![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]
আজ যদি আমি রাজপথে না থাকলাম,
আমাকে তাহলে অন্তর থেকে কেন তুমি ঘৃণা করবে না, বলো?
-- শো-কজ দিলাম !
আজ যদি আমি মিছিলেই না-ই নামলাম,
আমার লেখা সব কবিতাকে কেন 'ভন্ডামী' বলবে না, বলো?
-- শো-কজ দিলাম !
আজ যদি আমি স্লোগানে না গাইলাম,
'আজ অবধি গাওয়া সব গান প্রতারণা ছিল' - কেন বলবে না?
-- শো-কজ দিলাম !
আজ যদি আমি জাগরণে না মিশলাম,
এই জীবনটা অক্সিজেনের অপচয় কেন বলবে না, বলো?
-- শো-কজ দিলাম !
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩০
ফারিয়া বলেছেন: আজ করবার সময় হয়েছে,
তাই করছি।
আজ না করলে কাল আসবে মেঘে ঘনীভুত হয়ে!
আজ যদি মরবার সময় হয়,
তবে মরব!
দেশকে বাচিয়ে মরার সুখ অনেক বেশি থাকে হয়ে!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৮
শাহেদ খান বলেছেন: এই চেতনা চিরস্থায়ী হোক, প্রতিটা প্রাণে !
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
গণদাবির জয় হোক।
শত্রুমুক্ত দেশ হোক।।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
শাহেদ খান বলেছেন:
গণদাবির জয় হোক।
শত্রুমুক্ত দেশ হোক।।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
হাসান মাহবুব বলেছেন: ঠিক ঠিক! কেন যাবো না? কেন ঘাম ঝরাবনা? কেন রক্ত দিতে প্রস্তুত থাকবো না?
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
শাহেদ খান বলেছেন: কেন যাবো না? কেন ঘাম ঝরাবনা? কেন রক্ত দিতে প্রস্তুত থাকবো না? -- শো-কজ দিলাম !
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬
শাহেদ খান বলেছেন: ছবিটা: ফেসবুক থেকে পাওয়া। কোনওভাবে ফটোগ্রাফারের নাম জানতে পারলে এখানে কৃতজ্ঞতা জানিয়ে যাব।