেখানে বছরজুড়ে হাজার হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে। সিয়েরা লিওনে জানুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত ৩ হাজার ৩৫০ জন আক্রান্ত ও ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডিআর কঙ্গো, উগান্ডা ও বুরুন্ডিতেও বহু সংক্রমণ শনাক্ত হয়েছে।
আফ্রিকা সিডিসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মাঝামাঝি সময় পর্যন্ত গোটা আফ্রিকায় ৪৭ হাজারের বেশি নিশ্চিত সংক্রমণ এবং ২২১টি মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ২০২৫ সালেই শনাক্ত হয়েছে অন্তত ২৭ হাজার সংক্রমণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস গত মাসে সতর্ক করে বলেন, পশ্চিম আফ্রিকায় সংক্রমণ বাড়তে থাকায় এমপক্স এখনো একটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে।
২৮ শে জুলাই, ২০২৫ রাত ৯:০৪
শাহ আজিজ বলেছেন: আসে , ধান্দাবাজি করতে ।
২| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৫
ইপিআর সৈনিক বলেছেন:
ঘানা, নাইজেরিয়া, কংগো, ইতয়াদির লোকজনকে ভিসা দেয় কেন বুঝা মুশকিল।
২৯ শে জুলাই, ২০২৫ সকাল ১০:১১
শাহ আজিজ বলেছেন: ট্যুরিজম বুম
৩| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ৯:২৬
কলিমুদ্দি দফাদার বলেছেন: আজিজ ভাই, ছবি টা খুবই বিরক্তিকর! ব্লগ পোস্ট বা ছবি তো হাইড করার সুযোগ নেই; আপনি যদি বোঝার সুবিধার্থে মন্তব্য ঘরে অথবা লেখার নিচে ছবিটা যুক্ত করেন তাহলে ভাল হইতো।
২৯ শে জুলাই, ২০২৫ সকাল ১০:১২
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ , এবার হচ্ছে না ।
৪| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ১১:৩৬
শায়মা বলেছেন: এই ছবি দেখে আমি চোখ বন্ধ করে ঢুকলাম কিছু বলার জন্য । সেটা দফাদার ভাইয়া বলে দিয়েছে। ভাইয়া ছবিটা ভীষন রকম ভয়ংকর! আমার মত দূর্বল হার্টের মানুষেরা রাতে দুঃস্বপ্ন দেখবে।
২৯ শে জুলাই, ২০২৫ সকাল ১০:১৪
শাহ আজিজ বলেছেন: হার্টের ডাক্তার দেখাও ।
৫| ২৯ শে জুলাই, ২০২৫ সকাল ১১:১৪
কাঁউটাল বলেছেন: ঢড্ডু আর ভাল হইল না। পক্সের ছবি চেন্জ কইরা কি ছবি দিছে।
২৯ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৩২
শাহ আজিজ বলেছেন: বড় পক্সের ছবি দিছি । ভাল করছি না ?
৬| ৩০ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৪১
রাজীব নুর বলেছেন: ছবিটা সুন্দর।
একজন মা তার সন্তানকে দুধ খাওয়াচ্ছে। এর চেয়ে সুন্দর ছবি আর কি হতে পারে।
৩০ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:২৫
শাহ আজিজ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০২৫ রাত ৮:৫২
ইপিআর সৈনিক বলেছেন:
ঘানার লোকজন ঢাকা আসে?