নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস গল্পকার

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই...

শাহেদ খান

আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]

শাহেদ খান › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিবিদগণ

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৫১



ওরা আর কী চায়, বলো তো?

ফুল খেলো, নদী খেলো, সাগর-পাহাড় খেলো,

বন আর মন খেলো - ওরা আর কী চায় আহারে?



সব খাওয়া হয়ে গেলে, এইবার দাম বুঝে-

'বিক্রয় ডট কম'-এ দেশটা'কে বেচে দিলে পারে...



















মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩০

ভারসাম্য বলেছেন: অথবা বেচতে পারে 'সেলবাজার' এ ;)

+++

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৬

শাহেদ খান বলেছেন: হুম, যার যেখানে ইচ্ছা... /:)

অনেকদিন পর। কেমন আছেন?

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
:)
:) :)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭

শাহেদ খান বলেছেন: এত খুশি, দূর্জয় ভাই? #:-S

৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: লাস্ট লাইনটা মজার এবং দারুন ! দেশ মনে হয় একবারে এইভাবে বিক্রি করবে না, আস্তে আস্তে পিষে পিষে সব রস বের করে করে বিক্রি করবে , সোনার ডিম পারা হাঁস একবারে কেটে ফেলার মতো বোকা নিশ্চয়ই রাজনীতিবিদরা নন । :) :)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪

শাহেদ খান বলেছেন: হুম, তাড়াহুড়া নেই। 'সব খাওয়া হয়ে গেলে' তারপরই বিক্রি করা'র কথা বলছি...

মজা থেকে না, দুঃখ এবং ক্ষোভ থেকে লেখা শাহরিয়ার ভাই।

ভাল থাকবেন।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


সব খাওয়া হয়ে গেলে, এইবার দাম বুঝে-
'বিক্রয় ডট কম'-এ দেশটা'কে বেচে দিলে পারে...

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২

শাহেদ খান বলেছেন: না পারবে না। আমার দুঃখ-অভিমান বেশিক্ষণ থাকে না। আমি অতি-আশাবাদী মানুষ।

কোনও রাজনীতিবিদের দিকে তাকিয়ে থেকে লাভ নেই। দেশটা'কে আমরা গড়ে নেব কান্ডারী।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬

আমিনুর রহমান বলেছেন:




চেটেপুটে খেয়ে ফেলছে তখন আর এত কষ্টের অর্জিত বাংলাদেশের মুল্য থাকবে না। :( :( :(

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫

শাহেদ খান বলেছেন: এতকিছু'র পরও দেশ'টা এমনভাবে দাঁড়িয়ে আছে, কারণ দেশে ভালমানুষের সংখ্যা এখনও বেশি।

খুব স্বপ্ন তো দেখি, একদিন সব ঠিকপথে চলে আসবে। জীবনানন্দের মত বলে উঠি:

"বিধাতা, তোমার কাজ সাঙ্গ হয় নাই"

ভাল থাকা হোক সবার, আমিনুর ভাই।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ওদের ক্ষিদা অনন্ত !
আস্তে বলেন , ট্যাগ খেয়ে যেতে পারেন !

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৭

শাহেদ খান বলেছেন: আমরা তো বড়জোর ও-ই খেতে পারি। আর কিই বা বাকি আছে?

অভিমান-টা নির্দলীয়। অর্থাৎ সবার প্রতিই। তবে আমার স্বপ্নবাজ মন খুব দ্রুত ক্ষোভকে প্রতিস্থাপন করে নেয়।

শুভেচ্ছা, স্বপ্নবাজ আপনাকেও, অভি।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ক্ষোভ এখন মূল্যহীন মনে হয়, নিজেকে বড়ো ক্ষুদ্র মনে হয়....

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:০০

শাহেদ খান বলেছেন: খানিক হাহাকারমূলক পোস্টের জন্য আমার নিজেরই এখন খারাপ লাগছে, প্রোফেসর। শাহেদ এমন পোস্ট খুব কম দেয়।

আমার পোস্টে প্রধানত থাকে 'স্বপ্ন দেখার জেদ আর বাঁচতে শেখার গান'।

এক পৃথিবী'র শুভকামনা। দেশটার জন্যও !

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৬

মামুন রশিদ বলেছেন: সব খাওয়া হয়ে গেলে, এইবার দাম বুঝে-
'বিক্রয় ডট কম'-এ দেশটা'কে বেচে দিলে পারে...


হুম...

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯

শাহেদ খান বলেছেন: হুম...

ভাল থাকবেন। শুভেচ্ছা।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৭

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ক্ষোভের আগুন ........
পাইথন এর হা এর কাছে কিছুই নিরাপদ নয়।

আমি রাজনীতি বুঝিনা...
দেশ বুঝি। মানুষ বুঝি। বেঁচে ঠাকার অধিকার বুঝি।

শুভেচ্ছা শাহেদ।
যত দুরে থাকিনা কেনো,পিছনে চেয়ে থাকে চোখ!

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০১

শাহেদ খান বলেছেন: সমস্যা'টা হল, যারা দেশ বুঝে না, মানুষ বুঝে না, বেঁচে থাকার অধিকার বুঝে না - শুধু তারাই বোধহয় এখন রাজনীতি বুঝতে যায়।

শুভেচ্ছা, সাজি'পু। সবার মনেরই একটা অংশ দেশেই পরে থাকে নিশ্চয়ই। কেউ খেয়াল করে, কেউ করে না।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ঠাকার= থাকার।

(কখনো অভ্র ,কখনো ফোনেটিক এ লিখলে যা হয়।):)

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০২

শাহেদ খান বলেছেন: সমস্যা না। বুঝতে পেরেছিলাম কথাটা 'থাকার' হবে। 8-|

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন:
হুম :(

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

শাহেদ খান বলেছেন: শুভেচ্ছা শোভন !

১২| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪০

সায়েম মুন বলেছেন: বেচার কিছু বাকি আছে #:-S

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২০

শাহেদ খান বলেছেন: জানি না সায়েম ভাই। আমরাও তো নিজেদের বিকিয়ে দিচ্ছি প্রায় প্রতিদিন। সবুজ করুণ এই ডাঙা'র কথা কীভাবে ভুলে যেতে বসছে মানুষ... হারিয়ে ফেলছে নিজেদের ভেতরের নিজেকে


আজ তারা কই সব? ওখানে হিজল গাছ ছিল এক - পুকুরের জলে
বহুদিন মুখ দেখে গেছে তার; তারপর কি যে তার মনে হ'ল কবে
কখন সে ঝ'রে গেল, কখন ফুরাল, আহা, - চ'লে গেল কবে যে নীরবে
তাও আর জানি নাকো; - ঠোঁট-ভাঙা দাঁড়কাক ওই বেলগাছটির তলে
রোজ ভোরে দেখা দিত - অন্যসব কাক আর শালিখের হৃষ্ট কোলাহলে
তারে আর দেখি নাকো - কতদিন দেখি নাই; সে আমার ছেলেবেলা হবে,
জানালার কাছে এক বোলতার চাক ছিল - হৃদয়ের গভীর উৎসবে
খেলা ক'রে গেছে তারা কত দিন - ফড়িং কীটের দিন যত দিন চলে
তাহারা নিকটে ছিল - রোদের আনন্দে মেতে - অন্ধকারে শান্ত ঘুম খুঁজে
বহুদিন কাছে ছিল; - অনেক কুকুর আজ পথেঘাটে নড়াচড়া করে
তবুও আঁধারে ঢের মৃত কুকুরের মুখ - মৃত বিড়ালের ছায়া ভাসে;
কোথায় গিয়েছে তারা? ওই দূর আকাশের নীল লাল তারার ভিতরে
অথবা মাটির বুকে মাটি হয়ে আছে শুধু - ঘাস হয়ে শুয়ে আছে ঘাসে?
শুধালাম... উত্তর দিল না কেউ উদাসীন অসীম আকাশে।



[আজ তারা কই সব? - রূপসী বাংলা :: জীবনানন্দ দাশ]

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৬

হাসান মাহবুব বলেছেন: ছোট হলেও শক্তিশালী।

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২২

শাহেদ খান বলেছেন: ভাল লাগল, হাসান ভাই। শুভেচ্ছা।

১৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০০

অদৃশ্য বলেছেন:






প্রকাশটা অনর্থক নয়... চমৎকার হয়েছে...


কথা হবে...


শুভকামনা...

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২১

শাহেদ খান বলেছেন: প্রথমবারের মত আমার ব্লগে আসলেন, আর এমন একটা লেখায় - যে লেখার ভঙ্গি রীতিমত আমার স্বভাব-বিরুদ্ধ ! অথচ দু-একটা বাদে আমার অধিকাংশ লেখার থিম থাকে - 'স্বপ্ন দেখার জেদ আর বাঁচতে শেখার গান'।

স্বাগতম, অদৃশ্য। কথা হবে নিশ্চয়ই। 8-|

শুভেচ্ছা !

১৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২২

নেক্সাস বলেছেন: বেঁচে তো দিচ্ছে হরদম... যেনো রাস্তার মোড়ের দোকানে আলুর দম

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৭

শাহেদ খান বলেছেন: আমরা বিকোব না, তাহলেই হবে। নিশ্চয়ই এদেশের ভাল দিন আসবে !

শুভেচ্ছা, নেক্সাস।

১৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১০

সমুদ্র কন্যা বলেছেন: শক্তিশালী একটা লেখা। রাজনীতি নয়, আসলে গণনীতি চাই। গণমানুষের জন্য।

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৮

শাহেদ খান বলেছেন: 'গণনীতি চাই' -- সুন্দর বলেছেন।

তবে সবার আগে নীতি-নির্ধারক'দের মানসিকতার উন্নয়ন চাই। তা নাহলে নতুন নামেও সেই পুরানো জিনিস'ই চলার আশঙ্কা থেকে যায়।

শুভকামনা, সমুদ্র কন্যা। একটা সুন্দর দেশ আর পৃথিবীর প্রত্যাশায়।

১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

আহমেদ জী এস বলেছেন: শাহেদ খান ,



অল্প কটি লাইনে দেশীয় রাজনীতিবিদদের সত্যিকারের ছবিটি এঁকেছেন ।


এর সমগোত্রীয় আমার একটি লেখার লিঙ্ক দিলুম , খারাপ লাগবেনা হয়তো -------

Click This Link

আমার একটি পোষ্টের মন্তব্যে আপনার সহমর্মিতার জন্যে কৃতজ্ঞ ।

ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫

শাহেদ খান বলেছেন: ভাল থাকবেন আপনি এবং আপনারাও, আহমেদ ভাই।

লেখায় ভাল লাগা'য় ভাল লাগা জানাচ্ছি; আর আপনার লেখাটাও পড়তে যাচ্ছি। 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.