নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, বিকল্প নেই’: প্রধান উপদেষ্টা ইউনূস

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫২




প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক বসে।

দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশন সূত্রে জানা গেছে, খুব শিগগিরই তারা তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে। এছাড়া আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে ঐকমত্য কমিশন।

সভায় জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত ছয় সদস্যবিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলোও উপস্থাপন করা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম তিনটি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই জুলাই সনদকে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচনই নয়, এটি একটি ফাউন্ডেশনাল ইলেকশন— যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথরেখা। তাই নির্বাচনকে সামনে রেখে আমাদের অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করতে হবে। একই সঙ্গে মাথায় রাখতে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই।”

বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বৈঠকে অংশ নেন।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৭

জেনারেশন একাত্তর বলেছেন:



ইউনুস টাকা পয়সা নিয়ে চলে যাবার পথ খুঁজতেছে।

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৯

শাহ আজিজ বলেছেন: ইউনুসকে মিঃ হাসিনা বানায়েন না , দোহাই

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: দায়িত্ব নিতে মনে হয় নেপাল যাবেন। =p~

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০০

শাহ আজিজ বলেছেন: খারান , হাল্কা হইয়া আসি ----------

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: যদিও হবে কিনা জানি না। তবে স্বপ্ন পুষতে বাঁধা কিসের আগামীর সুন্দর একটি বাংলাদেশ।

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০০

শাহ আজিজ বলেছেন: রাইট ইউ আর ---হ্যান্ড শেক

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৫৪

মাথা পাগলা বলেছেন: ইউনুসকে তো এখন আর মাঠে-ঘাটে দেখা যাচ্ছে না। উনি কি আদৌ বাংলাদেশে আছেন? এখন তো দেখি, মাঠজুড়ে শুধু জামাত-শিবির আর গর্ত থেকে তাদের হিজবুইত্তারা চ্যাগা দিয়া বের হচ্ছে।

জুলাই সনদ নিয়ে বিশ্লেষনধর্মী কোন লেখা পাইনি। হাসিনার বিচার নিয়েও ইউনুস সরকারের চরম মাত্রায় উদাসীনতা দেখছি।

ইউনুস সুষ্ট নিরপেক্ষ নির্বাচন দিতে না পারলে দেশের খবর আছে! ফেব্রুয়ারিতে নির্বাচনের কোন বিকল্প নাই - কেন এর কোন কারন দেখাইতে পারে নাই। হেলিকপ্টার দিয়ে ইউনুসকে পলায়ন করলে দেশের মান-ইজ্জত সব যাবে।

অভিযুক্ত নির্বাচনে জামাত জিতলে "রাজা রাজ্যহীন মানসিকতা ধরে" বিএনপির সাথে বড় ধরনের রক্তপাত হবে বলে মনে হয়। আবার বিএনপি জিতলেও সেম হবে। বাংলাদেশের ভালোর জন্য সুষ্ট এবং নিরপেক্ষ নির্বাচন খুব প্রয়োজন।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:০৪

ইমরান আশফাক বলেছেন: উনি ফেব্রুয়ারীর মধ্যে নির্বাচন দিয়ে তাড়াহুড়া করে ক্ষমতা হস্তান্তর করতে চান মূলত: শাররিক কারনে। উনার বয়স এখন ৮৪, এই বয়সে অধিকাংশ লোকজনেরই মানসিক জোর থাকলেও শরীল টা সেটা মানতে চায় না। মূলত: বার্ধক্য জনীত কারনেই উনি চাপ টা নিতে চাচ্ছেন না।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪৩

শাহ আজিজ বলেছেন: চমৎকার বলেছেন । আমিও তার বয়স নিয়ে ভাবি ।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১০

শাহ আজিজ বলেছেন: চলতি ছবি আর গেলো বছরের ছবি মিলিয়ে দেখুন , গাল ভেঙ্গে একদম ঝুলে গেছে । ওনার বিশ্রাম দরকার ।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:২২

মাথা পাগলা বলেছেন: @ইমরান আশফাক

আপনি বললে কি হবে, ইউনুস সাহেব তো এধরনের কথা বলছেন না। আর এরকম হলে তো চেয়ারেই তিনি বসতেনই না, রাজাকারদের পূর্নবাসনের জন্য বিচারপতিকে সরাসরি বলতেন না, বন্দর কেনা বেচা নিয়েও তৎপর হতেন না। তার কর্মকান্ড প্রশ্নবিদ্ধ!

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:৪৭

কামাল১৮ বলেছেন: নির্বাচন যখনই হোক, ইউনুস সরকারের অধিনে নির্বাচন হবে না।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩৬

এম এ কাশেম বলেছেন: জনাব ড. মোহাম্মদ ইউনুচ খুনি হাসিনার মত চোর নয়। হাসিনা তো ডাকত ও ভোট চোর।
ভোট অবশ্যই ড. মোহাম্মদ ইউনুচের অধীনে হবে তবে ইন্ডিয়ান কুত্তারা এই ভোটে
অংশ নিতে পারবে না।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৯

জেনারেশন একাত্তর বলেছেন:



জুলাই সনদ কি জংগী ট্রেনিং ব্যবস্হা?

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪০

শাহ আজিজ বলেছেন: হা হা হা B-)

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৬

বাকপ্রবাস বলেছেন: ইউনুস পালালেই বাচে, আলি রিয়াজ সেলেন্ডার করে দিসে, খামোখা টাইম পাস করসে, কিছুই করেনাই, মাইর সব ইউনুসের ঘাড়ে ঘুরতেসে

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৪

সপ্তম৮৪ বলেছেন: ফেব্রূয়ারি-২৬
ফেব্রূয়ারি-২৭
ফেব্রূয়ারি-২৮
ফেব্রূয়ারি-২৯
ফেব্রূয়ারি-৩০

স্যার কিন্তু এখনও নির্দিষ্ট করে কোন সালের ফেব্রুয়ারি তা বলেন নাই
স্যারকে ৫ বচর ক্ষমতায় দেখতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.