![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]
চারটা দেয়াল - ইটের উপর ইট
মধ্যে কয়টা ক্লান্তিবিহীন প্রাণ;
একটা রাস্তা - বিষন্ন কংক্রিট
ওতেই তোদের নিস্তরঙ্গ গান
ই-মাইনর টলমলে নিষ্পাপ
ব্যস্ত পথে হারিয়ে ফেলা সুর;
শূন্য চেয়ার, শূন্য চায়ের কাপ -
হাতের মুঠো'র জীবনটা কদ্দূর?
মরচে-ধরা নীল জানালা'র গ্রিল
নীল-গিটারে স্বপ্ন দেখার জেদ
নীল কবিতার নিখুঁত অন্ত্যমিল
নীল প্রেম আর অপূর্ব বিচ্ছেদ
মনের ঝড়ের এত্ত নিম্নচাপ
ভুলিয়ে দিতে বাঁধভাঙা উৎসব !
শূন্য চেয়ার, শূন্য চায়ের কাপ -
একলা এখন; কোথায় তোরা সব?
দেয়াল-লিখন, জলরঙা পোস্টার
তাস, সিগারেট আর কবিতার বই,
বুঝতে পারলে সবক'টা দোষ তার !
সেই বিকেলের রংগুলো আজ কই?
বিকেল এখন ক্লান্ত নিরুত্তাপ
ক্যান্টিনে আজ ধূসর দীর্ঘশ্বাস
শূন্য চেয়ার, শূন্য চায়ের কাপ -
কোথায় তোদের বাঁধভাঙা উচ্ছাস?
সিগার ফেলে দুই-টাকা চুইংগাম
বাসের গেটে সুরের আন্দোলন
তোর কপালের রক্ত এবং ঘাম
আমার চোখের জেদের বিস্ফোরণ !
সবুজ পাহাড়, লাল সূর্যের তাপ,
ঘাসের বুকে রাতজাগা নীল সুর;
শূন্য চেয়ার, শূন্য চায়ের কাপ -
হারিয়ে ফেলা জীবনটা কদ্দূর?
(To: my buddies, my brothers)
০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
শাহেদ খান বলেছেন:
২| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
বোকামন বলেছেন:
বেশ ভালো লাগলো + +
শূন্যতা শূন্য হোক
০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
শাহেদ খান বলেছেন: ভার্সিটি-লাইফ তো আর ফিরে আসবে না...
৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । ভার্সিটি লাইফ আসলেই আর ফিরে আসবে না ।
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:১৮
শাহেদ খান বলেছেন: আসলেই। শুধু রয়ে যাবে স্মৃতি; আর শূন্য চেয়ার, শূন্য চায়ের কাপ...
৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:০৮
রাতুল_শাহ বলেছেন: আকাশ পানে চাহিয়া কি দেখেন ভাই?
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:২০
শাহেদ খান বলেছেন: কী যে দেখতেসিলাম, তা তো আর এখন মনে নাই...
৫| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:০৯
খেয়া ঘাট বলেছেন: অনেকটা কফি হাউসের কাব্যিক রুপায়ন মনে হলো।
দারুন ভালো লেগেছে।
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:২২
শাহেদ খান বলেছেন: আমাদের 'কফি হাউস' ছিল না; তবে 'পড়ন্ত বিকেল ক্যাফেটেরিয়া' ছিল...
ভাল লাগায় ভাল লাগা।
৬| ০৩ রা জুন, ২০১৩ রাত ১০:০০
হাসান মাহবুব বলেছেন: বালা।
০৩ রা জুন, ২০১৩ রাত ১০:০৭
শাহেদ খান বলেছেন: খারাপ না তাইলে
৭| ০৩ রা জুন, ২০১৩ রাত ১০:৫৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আকাশে কি উড়ে?
কবিতা ভালো লাগছে।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৪৭
শাহেদ খান বলেছেন: মেঘের ওপর আকাশ উড়ে !
ভাল লাগায় ভাল লাগা, কবি।
৮| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:১৭
ভারসাম্য বলেছেন: মিটারে প্রায় নিখুঁতই মনে হল।
সিগার ফেলে দুই-টাকা চুইংগাম/ বাসের গেটে সুরের আন্দোলন/ তোর কপালের রক্ত এবং ঘাম/ আমার চোখের জেদের বিস্ফোরণ !
এই অংশটা,
সিগার ফেলে লজেন্স চ্যুইংগাম/ বাসের গেটে সুরের আন্দোলন/ তোর কপালের রক্ত এবং ঘাম/ আমার চোখে জেদের বিস্ফোরণ !
এমন হলে কেমন হয়!
প্রায় এবং মনে হওয়ার কথা বলেছিলাম এজন্য যে, আমি নিজেও মাপতে পারিনা সেভাবে। একটু মনে হল (মেপে নয়) তাই বলেছি।
আরো যেটা মনে হল, ছন্দে ছন্দে লেখায় আপনার জুড়ি নাই। আর সেই লেখাগুলো ছেলেভুলানো ছড়াও নয়। কবিতার জীবন্ত অনুভূতি পুরোপুরিই থাকে তাতে।
ডাবল প্লাস।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৫৬
শাহেদ খান বলেছেন: ঠিক বরাবর জায়গায় ধরেছেন ! আমিও 'চোখে/চোখের' নিয়ে কনফিউশনে ছিলাম। 'চোখে' লিখলেই মিলে যায় ভাল, কিন্তু মনে হচ্ছিল সেক্ষেত্রে আমি যে অর্থটা প্রকাশ করতে চাইলাম সেটা হচ্ছে না ! 'চোখের' দিলেই আমার অর্থটা আমার কাছে ধরা দিচ্ছিল। ওর কপালের রক্তগুলো 'আমার চোখের জেদ' হয়ে প্রকাশ পাচ্ছিল !
আর, আমি কিন্তু সঠিক বানানে চ্যুইংগাম (চিউয়িং-গাম) উচ্চারণ করছিলাম না। বরং কথ্যভাষার দ্রুততায় 'চুইংগাম' - অনেকটা বলতে গেলে দোকানদারের মুখের ভাষায় বলা। আমার কবিতার মত সরল এবং চলিত।
আর, শেষে এসে বিশাল কমপ্লিমেন্ট দিলেন ! এত্ত উৎসাহে আমারও ডাবল প্লাস !
৯| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:২৫
স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ !
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৫৬
শাহেদ খান বলেছেন:
১০| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৪৯
সায়েম মুন বলেছেন: সুন্দর। সুরেলা।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৫৯
শাহেদ খান বলেছেন: সায়েম ভাই, এটা খানিকটা লিরিক ভেবেই লেখা ! শুধু কবিতা ভাবছিলাম না।
১১| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:০৪
অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো বন্ধু , শুন্য চেয়ার , চায়ের কাপ , নীল গীটার আর আকাশ এর কথা
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:৩২
শাহেদ খান বলেছেন:
এক আকাশের গল্প ছিল বাকি
শূন্য ঘরে ওসব ভাবতে থাকি !
১২| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৫১
ভারসাম্য বলেছেন: আমি আসলে চ্যুইংগাম এর চেয়েও লজেন্সের প্রতিই বেশি আগ্রহী । আম্রাও চুইঙ্গামই বেশি কই।
নতুন কোন ডিটেকটিভ গল্প দিবেন না?
ভাল থাকবেন।
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:৩৫
শাহেদ খান বলেছেন: মুখ থেকে সিগারেটের গন্ধ দূর করার জন্য ঘরে ঢোকার আগে কেউ কেউ সিগার ফেলে চুইংগাম মুখে পুড়ত। তবে কেউ লজেন্স নিত বলে মনে পড়ছে না !
আর, ডিটেকটিভ গল্প নিয়ে তো আর ভাবছি না ! বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট দিতে ভাল লাগছে। আবার কোনও প্লট মাথায় আসলেই লিখব।
ভাল থাকবেন আপনিও।
১৩| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:০১
নস্টালজিক বলেছেন: এইরকম লিরিক পড়লেই আমার মাথায় ইদানিং সুর গুনগুন করে!
তোমার লেখা খুব সুন্দর! এই লিরিকটাও সুর পেলে দারুন একটা নাগরিক গান হয়ে উঠবে! যে নাগরিক কোনো অলস দুপুরে বন্ধুদের কথা ভাবতে ভাবতে নস্টালজিক হচ্ছে!
টু গুড শাহেদ! লাভিং ইট!
কিপ রকিং!
০৮ ই জুন, ২০১৩ রাত ১০:০৫
শাহেদ খান বলেছেন: এতটা ভাল লাগার কথা জেনে ভাল লাগতেসে, রানা ভাই !
১৪| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৪
আহাদিল বলেছেন: অপূর্ব!
আমি আপনার এক নম্বর ফ্যান (পাঙ্খা) !
০৮ ই জুন, ২০১৩ রাত ১০:০৬
শাহেদ খান বলেছেন:
গ্রীষ্মকালে 'ফ্যান'-এর কথা শুনতে খারাপ লাগে না !
১৫| ২৬ শে জুন, ২০১৩ রাত ৮:২৯
মুনসী১৬১২ বলেছেন: ওরে কি সুন্দর সুন্দর লেখা রে...............
ঈর্ষা হয়
২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৩২
শাহেদ খান বলেছেন:
হাহ হা !
শুভেচ্ছা !
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
স্নিগ্ধ শোভন বলেছেন: ১ম ভাললাগা জানবেন ভাই।