নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুসলিম

Mohammed Noor Hossain Shahed

Mohammed Noor Hossain Shahed › বিস্তারিত পোস্টঃ

প্রাণের সামাজিক দায়বদ্ধতা: \'cow গুরু\' রচনা প্রতিযোগিতা

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪২



মোটা মাথার ক্রিয়েটিভ টিম আর অবিবেচক ব্যবসা-সংঘের ঈদসংযোজন আমাদের সন্তানদের জন্য 'cow গুরু' রচনা প্রতিযোগিতা। "cow গুরু" তে কি বুঝাতে চান, 'প্রাণ? ছোট ছোট বাচ্চারা সব কোরবানি নিয়ে রম্য রচনা লেখুক? বিষয়ের, দৃষ্টি আকর্ষণের এতই আকাল পড়েছে? 'কুরবানির তাৎপর্য', 'ত্যাগ', 'আল্লাহ্'র কাছে আত্মসমর্পণ' বিষয়গুলোর শিশুতোষ প্রতিশব্দ খুঁজে পাচ্ছেন না, নাকি? মূল্যবোধের যে মূলা ঝুলালেন তাতে তো এখনই গন্ধ ছড়াচ্ছে। যদি অত আগপাছ না ভেবেই এই আয়োজন করে থাকেন, তাহলে দয়া করে এবার ভাবুন। শিশুরা বড়দের মত অত অহেতুক হাসতে বা হাসাতে চায় না।ওরা জানতে চায়। "গরুর চারটি পা, দুটি কান ও একটি লেজের" চিরায়ত রীতিতে ওদের বেঁধে না রেখে শিশুকালের জগত চিনে নেয়ার প্রবল আকাঙ্খার কোমল জায়গাটিকে আর একটু উর্বর করার ক্ষেত্র তৈরী করুন। লোকে স্যালুট দিবে আর আমি তো এক পায়ে খাড়া।

আরেকটা কথা, আপনাদের হয়তো জানা নেই; কোরবানি দিতে সক্ষম গড়পড়তা মধ্যবিত্তের এই দেশে শিশুরা, শিশুদের মায়েরা কোরবানির ঈদে নতুন কাপড়ের বায়না করেনা, তারা বড়জোর বাবার সাথে গরুর হাটে যেতে চায় কিংবা একটি লাল গরু চায় বন্ধুদের সাথে মাঠে চড়িয়ে সৌখিন রাখাল হতে।

আপনাদের টার্গেট কাস্টমার কারা আপনারাই ভালো জানবেন। একজন বাবা হিসেবে আমি শুধু আমার ছেলেমেয়েদের এই বিজ্ঞাপন থেকে দূরে রাখতে চাই।

হাস্যকর বিজ্ঞাপনটির ভিডিও লিংক: https://youtu.be/DhlFfniFsz8

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৩

হাসান ইমরান বলেছেন: ব্যাপার টা পুরোটাই জোকস । এতে শিশুরা থাকলেও পুরু ব্যাপার টা বড়দের জন্য। শিশুরা এত পেঁচ বুঝে হাঁসবে না।
তবে এটা ভাববেন না যে আমি প্রাণ কোম্পানির পক্ষে সাফাই গাচ্ছি। বলছি একারণে যে...এড টাকে আমি এতোটা সিরিয়াসলি নিচ্ছি না।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৯

রিফাত_হাসান বলেছেন: আমিও প্রাণ গ্রুপের কেউ না। কিন্তু আপনি নিশ্চিত এটা 'cow-গরু' রচনা? আপনি যে বিজ্ঞাপন দিয়েছেন তাতে দেখছি যে গরু রচনা লিখে cow-গুরু হয়ে যেতে বলছে। গুরু মানে তো ওস্তাদ, মানে হচ্ছে গরুর ওস্তাদ বা গুরু হতে বলছে।

যদিও এটা পুরোটাই প্রাণ গ্রুপের ব্যবসায়িক বুদ্ধি। এবং এটা নিয়ে আমার কোন মাথাব্যাথা নেই। আমি শুধু নিশ্চিত হতে চাচ্ছি আপনি ঠিক মত বিজ্ঞাপনটা পড়েছেন কিনা!!

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৫

Mohammed Noor Hossain Shahed বলেছেন: ধন্যবাদ রিফাত হাসান।সত্যিই আমি ভুল পড়েছিলাম।গুরুকে গরু! লজ্জিত ভুলের জন্য এবং আবারো ধন্যবাদ সংশোধনের সুযোগ করে দেয়ার জন্য।যাজাকাল্লাহু খাইরান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.