নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। গরুর মাংস খাওয়া অপরাধ যে ভারতে, তারাই এখন বিশ্বের দ্বিতীয় গরুর মাংস রপ্তানিকারক দেশ!

২৯ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩৬





ব্রাজিলের পর ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে। ২০২৫ সালে দেশটি প্রায় ১.৬৫ মিলিয়ন মেট্রিক টন গরুর মাংস রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় ৪ শতাংশ বেশি। এই রপ্তানি থেকে ভারতের আয় হয়েছে প্রায় ৩.৮ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৪৬ হাজার ৩৬০ কোটি টাকা।



ভারত মূলত মহিষের মাংস রপ্তানি করে থাকে, যা দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাহিদা রয়েছে। ভারতের এই গরুর মাংস মূলত রপ্তানি হয় মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইরাকসহ দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এদিকে যে ভারত বিশ্বের বুকে গরুর মাংস রপ্তানীতে এখন দ্বিতীয় সেই ভারতেই কিনা গরুর মাংস নিয়ে সারা বছরই বয়ে যায় রক্তপাত আর সংঘাত।ভারতে গরুর মাংস নিয়ে সহিংসতা নতুন কিছু নয়। ২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে তথাকথিত গো-রক্ষকদের হাতে অন্তত ২৮ জন মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের বেশিরভাগই ছিলেন মুসলিম। আবার ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে গরু সংক্রান্ত গণপিটুনিতে মারা গেছেন ৫০ জনেরও বেশি। শুধু হত্যাই নয়অনেকের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে বা প্রকাশ্যে আক্রমণের শিকার হয়েছেন।



ভারতে বর্তমানে ৩ হাজার ৬০০ এরও বেশি লাইসেন্সপ্রাপ্ত কসাইখানা আছে, যেগুলো সরকারি অনুমোদনে পরিচালিত হয়। অথচ সেই ভারতেই গরুর মাংস খাওয়া ‘অপরাধ’ হিসেবে বিবেচনা করা হয়। আর রপ্তানিকারীদের অনেকেই অমুসলিম হলেও, সহিংসতার শিকার হন মূলত মুসলিমরাই।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২৫ রাত ৮:৫৮

কামাল১৮ বলেছেন: অপবাধ ধর্মীয় কারনে যেটা ঠিক না।যেমন মুসলমানদের শুকুরের মাংশ খাওয়া।রপ্তানী করে অর্থনৈতিক কারনে।

২৯ শে জুলাই, ২০২৫ রাত ৯:২৬

শাহ আজিজ বলেছেন: খাইলে সমস্যা কি ।

২| ২৯ শে জুলাই, ২০২৫ রাত ৯:০২

সৈয়দ কুতুব বলেছেন: গোরুর মাংস বাসায় আনে না । হোটেলে খেতে গেলে দাম বেশি। সবাই খাসির মাংস খায় বাসায়। :-<

২৯ শে জুলাই, ২০২৫ রাত ৯:২৫

শাহ আজিজ বলেছেন: এই গরুর কাবাব খেলাম , রুমালি রুটি , সালাদ , সবই মজার । পাণ্ডা ফুড থেকে ।

৩| ২৯ শে জুলাই, ২০২৫ রাত ৯:৫১

ইফতেখার ভূইয়া বলেছেন: মানুষ আজীবনই তার স্বার্থের জন্য দুইরকম নীতি অনুসরণ করে এসেছে। এসব আমাকে অবাক করে না।

৪| ২৯ শে জুলাই, ২০২৫ রাত ১১:১৭

ইপিআর সৈনিক বলেছেন:



শিক্ষিত ভারতীয়রা ধর্মকে সামাজিক সংস্কৃতি হিসেবে নিচ্ছে আজকাল।

৩০ শে জুলাই, ২০২৫ সকাল ১১:০৬

শাহ আজিজ বলেছেন: আর একটু খোলাসা করে লিখতেন যদি ।

৫| ৩০ শে জুলাই, ২০২৫ ভোর ৬:০৯

কাঁউটাল বলেছেন: ঢাড্ডু, বুড়া হাবড়া হয়ে যাচ্ছ তাও লোভ সামলাইতে পার না। গরুর গোসত কম খাও, পরে হাই প্রেশার হয়ে যাবে।

৩০ শে জুলাই, ২০২৫ সকাল ১১:০৪

শাহ আজিজ বলেছেন: গেলো ২৫ বছর প্রেশারের ওষুধ খাচ্ছি । হিসাব করে গরু খাই ।

৬| ৩০ শে জুলাই, ২০২৫ সকাল ৯:০০

রাজীব নুর বলেছেন: ভারতের অল্প কিছু এলাকায় গরুর মাংস খাওয়া অপরাধ। ভারতে অনেক মুসলিম হোটেলে আমি গরুইর মাংস খেয়েছি।

৭| ৩০ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৫৯

ঊণকৌটী বলেছেন: চীন থেকেছেন শুয়োরের মাংশ খান নি ? এইটা তো অনেক মজার |

৩০ শে জুলাই, ২০২৫ সকাল ১১:০১

শাহ আজিজ বলেছেন: খেয়েছি ।

৮| ৩০ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৫১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: উগ্র সন্ত্রাসী একটি দেশের নাম ভারত । সংখ্যা লঘুদের শুধু হত্যা নয় বিদেশি নারীরাও ভারতে নিরাপদ নয় ভারতে গেলেই ধর্ষণের শিকার হতে হয় । এর মধ্যে অনেক বাংলাদেশি নারীও আছে । যারা লোক লজ্জার ভয়ে চেপে গেছে । ভারতের হোটেলগুলিতে গভীর রাতে বিজিপির সন্ত্রাসীরা হানা দেয় ,নারীদের ধর্ষন করে ভোরে চলে যায় । হোটেলের লোকজন, পুলিশ এর সাথে জড়িত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.