নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি

৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:২৯





দুর্গাপূজা উপলক্ষে গত কয়েক বছর ধরেই ভারতে ইলিশ মাছ রপ্তানি করছে বাংলাদেশ। কিন্তু চলতি বছর ভারতে ইলিশ রপ্তানি নিয়ে এখনো অনিশ্চিয়তা রয়েছে।

এমন আবহে পদ্মার রুপালি ইলিশ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সংগঠন। মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে ইলিশ চেয়ে আবেদন করেছে ‘ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশন’।গত বছর দুর্গা পুজোর মৌসুমে ইলিশ গিয়েছিল ভারতে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওই চিঠিতে লেখা হয়েছে, ‘অত্যন্ত বিনীত ও শ্রদ্ধার সাথে আপনাকে জানানো যাচ্ছে যে, গত বছর আপনার হস্তক্ষেপের ফলে ভারতে ২৪২০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছিল। পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মৎস প্রেমীদের জন্য একটি সুস্বাদু খাবার।’

আরো লেখা হয়েছে, ‘দুর্গাপূজা-২০২৫ এর কাউন্টডাউন শুরু হওয়ায় আমরা আপনাকে আসন্ন দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি।উল্লেখ্য এ বছর দুর্গাপূজা ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে পড়েছে।’

তারা আরো লিখেছে, ‘মহোদয়, গত বছর আপনার অফিস কর্তৃক প্রদত্ত ২৪২০ মেট্রিক টন ইলিশ মাছের মধ্যে মাত্র ৫৭৭ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা সম্ভব হয়েছিল। তার আগের বছর ২০২৩ সালে ৩,৯৫০ মেট্রিক টনের মধ্যে মাত্র ৫৮৭ মেট্রিক টন, ২০২২ সালে ২,৯০০ মেট্রিক টনের মধ্যে ১,৩০০ মেট্রিক টন এবং ২০২১ সালে ৪,৬০০ মেট্রিক টনের মধ্যে ১২০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা হয়েছিল।’

স্বাভাবিকভাবেই অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ না আসার কারণে পশ্চিমবঙ্গের ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনে’র তরফে কিছুটা আক্ষেপও জানানো হয় ওই চিঠিতে।ফিশ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনে’র সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ স্বাক্ষরিত ওই চিঠিতে এও জানানো হয় ‘প্রায় প্রতি বছরই আমরা অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ গ্রহণ করতে ব্যর্থ হই, কারণ রপ্তানি পারমিটগুলি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে। যেমন ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ পরিমাণ রপ্তানি করতে হয়। এত বিশাল পরিমাণ রপ্তানির জন্য এই সময়সীমা আসলে যথেষ্ট নয়। তাই আপনার কাছে আমাদের অনুরোধ, যে দয়া করে কোনো সময়সীমা ছাড়াই ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার কথা বিবেচনা করা হোক।’

সবশেষে অন্তর্বর্তী সরকারের এক বছর সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়েছে ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’।
বর্তমান সরকারের আমলে ভারতের সঙ্গে আরো শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করে মৎস্য ব্যবসায়িক সংগঠন।

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৯

মায়াস্পর্শ বলেছেন: টাকা দিয়ে কিনে নিলে ক্ষতি নেই। তবে দেশের মানুষের ক্রয়ক্ষমতার ভেতরেও থাকা উচিত।

৩০ শে জুলাই, ২০২৫ রাত ৮:২৬

শাহ আজিজ বলেছেন: টাকা দিয়েই তো নেয় । কিছু যায় উপহার হিসাবে ।

২| ৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৯

ইপিআর সৈনিক বলেছেন:



ইলিশ খেয়ে ড: ইউনুসের জন্য দোয়া করবে তো?

৩০ শে জুলাই, ২০২৫ রাত ৮:২৭

শাহ আজিজ বলেছেন: পেন্নাম করবে , জয় গুরু-------------

৩| ৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:১০

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: বাংলাদেশের মানুষই তো ইলিশ চোখে দেখে না। আগে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানী করা উচিৎ।

৩০ শে জুলাই, ২০২৫ রাত ৮:২৭

শাহ আজিজ বলেছেন: নাহ দেশের মানুষ ছোট ইলিশ খায় ।

৪| ৩০ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০৬

সৈয়দ কুতুব বলেছেন: ইলিশ মাছ আমরাই কিনে খেতে পারছি না।

৩০ শে জুলাই, ২০২৫ রাত ৮:২৮

শাহ আজিজ বলেছেন: বলেন কি ? টাকা পয়সা শেষ ???????

৫| ৩০ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ইলিশের দাম তো এখনও নাগালের বাইরে। শুনেছিলাম শেখ হাসিনা না থাকলে নাকি ইলিশ খেতে পারব। দাম তো কমে না।

৩০ শে জুলাই, ২০২৫ রাত ৮:২৯

শাহ আজিজ বলেছেন: ওইসব আজব গল্প ।

৬| ৩০ শে জুলাই, ২০২৫ রাত ৮:২৪

ইফতেখার ভূইয়া বলেছেন: দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিতে কোন সমস্যা দেখছি না।

৩০ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩০

শাহ আজিজ বলেছেন: সহমত ।

৭| ৩০ শে জুলাই, ২০২৫ রাত ৯:২১

সৈয়দ কুতুব বলেছেন: গফুরের বউ ফরিদা বলেছেন ডিজেলের দাম বেশি এবং চাদাবাজির কারণে ইলিশের দাম বেশি এবার। তাই আর কিনে খাওয়া হলো না।

৮| ৩০ শে জুলাই, ২০২৫ রাত ১১:১৭

কামাল১৮ বলেছেন: পুঁজায় ইলিশের কাজ কি।পূর্ব বাংলার বাঙ্গালীরা ছাড়া বাকী ভারতিয়রা খুব একটা ইলিশ খায় না, কাটার জন্য।

৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৪৬

শাহ আজিজ বলেছেন: বঙ্গে ইলিশ খুব জনপ্রিয় । এর ইতিহাস আমার জানা নেই । কাটা ছাড়া ইলিশ সবার পছন্দ । এক পার্টিতে চীনারা পাগল হয়ে ইলিশের ভর্তা খুজছিল কিন্তু আয়োজক অল্প পরিমান করেছিল । প্রতিশ্রুতি দিয়েছিল এরপর বেশি করে করবে ।

৯| ৩১ শে জুলাই, ২০২৫ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: ইলিশ নিয়ে মানুষ বেশি ন্যাকামি করে।

৩১ শে জুলাই, ২০২৫ সকাল ৯:১৪

শাহ আজিজ বলেছেন: ন্যাকামো করার জিনিসই তো ---------

১০| ৩১ শে জুলাই, ২০২৫ সকাল ১০:০৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এখন পর্যন্ত ইলিশ কিনতে পারি নাই । সেদিন বাজারে গিয়ে দেখলাম , আধা কেজির চেয়ে একটু বেশি হবে এমন ইলিশ ১৬ শ করে চাচ্ছে । এর চেয়ে তো গোস্ত খাওয়া ভালো মনে করে চলে এসেছি । হাসিনার সময় যারা এসব নিয়ন্ত্রন করতো এখনো তারাই করছে - অথর্ব উপদেষ্টারা বসে বেস ......ল ছিড়ছে ।

৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৪৮

শাহ আজিজ বলেছেন: বাঙ্গালী ইলিশ সিন্ডিকেট খুব স্মার্ট ।

১১| ৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ১:১০

রানার ব্লগ বলেছেন: ও ইলিশ, সারা জীবন কাঁদালি আমায় তাও কিনতে পারলাম না ।

৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ১:২২

শাহ আজিজ বলেছেন: হায় হায় হু হু ----------------------------------------

১২| ৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ১:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভারতের সাথে দর কষা-কষি করার এই সময়!

ভালো দামে বিক্রি করা উচিৎ।

১৩| ৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ১:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আর, ভারতকে কথা দিতে হবে ভবিষ্যতে আর শত্রুতা করবে না আমাদের সাথে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.