নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।।‘প্রিয় কন্যা’, জু অ্যায় কি উ. কোরিয়ার পরবর্তী নেতা

০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫৭



























উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বর্তমানে বেইজিং সফরে আছেন। এই সফরে উত্তর কোরিয়ার প্রধান মিত্র চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন কিম। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, তার এই সফরের আরেকটি উদ্দেশ্য হলো, মেয়েকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে পরিচয় করানো।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কিমের মেয়ে কিম জু অ্যায়ে বেইজিং সফরে বাবার সঙ্গে ছিলেন। সেখানে বুধবার তিনি ২০টির বেশি দেশের নেতার সঙ্গে সামরিক কুচকাওয়াজে যোগ দেন। মঙ্গলবার বিশেষ ট্রেনে কিমের সফরসঙ্গীরা বেইজিং রেলওয়ে স্টেশনে পৌঁছান। পরে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, জু অ্যায়ে কিমের পাশে দাঁড়িয়ে আছেন। তখন চীনের শীর্ষ কর্মকর্তারা কিমকে স্বাগত জানান।






জু অ্যায়ের বয়স আনুমানিক ১২ বছর। সে কিমের একমাত্র সন্তান, যে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে। গণমাধ্যম তাকে 'প্রিয় কন্যা' বলে ডাকে। ২০২২ সালের শেষ দিক থেকে তাকে বাবার সঙ্গে সামরিক কুচকাওয়াজ, অস্ত্র পরীক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে।

দক্ষিণ কোরিয়ার বিশ্লেষকদের মতে, কিম তার মেয়েকে উত্তরসূরি হিসেবে গড়ে তুলছেন। তবে তিনি যেকোনো সিদ্ধান্ত অনেক ভেবে-চিন্তে নেন। আবার অনেকে বলেছেন, চীন সফরে মেয়েকে সঙ্গে নেওয়া একটি বড় ধরনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে এত বড় আন্তর্জাতিক সমাবেশে, যেখানে বিশ্বের বড় বড় নেতারা উপস্থিত থাকবেন, সেখানে জুকে বিশ্বের সামনে পরিচিত করানোর বিশেষ কারণ আছে।







সিউল-ভিত্তিক ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের সাবেক প্রেসিডেন্ট ইয়াং মুজিন বলেন, সম্ভবত কিম মেয়েকে চীনের নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন। কারণ চীন উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র।

সিউল-ভিত্তিক সেজং ইনস্টিটিউটের উত্তর কোরিয়া বিশেষজ্ঞ চোং সিয়ং-চ্যাং বলেন, বেইজিং রেলওয়ে স্টেশনের দৃশ্য দেখে বোঝা গেছে—জু অ্যায়ে কেবল দেশে নয়, বিদেশেও তাকে উত্তর কোরিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে।

তার ভাষ্য, 'তাকে চীনে নিয়ে কিম জং-উন বিশ্বকে স্পষ্ট বার্তা দিচ্ছেন, তিনিই হবেন তার উত্তরসূরি।'

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কিম জং-উনকে খুব কম বয়সে উত্তরসূরি হিসেবে মনোনীত করেছিলেন তার বাবা কিম জং-ইল। তবে ২০০৮ সালে তার বাবা স্ট্রোক করার আগ পর্যন্ত সে তথ্য গোপন রাখা হয়।




এএফপির প্রতিবেদনে বলা হয়, জু অ্যায়ে প্রথমবার বিশ্বে প্রকাশ্যে পরিচিত হন ২০২২ সালে। তখন তিনি বাবার সঙ্গে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে যোগ দেন।

তবে প্রথমবার বিশ্বের সামনে কিমের মেয়ের অস্তিত্বের কথা প্রকাশ করেন সাবেক এনবিএ তারকা ডেনিস রডম্যান। ২০১৩ সালে পিয়ংইয়ং সফরে কিম তার সঙ্গে স্ত্রী রি সল-জু ও একটি কন্যাশিশুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, 'আমার মেয়ে'। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম কখনো তার নাম উল্লেখ করেনি। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা বলছেন, সে কিম ও তার স্ত্রী রি সল-জুর মেয়ে জু অ্যায়ে। তাদের ধারণা, কিম ও রি সল-জুর বিয়ে হয়েছিল ২০০৯ সালে।


মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪১

জেনারেশন একাত্তর বলেছেন:



চীনারা কোরিয়ানদের ঘৃণা করে; চীন কৌশলে কোরিয়াকে ২ ভাগ করে রেখেছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫২

শাহ আজিজ বলেছেন: সত্যি কথা । তবে কিম ইল সুং খুবই লোভী ছিলেন ।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০০

জেনারেশন একাত্তর বলেছেন:




কন্যা সুযোগ পাবে বলে মনে হয় না; তার আগে মিলিটারী ক্ষমতা দখল করে, ২ কোরিয়া মিলে যেতে পারে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৭

শাহ আজিজ বলেছেন: উত্তর কোরিইয়ান সেনাদের বিশেষভাবে হিংস্র করে তৈরি করা হয়েছে । দুই কোরিয়া মিলে বিশাল শক্তি হতে পারতো ।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০২

জেনারেশন একাত্তর বলেছেন:



চীনের মিলিটারীর ভয়ে উ: কোরিয়ার মিলিটারী এখনো কিছু করছে না।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৯

শাহ আজিজ বলেছেন: উত্তর কোরিয়া বিশ্ব সমাজ থেকে আলাদা হয়ে আছে ।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৯

বিজন রয় বলেছেন: আপনি কি কিমকে পছন্দ করেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.