| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক-গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার সকাল ১০টার একটু পর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন। বদরুদ্দীন উমরের বয়স হয়েছিল ৯৪ বছর।
ফয়জুল হাকিম আজ প্রথম আলোকে বলেন, প্রায় এক মাস ধরেই বদরুদ্দীন উমর অসুস্থ ছিলেন। তাঁকে হাসপাতালে নিতে হয়েছে একাধিকবার। আজ সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে আবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।বদরুদ্দীন উমর লেখক-গবেষক ও বামপন্থী রাজনীতিক। ১৯৬১ সালে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পিপিই ডিগ্রি নিয়ে দেশে ফিরে আসেন এবং ১৯৬৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। গভর্নর মোনায়েম খানের স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদে ১৯৬৮ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে রাজনীতি ও লেখালেখিতে আত্মনিয়োগ করেন। তাঁর লেখা ‘পূর্ববাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ ভাষা আন্দোলনের ওপর প্রথম গবেষণাগ্রন্থ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করা বদরুদ্দীন উমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন।বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন তিনি।
একসময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন বদরুদ্দীন উমর। ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৬
শাহ আজিজ বলেছেন: না এভাবে নয় গাজী সাহেব ।
২|
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৬
জেনারেশন একাত্তর বলেছেন:
এরা যা বুঝতো না, যাদের জীবন বুঝতো না, তাদের (কৃষক ) নামে সংগঠন করে, বড় পদ দখল করে, অন্য বালছাল নিয়ে ব্যস্ত ছিলেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫০
শাহ আজিজ বলেছেন: এটাও চাতুরিপূর্ণ কৌশল । তবে তিনি অসৎ ছিলেন না ।
৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১১
সৈয়দ কুতুব বলেছেন: বাদরুদ্দীন উমরের সাক্ষাৎকার ছাড়া তাঁর কোনো বই পড়া হয়ে ওঠেনি। কাগজে উমরের আর্টিকেল আর সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা পড়েছি। আমি তাঁদের দ্বারা কোনোভাবে অনুপ্রাণিত নই।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০৮
শাহ আজিজ বলেছেন: আমার কয়েক প্লট পরে থাকতেন কিন্তু জানতাম না ।
৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৫
কামাল১৮ বলেছেন: তার লেখা অনেক বইয়ের মধ্যে ‘পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও ততকালীন রাজনীতি’ কিছুটা আলোচিত হয়েছিলো।আমার সংগ্রহে একটা ছিলো।
তবে তিনি বিভ্রান্তি ছড়িয়ে বিতর্কিত হয়েছেন বেশি।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৫
শাহ আজিজ বলেছেন: আমার কালেকশনে ছিল , সব বই দান করে দিয়েছি ।
৫|
০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: চিনি না।
৬|
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:২৭
বিজন রয় বলেছেন: একসময় যেতেই হবে।
আমাকে, আপনাকে, সবাইকে।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩৬
শাহ আজিজ বলেছেন: ওটাই পরম সত্য ।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৪
জেনারেশন একাত্তর বলেছেন:
চাষী মানুষ ছিলেন, অনেক কথা লিখে গেছেন, চাষীরা পড়তে না পারায়, চাষী বিভ্রান্ত হননি।