![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও আড়াই হাজার মানুষ। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কুনার প্রদেশে। ধ্বংসস্তূপে এখনও শত শত মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
রোববার গভীর রাতে ভূমিকম্পটি আঘাত হানে। সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির সরকারি মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, “উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”
আফগানিস্তানের জনপ্রিয় গণমাধ্যম টোলোনিউজ প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, কুনারের মাজার ভ্যালিতে শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। স্থানীয়রা জানান, শিশু, নারী ও প্রবীণদের বের করা কঠিন হয়ে পড়েছে। বাইরের সহায়তা না পেলে অনেককে জীবিত উদ্ধারের সুযোগ হারিয়ে যাবে।
জাতিসংঘ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা না পেলে এ বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৬
শাহ আজিজ বলেছেন: হুম , আমারও তেমন মনে হয়েছে ।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: মুসলিম দেশ গুলোতে আল্লাহ কেন ভূমিকম্প দেন??
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৭
বিজন রয় বলেছেন: আর কোনো আপডেট আছে?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৫
শাহ আজিজ বলেছেন: মৃতের সংখ্যা বেড়েছে ।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:১০
নতুন বলেছেন: আমাদের দেশের উচিত ডাক্তার এবং সেনা সাহাজ্য পাঠানো।