![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]
গীতিকারের চোখে সেদিন আলোর প্রতিফলন
কবি'র হাতে - নিঃশব্দ স্বপ্নের সংকলন।
চাকার নীচে রাস্তা ছুটে জোরসে উল্টোদিকে
ধুলোর শহর স্বপ্ন বোনে বিভিন্ন আঙ্গিকে
সবুজ গাছে লাল ফেস্টুন - ধূসর টি-এস-সি'তে
রিকশা ভাসে নীল বিলাসে ফেব্রুয়ারী'র শীতে
গীতিকারের চোখ দেখে সেই শহরটা চমকালো
গভীর হলো গল্প এবং কবি'র চোখের আলো !
গীতিকারের গানের 'পরী' ভাসছে সেদিন মেঘে
কবি তখন চা-এর দোকান খুঁজছিল উদ্বেগে
চা-এর সঙ্গে টা-এর হিসাব আগেই করে আসা
এসব গল্প প্রথম থেকেই এমন সর্বনাশা
সেই কবেকার গল্পগুলো কী যে ছন্নছাড়া
নস্টালজিয়া, কোথায় থাকিস? সামনে এসে দাঁড়া !
চশমা-আঁটা কবি'র ছিল ছবি তোলার বাতিক
একটা ফ্রেমে একটা গল্প - থিম'টা কী সাংঘাতিক !
এমন কিছু গল্প তবু চলতে থাকে বলে
ধুলোর শহর আজও এমন মাছরাঙা ঝলমলে...
গীতিকার আর কবি'র চোখে স্বপ্ন জমতে থাকে
শব্দপাখির দলে খুঁজে পায় নীরব কল্পনাকে !
গীতিকার নস্টালজিক এবং কবি আহাদিল
একটু আগে ফেসবুকে কবি আহাদিল-এর স্মৃতি-রোমন্থন দেখে তাতে খানিক কল্পনা মিশিয়ে হঠাৎ লিখে ফেলা কবিতা। প্রিয় দুইজন মানুষকে ৩রা ফেব্রুয়ারী'র শুভেচ্ছাসহ এই ছোট উপহার !
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
শাহেদ খান বলেছেন: হ্যাঁ, ফেসবুক স্ট্যাটাসে তেমনই একটা গল্প পড়লাম একটু আগে।
ভাল থাকবেন দূর্জয় ভাই।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১
রাতুল_শাহ বলেছেন: ভাই ভাল লাগছে
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
শাহেদ খান বলেছেন: ভাল লাগা
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০
অস্থির ভদ্রলোক বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
শাহেদ খান বলেছেন: আমিও !
ব্লগে স্বাগতম, অস্থির ভদ্রলোক !
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
চারকল বলেছেন: সুন্দর।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
শাহেদ খান বলেছেন:
ব্লগে স্বাগতম !
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
স্বপনবাজ বলেছেন: সুন্দর।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
শাহেদ খান বলেছেন: কমেন্টে ভাল লাগা !
আপনাকেও স্বাগতম আমার ব্লগে!
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
নস্টালজিক বলেছেন: শাহেদ, দারুন লিখসো!
আবেগী মানুষ আমি! আর একটু হলেই গিয়েছিলো চোখ ভিজে! :-)
শুভেচ্ছা নিরন্তর তোমাকে!
শুভ রাত!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
শাহেদ খান বলেছেন: কবি'র লেখা স্ট্যাটাসে ছবিগুলো জীবন্ত মনে হচ্ছিল; ছবি'টা চোখের সামনে থাকতেই তখনই লিখে ফেললাম !
আপনাদের ভাল লাগাতেই এই লেখার সার্থকতা ! আপনাদের জন্যেই তো উপহার !
ভাল থাকবেন, সবসময় !
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
আহাদিল বলেছেন: অনেক ধন্যবাদ শাহেদ, এত্ত সুন্দর একটা উপহারের জন্যে...
খুব খু-উ-ব সুন্দর লিখেছেন...
শুভেচ্ছা অনেক!
শুভ রাত!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
শাহেদ খান বলেছেন: উপরের কমেন্টের জবাব'টা আপনার জন্যেও !
এতটা ভাল লাগা'য় আমারও অনেক অনেক ভাল লাগা !
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
শ্রাবণ জল বলেছেন: ব্যাপক সুন্দর।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
শাহেদ খান বলেছেন:
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
সায়েম মুন বলেছেন: নাইস কম্পোজিশন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
শাহেদ খান বলেছেন:
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০
ফারিয়া বলেছেন: বাহ, বেশ সুন্দর তো!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
শাহেদ খান বলেছেন:
হাহ হা ! অনেক ভাল লাগা জানবেন !
১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা রইলো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
শাহেদ খান বলেছেন: আপনার নিক দেখে মনে পড়ল,
ছোটবেলায় স্কুলে পড়েছিলাম, ভাষা দুই প্রকার: কথ্য ভাষা আর লেখ্য ভাষা।
আপনার নিকটা মনে হয় শুধু লেখ্য ভাষাতেই সম্ভব, একে কি কোনওভাবে উচ্চারণ করা যাবে?
ভাল লাগায় ভাল লাগা !
১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
হাসান মাহবুব বলেছেন: কঠিন হৈসে শাহেদ মাম্মা! আপনি কঠিন চিজ
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
শাহেদ খান বলেছেন: এতদিন 'হাসান ভাই' ডাকতাম, এখন কি হাসান মাম্মা?
হাহ হা। ভাল থাকবেন।
১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
শায়মা বলেছেন: ভাইয়া অনেক অনেক ভালো লাগলো আমার দুজন প্রিয় মানুষকে নিয়ে লেখাটা!!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
শাহেদ খান বলেছেন: ভাল থাকা হোক, শায়মা'পু। সবার।
১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
রেজোওয়ানা বলেছেন: চমৎকার দু'জন মানুষকে নিয়ে আরেকজন চমৎকার মানুষের পোস্ট......অসামান্য সৃষ্টি হলো তাই স্বাভাবিক ভাবেই!
রানা মাম্মা আর মিশু মাম্মীকে অনেক ভালবাসা........
(তুমাদের ছেলেমেয়েদেও আমি মাম্মা ডাকবো ইনশাআল্লাহ)
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
শাহেদ খান বলেছেন: চমৎকার মানুষগুলো সব ভাল থাকুক...
'মাম্মা' ডাকা কি এখনকার ট্রেন্ড নাকি?
এইমাত্র বিচারের রায় জানলাম। কিছু ভাল লাগছে না, আপু...
১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
লেখোয়াড় বলেছেন:
সুন্দর এবং ভালো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
শাহেদ খান বলেছেন: ধন্যবাদ এবং আনন্দিত।
১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাইস ওয়ান শাহেদ ভাই। ভালো লাগলো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
শাহেদ খান বলেছেন: ভালো থাকবেন কবি। মন্তব্যে ভাল লাগা জানালাম।
১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
সোমহেপি বলেছেন: মাছরাঙ্গা ঝলমলে!
মানুষ দুইটার ছবি দেখছি মনে হয়। এফ বি তে।
জোড় হইছে?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
শাহেদ খান বলেছেন: হ্যাঁ, ঐতিহাসিক বারো-বারো-বারো তারিখে, পৃথিবীর অন্য অনেক ঘটনা'র মত এই দুজন প্রিয় মানুষও বেজোড় থেকে জোড় হয়েছিলেন।
শুভকামনা, সবার প্রতি।
১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
সাইফ হাসনাত বলেছেন: দারুণ কিছু ছন্দে আরো বেশি দারুণ লেখাটা বেশ ভালো লাগলো।
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯
শাহেদ খান বলেছেন: ভাল লাগায় অনেক ভাল লাগা জানবেন।
আমি যথারীতি অনেক দেরীতে ব্লগে আসলাম আবার।
১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৯
তন্ময় ফেরদৌস বলেছেন: মিশুপুর লেখাটা পড়েছি। তারপরেই এইটা পড়লাম। অসাম হইসে শাহেদ ভাই ।
২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
নস্টালজিক বলেছেন: সেই পোস্ট! কিন্তু শাহেদ কে আর খুঁজে পাওয়া যায় না!
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
৩'রা ফেব্রুয়ারীর শুভেচ্ছা কেনো?
এই দিনই শুরু ছিলো
এনিওয়ে, দুজনকেই দারুন মানিয়েছে।
রানা ভাই'র গীতিকবিতা আর ব্যক্তিত্বে মুগ্ধ ।
আহাদিল আপুর লেখা ও ভালো লাগতো।।
ওনাদের শুভকামনা।
পোস্ট ভালো লেগেছে শাহেদ ভাই।