![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। কাল শনিবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী । তাঁর বয়স হয়েছিল ৭১। তিনি স্বামী এবং চার সন্তান রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছিল, সপ্তাহে দুই দিন তাঁকে ডায়ালাইসিস করাতে হয়। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। কিন্তু ডায়ালাইসিসের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এর পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না–ফেরার দেশে।
১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভীন গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয়। এরপর পার হতে হয় অনেক চড়াই-উতরাই। পারিবারিক সূত্রেই গানের ভুবনে আসা। গানের প্রতি বাবার টান ছিল বেশি। দাদিও গান করতেন। বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় যেতে হয়েছে তাঁকে।
শৈশবে যখন মাগুরায় ছিলেন, তখন ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে সংগীতের হাতেখড়ি হয়। এরপর নানা প্রতিকূলতার মধ্যেও তালিম থেকে দূরে থাকেননি। নানা ধরনের গান করলেও শিল্পীজীবনে পরিচিতি, জনপ্রিয়তা, অগণিত মানুষের ভালোবাসা মূলত লালন সাঁইয়ের গান গেয়ে। যখন থেকে লালনের গান গাওয়া শুরু হয়েছিল, তারপর আর থেমে থাকেননি।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২০
শাহ আজিজ বলেছেন: অসাধারণ কণ্ঠ ছিল ফরিদার । প্রার্থনা ।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১৬
সৈয়দ কুতুব বলেছেন: বিনম্র শ্রদ্ধা!
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২১
শাহ আজিজ বলেছেন: প্রার্থনা।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর আত্মার শান্তি কামনা করছি।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২১
শাহ আজিজ বলেছেন: প্রার্থনা ।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কিংবদন্তি।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩০
শাহ আজিজ বলেছেন: প্রার্থনা ।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৬
নতুন বলেছেন: বিনম্র শ্রদ্ধা!
উনার মতন এতো দরদ দিয়ে লালনগীতি আমি কারুর কন্ঠে শুনিনি।
বাবা উনার বড় ভক্ত ছিলো। উনি অন্য গান শুনলে উনার গানই শুনতেন।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩২
শাহ আজিজ বলেছেন: প্রার্থনা
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
তাঁন মাগফিরাত কামনা করছি। ফরিদা পারভীন চলে গিয়েছেন না ফেরার দেশে, তিনি রেখে গিয়েছেন তাঁর অমর সঙ্গীত ও তাঁর শিল্পী জীবনের স্মৃতি। ফরিদা পরাভীনের গানের গলায় এতো দরদ ছিলো যা মানুষের মনে অনন্তকাল রয়ে যাবে।