| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

পুলিশ বাহিনীকে রাজনৈতিক ও কার্যনির্বাহী বিভাগের প্রভাবমুক্ত একটি জায়গায় নিয়ে যাওয়ার দাবি তুলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
গত এক বছর পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে বাহারুল আলম বলেন, ‘গত নভেম্বর থেকে আইজিপি হিসেবে দায়িত্ব পালনের সময়টা মোটেই সুখকর নয়। আমাকে প্রবল প্রতিকূলতার মধ্যেই শুরু করতে হয়েছে এবং আমাকেও মাঝেমধ্যে শুনতে হয়, ‘উনি কি আমাদের লোক?’ ধারাবাহিকভাবে এমন কথা শুনতে হয় বলে জানান তিনি।
আজ শনিবার রাজধানী ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বাহারুল আলম। যৌথভাবে এই গোলটেবিলের আয়োজন করে প্রথম আলো ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি। বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
বৈঠকের শুরুতে ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ নিয়ে একটি প্রবন্ধ তুলে ধরেন পুলিশের অতিরিক্ত আইজি (অবসরপ্রাপ্ত) ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সহসভাপতি ইয়াসমিন গফুর।
রাজনৈতিক সরকারই দেশ চালাবে এবং তারাই অভিভাবক উল্লেখ করে আইজিপি বাহারুল আলম বলেন, ‘উনারাই (রাজনৈতিক সরকার) তো আমাদের অভিভাবক, আমি মনে করি; সে জায়গাটায় কেন আমি যেতে পারছি না এবং সে ভয় থেকেই আমরা (পুলিশ) বলি, আমাকে রাজনৈতিক প্রভাবমুক্ত, কার্যনির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করে একটা ইনডিপেনডেন্ট বডির আন্ডারে (স্বাধীন বিভাগের অধীন) আমাকে নিয়ে যান, ওই ভয় থেকেই; ওই আস্থাটা কেন আমি পাচ্ছি না যে ওনারাই করবেন। ওনারা দেশ চালাবেন, কিন্তু ওনারা কোনো প্রভাব বিস্তার করবেন না, সে জায়গাটায় কবে যাব আমি?’
০১ লা নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৫
শাহ আজিজ বলেছেন: সেই পাক আমল থেকে দেখছি পুলিশ হচ্ছে শাসকের হাতিয়ার ।
২|
০১ লা নভেম্বর, ২০২৫ রাত ৮:১৮
জেনারেশন একাত্তর বলেছেন:
উনি যদি নিরপেক্ষা হয়ে থাকেন, জুলাই ক্যু'তে কি পরিমাণ পুলিশকে হত্যা করা হয়েছে ও সেটার বিচারের কি ব্যবস্হা হয়েছে, সেটা নিয়ে কেন কথা বলেন না?
০১ লা নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৬
শাহ আজিজ বলেছেন: কিছুই করা হয়নি ।
৩|
০১ লা নভেম্বর, ২০২৫ রাত ৮:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: পুলিশ কি কখনো স্বাধীন বিভাগের অধিনে যাবে! যদি তাই হয় বিরোধী মতকে দমন পীড়ন কে করবে?
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০২৫ রাত ৮:১২
সৈয়দ কুতুব বলেছেন: পুলিশ যদি কোনো দলের হয়ে কাজ না করে সাধারণ মানুষ এবং বিরোধি দলকে ঠেঙাবে কেমনে ?