নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ভিন্ন ধরনের এক প্রিজন ভ্যানে সেনা কর্মকর্তারা ট্রাইব্যুনালে

২২ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০৬

সচরাচর যে ধরনের প্রিজন ভ্যানে আসামিদের আদালতে নেওয়া হয়ে থাকে, তা দেখা যায়নি মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সেনা কর্মকর্তাদের পরিবহনে। সবুজ রঙের একটি প্রিজন ভ্যানে তাঁদের আজ বুধবার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কড়া নিরাপত্তার মধ্যে সকাল সাতটার দিকে কারা কর্তৃপক্ষের ওই ভ্যানে ১৫ সেনা কর্মকর্তাকে নেওয়া হয় ট্রাইব্যুনালে। তাঁরা সবাই ছিলেন সাধারণ পোশাকে। হাজিরা দেওয়ার পর আসামিদের নিয়ে সকাল ১০টার দিকে প্রিজন ভ্যানটি বের হয় ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে। তাঁদের আইনজীবী এম সরোয়ার হোসেন বলেছেন, এই সেনা কর্মকর্তাদের সাবজেলেই রাখা হবে।








মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনি কেমন আছেন? আপনার বাসা থেকে খুব কাছেই কিন্তু আগুন লেগেছিলো। আপনি থাকেন আরিফাবাদ আর আগুন লেগেছে রুপনগর আবাসিক!

শাইয়ান সাহেব আপনাকে দুইদিন ধরে ব্লগে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন।

২২ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২১

শাহ আজিজ বলেছেন: কোমর আর পায়ের ব্যাথার জন্য আমায় সাবধানে মুভ করতে হয় । অসাবধানে পা ফসকে ফ্লোরে ধপাস । ঘরে আর কেউ নেই । দরজা ভেতর থেকে লক । পড়ে রইলাম চিত হয়ে । আড়াইটায় প্রপাত আর প্রথম সাড়া পেলাম কন্যার কাছ থেকে সাড়ে চারটায় । চিৎকার করতে লাগলাম । টেনে হিঁচড়ে মোবাইলটা হাতে পেলাম । আমি অক্ষম দরজা পর্যন্ত যেতে । দরজা খোলার লোক এসেছে। দরজার সামনে বাড়িওয়ালা আর ভাড়াটেদের ভিড় । সাড়ে ৭তার দিকে দরজা ভেঙ্গে ওরা হুড়মুড় করে ঢুকল , আমায় রেস্কিউ করে দাড় করাল । অল্প পরিমানে স্ট্রোক হয়েছে , এসিতে ঢুকিয়ে সব ঠাণ্ডা । এরপর হাসপাতাল এবং নানা কাহিনী । আজ ভাল আছি । একা একাই হাঁটছি আর একাই টয়লেট যাচ্ছি । ছেলে ছুটে এসেছে বাবার সেবা করতে । আশা করি ভাল হয়ে যাব শিঘ্রি ।

ধন্যবাদ খোজ খবর নেবার জন্য ।

২২ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪২

শাহ আজিজ বলেছেন: আরামবাগ , আরিফাবাদ নয় ।

২| ২২ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২২

গফুর মিয়া১৯১ বলেছেন: তারা অভিজাত অপরাধী। আমারা হইলাম নীল চাষের চাষী , দাদন শোধ করবো আর চাবুকের নিচে পেতে দিবো নিজ পিঠের চামড়া।

২২ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৫

শাহ আজিজ বলেছেন: হুম , বটে , ভাল থাকবেন ।

৩| ২২ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৬

জেনারেশন একাত্তর বলেছেন:



সেনা বাহিনীর জিয়া গ্রুপ ও অবসরে থাকা জিয়া গ্রুপের অফিসারেরা দেশকে গৃযুদ্ধের মাঝে নিয়ে যাচ্ছে; এরা মিলিটারী থেকে স্বাধীনতার পক্ষের অফিসারদের সরাচ্ছে।

২২ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৭

শাহ আজিজ বলেছেন: আমরাও তাই জানি , উচু গলায় আলাপ করিনা ।

৪| ২২ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪৮

জেনারেশন একাত্তর বলেছেন:



ফারহাদ মাজহার ও জুল ভার্ণ'কে যারা "ঘুম" করেছে, তাদের বিচার চাই!!
এরা সেনাবাহিনীর লোক হলেও, রক্ষা নাই।

২২ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৯

শাহ আজিজ বলেছেন: ইউনুস সাহেব সাহসী স্টেপ নিয়েছেন । ধন্যবাদ তাদেরকে ।

৫| ২২ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০১

জেনারেশন একাত্তর বলেছেন:



সম্ভব হবে কিনা আমি জানি না; সম্ভব হলে, আপনি সাতার কাটেন।

২২ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৩৩

শাহ আজিজ বলেছেন: শরীরে সেই শক্তি নেই , পুলের অভাব এখনে ।

৬| ২২ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০০

dupur১২৩ বলেছেন: ভাই সালাম নিয়েন। আপনার দ্রুত সুস্থতা কামনা করি।

২২ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৭| ২২ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:০৫

কামাল১৮ বলেছেন: দরজা কখনো লক করবেন না।সম্ভবহলে ওয়াশরোমের দরজাও।সাথে হুংইসেল রাখবেন।

২২ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৩২

শাহ আজিজ বলেছেন: অয়াশ রুমের দরজা কখনই বন্দ করিনা ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.