| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অপারেশন শুরু হয়। টানা ৫ ঘণ্টা ৫ মিনিট পর সম্পন্ন হয় এই সার্জারি। দলের পক্ষ থেকে আমিরে জামায়াতের চিকিৎসা তদারকির দায়িত্বে থাকা ডা. খালিদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শনিবার (২ আগস্ট) সকাল ৮টায় অপারেশন শুরু হয়ে দুপুর ১২টার মধ্যে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির ও তার টিম অস্ত্রোপচার পরিচালনা করেন।’
সার্জারি চলে দুপুর ১২টা পর্যন্ত। দুপুর সাড়ে ১২টার দিকে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। এই মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’
এর আগে ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন। ওই ঘটনার পর দুই দিনের বিশ্রাম শেষে তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন।
এরপর আবারও অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে।
০২ রা আগস্ট, ২০২৫ বিকাল ৪:১১
শাহ আজিজ বলেছেন: ফিটনেস যা ছিল বছর শেষে আরও দুর্বল হয়ে পড়বেন ।
২|
০২ রা আগস্ট, ২০২৫ রাত ১০:১৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তিনি এখন ভালো আছেন। ৭ দিনের মাঝে বাসায় ফিরে যাবেন। ডাক্তার বলেছেন।
০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৪:০১
শাহ আজিজ বলেছেন: ১৪ দিন লাগবে ।
৩|
০২ রা আগস্ট, ২০২৫ রাত ১১:৪৭
কিরকুট বলেছেন: হু
৪|
০৩ রা আগস্ট, ২০২৫ রাত ১:৫৫
গোবিন্দলগোবেচারা বলেছেন: 'সকাল সাড়ে আটটায় অপারেশন শুরু হয়ে ৫ ঘন্টা ৫ মিনিট ধরে চলার পর দুপুর বারোটায় শেষ হয়। '
জামাত ফেরেশতাদের দল; সবই সম্ভব।
০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৭
শাহ আজিজ বলেছেন: বাইপাস তো ঐ সময়েই সম্ভব ।
৫|
০৩ রা আগস্ট, ২০২৫ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: লোকটা নাটুকে। অভিনয় জানেন।
০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৯
শাহ আজিজ বলেছেন: তিনি ভদ্রলোক , ছাত্রজীবন থেকে চিনি ।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০২৫ বিকাল ৪:০৬
সৈয়দ কুতুব বলেছেন: উনার ফিজিকাল ভাবে ফিট হওয়া জরুরি । সামনে ইলেকশন আছে। তবে বছরের শেষে মনে হয় নতুন জামাতের আমির কে হন সেটা দেখার বিষয় ।