নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস গল্পকার

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই...

শাহেদ খান

আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]

শাহেদ খান › বিস্তারিত পোস্টঃ

আশ্বিন

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০

(আমাদের আশ্চর্য-আশ্বিনের গল্প; আমাদের তারা-ভরা-রাতের গান)





আমাদের গল্পটা অভিমানে ভরা তবে আশ্বিনে মিটমাট হয়ে যায়

নীল-রোদে কোনও এক অবুঝ অচেনা পাখি খুঁজে পায় তার গন্তব্য

বাতাস চমকে উঠে বুঝে ফেলে, ফুলগুলো পরাগায়নের তরে উদ্বেল

পৃথিবীর আরও কিছু সমাধান গতি পায় - কিন্তু তা বুঝে ফেলা দুস্কর।



আমাদের কবিতা বা আমাদের গানগুলো এইসব জানত না নিশ্চয়ই:

এই নিয়ে জোনাকের ব্যস্ততা দেখে তুমি চট করে হেসে ফেলো; তারপর

বিস্মিত জোনাকিরা সমালোচনায় মেতে রাগ করে চলে যায় বহুদূর।

কৌতূহলের বশে গল্প দেখতে এসে কৌতুকে মজে যায় ঈশ্বর !



কাঁচপোকাদের ঘরে ঝঞ্ঝাট লেগে থাকে বারোমাস - তাই সেটা তুচ্ছ।

নিষ্পাপ নীলাকাশে চিলের ডানার পাশে উড়ে চলে নির্ভার আশ্বিন

নরম রোদের পরে নরম জোছনা এসে পৃথিবীকে ঢেকে দেয় আদরে;

আমার দুচোখে আমি 'ইচ্ছে' আঁকতে বসি - এবং তোমার চোখে 'স্বপ্ন'।



এরপর একদিন হঠাৎ আকাশপটে কার যেন স্মৃতিময় আলোড়ন -

পূবের পাহাড় থেকে দক্ষিণ বন্দর - বিদ্যুতে কেঁপে ওঠে পুনরায় !

'বৃষ্টি এসেছো তুমি? আবার এসেছো তুমি !'- উল্লাসে কেঁদে ফেলে ছত্রাক,

ধানের পাতার পাশে হাঁসগুলো উচ্ছ্বাসে বিলের নরম জলে ডুব দেয়।



বৃষ্টি এসেছে তার বিপুল শক্তি নিয়ে - বান ডাকে সকরুণ বাঙলায়।

লক্ষী, এমনতর গল্পে তোমার চোখে বিপন্নবোধ আমি চাই না;

বন্যা এ পৃথিবী'র সম্ভাবনার গান; বন্যা এ প্রকৃতির নীল ঘুম:

অবিকল যেইভাবে আমাদের দুই চোখে প্রগাঢ়তা নিয়ে আসে আশ্বিন।



ছুটে-চলা দিশেহারা প্রিয় নীল জলধারা, আমার গানটা তুমি বুঝে নাও,

তোমার স্রোতেই আমি ভাসিয়ে দিলাম তাকে - নীল তারা অভিজিৎ সাক্ষী;

চিরকাল বান-ভাসি শরতে ভাসিয়ে নিও শাহেদের প্রার্থনা-সঙ্গীত?

চিরকাল দ্রবীভূত করে রেখো আমাদের - স্নিগ্ধ এ মায়াবিনী বাঙলায়...































এর আগে প্রকাশিত এই কাব্যের আরও দু'টি অংশ:



শ্রাবণ



অগ্রহায়ণ





মন্তব্য ৫৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার শাহেদ ভাই ! আপনি নিয়মিত কবিতা পোষ্ট করছেন ইদানিং আমাদের জন্য সুখবর !

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

শাহেদ খান বলেছেন: কমেন্ট'টা পড়ে অনেক খুশি লাগছে অভি ! 8-|

আমি নিয়মিত লিখতে পারি না। কিন্তু যখন লেখা আসে, তখন টানা বেশ ক'দিন লিখে ফেলি ! আর, এমন কমেন্ট পেলে শেয়ার করার আনন্দও বেড়ে যায় অনেক !

অনেক ভাল লাগা আর শুভকামনা।

২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৯

মামুন রশিদ বলেছেন: ছুটে-চলা দিশেহারা প্রিয় নীল জলধারা, আমার গানটা তুমি বুঝে নাও,
তোমার স্রোতেই আমি ভাসিয়ে দিলাম তাকে - নীল তারা অভিজিৎ সাক্ষী;


খুব সুন্দর প্রকৃতি বন্দনা ।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৮

শাহেদ খান বলেছেন: আমার প্রার্থনা-সঙ্গীত লেখাগুলো প্রকৃতি'র মাঝেই একাকার করে দিয়েছি। আমি নিজেও একান্ত নির্জনে প্রকৃতি'র কোলে বসে এই সিরিজের লেখাগুলো লিখেছি।

বাংলা'র প্রকৃতি এমন জিনিস - ওকে নিবিড়ভাবে টের না পেলে ওকে নিয়ে লেখা যায় না...

ভাল লাগা জানবেন, মামুন ভাই। শুভেচ্ছা।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

আমিনুর রহমান বলেছেন:



পরে কমেন্ট করমু রান্না করতে হবে।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১১

শাহেদ খান বলেছেন: তাড়াহুড়া করে কমেন্ট করতে কে বলেছে, আমিনুর ভাই ! #:-S /:)

হাতের কাজ শেষ করেন ! কবিতা পড়া'র সময় আসুক রাতের নির্জনে ! B:-/

৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:

দারুণ !

আর প্রতি মাসের আইডিয়াটা অভিনব ।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭

শাহেদ খান বলেছেন: পনি'পু ! এ তো প্রায় বছরখানেক আগে শুরু করা আইডিয়া।

গত বারের 'শ্রাবণ' থেকে শুরু হয়েছিল।

যখন যেমন মাসে কাব্য দু'হাতে আসে আমি তাকে লিখে চলি চুপচাপ।

এই সিরিজের সব পোস্টে সাথে থাকার জন্য অনেক ভাল লাগা জানাই 8-|

৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: শাহেদ ভাই ।সুন্দর কবিতা ভাল হয়েছে।

বৃষ্টি এসেছে তার বিপুল শক্তি নিয়ে - বান ডাকে সকরুণ বাঙলায়।
লক্ষী, এমনতর গল্পে তোমার চোখে বিপন্নবোধ আমি চাই না;

লাইন দুটি বেশি ভাল লাগলো ।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১

শাহেদ খান বলেছেন: :)


বিন্দু বিন্দু জলে উচ্ছ্বাস জেগে ওঠে গাঙের পাড়ের সোঁদা বাঙলায়
কোথায় সে বিরহিনী আনত নয়ন তুলে একেলা বর্ষা দেখে নীরবে?
জীবনটা আমাদের এতদূর - এতদূরে রেখে চলে গেছে; তবু ঈশ্বর -
একই সেই মেঘ তবু একই বারিধারা আনে দুই পৃথিবী'র এক হৃদয়ে


['শ্রাবণ' অংশ থেকে]


ভাল লাগায় অনেক ভাল লাগা। শুভকামনা।

৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: বাহ দারুন তো ! খুবই ভালো লাগলো ।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

শাহেদ খান বলেছেন: জেনে আমারও ভাল লাগল অনেক। 8-|

শুভেচ্ছা।

৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অসাধারণ, শাহেদ ভাই।
আপনি প্রতিনিয়ত নিজেকে ভাঙছেন, এটা যে কত বড় কৃতিত্বের, বুঝাতে পারছি না। শুধু এটুকুই বলবো, আপনার পোস্ট মানেই এখন নিয়মিত মুগ্ধ হবার উপকরন।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১২

শাহেদ খান বলেছেন: দূর্জয় ভাই, পরিচয়ের পর থেকেই আপনার উৎসাহ পেয়ে আসছি অবিরাম। এসব কৃতজ্ঞতা'র কথা মুখে বলতে হয় না, বলে বোঝানো যায়ও না অনেকসময়।

কমেন্টে অনেক ভাল লাগা জানাই অবশ্যই। তবে মাঝে মাঝে মনে হয়, হয়তো এখনও আমি এতটা প্রশংসা'র যোগ্য হয়ে উঠিনি। হয়তো কবিতা-পাঠের পরমুহুর্তেই ভাল-লাগা'র আবেশে এমনটা বলে ফেলেছেন। তবে এটুকু'কেও আমি আমার বিশাল পাওয়া মনে করি।

শুধু নিজের আনন্দের জন্য লিখি। আপনাদের ভাল লাগা সেটাকে পূর্ণসংখ্যা'র গুণিতকে উন্নীত করে দেয় ! :)

ভাল থাকবেন সবসময়।

৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০

লেখোয়াড় বলেছেন:
আপনার সব লেখাই ভাল লাগে।
সময়ের অভাবে কথা বলা হয় না।
মাঝে মাঝে এস নিরবে পড়ে যাই।

অনেক অনেক ধন্যবাদ সব্যসাচী লেখক সাহেদ খানকে।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৯

শাহেদ খান বলেছেন: আপনার সাথে আরও অনেকবার সাক্ষাৎ হয়েছে অন্যান্যদের পোস্টে। শুধু মুখ-চেনা পরিচয়, কথা হয়নি বোধহয় কখনও। তবু, আপনার 'নিক'টা ভোলার মত না !

আমারও এখনও আপনার ব্লগে যাওয়া হল না, আপনিই আগে চলে আসলেন... আমি খনিক বিব্রত এবং অনেক আনন্দিত। (কথাটা বিনয় করে বলছি না)

নিত্য যোগাযোগের মাধ্যম তৈরি হল, আশা রাখছি। যাব আপনার লেখায় এবং কথা হবে নিশ্চয়ই। 8-|

৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার ভ্রাতা।

ভাললাগা রইলো।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২০

শাহেদ খান বলেছেন: আমারও ! :)

শুভেচ্ছা, শোভন।

১০| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২২

মায়াবী ছায়া বলেছেন: ছুটে-চলা দিশেহারা প্রিয় নীল জলধারা, আমার গানটা তুমি বুঝে নাও,
তোমার স্রোতেই আমি ভাসিয়ে দিলাম তাকে - নীল তারা অভিজিৎ সাক্ষী;
চিরকাল বান-ভাসি শরতে ভাসিয়ে নিও শাহেদের প্রার্থনা-সঙ্গীত?
চিরকাল দ্রবীভূত করে রেখো আমাদের - স্নিগ্ধ এ মায়াবিনী বাঙলায়
...........প্রতিটা লাইন'ই সুন্দর লিখেছেন ।।
অনেক ভাল লাগা কবিতায় । ভাল থাকুন ।।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৭

শাহেদ খান বলেছেন: ভাল লাগা'র কথা জেনে অনেক আনন্দিত।

ভাল থাকবেন আপনিও।

১১| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১২

নস্টালজিক বলেছেন: আইডিয়া টা জেম!

দারুন লিখসো শাহেদ!


শুভেচ্ছা নিরন্তর!

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৫

শাহেদ খান বলেছেন: 8-|

শুভেচ্ছা, প্রিয় রানা ভাই।

১২| ০৭ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:২০

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস, ভেরী নাইস !

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৬

শাহেদ খান বলেছেন: B-)

নাইস কমেন্ট !

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২০

নেক্সাস বলেছেন: চমৎকার । ক্যালেন্ডার কবিতায় নতুনত্ব

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩০

শাহেদ খান বলেছেন: ভাল লাগায় আনন্দিত, কবি।

১৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:



এরপর একদিন হঠাৎ আকাশপটে কার যেন স্মৃতিময় আলোড়ন -
পূবের পাহাড় থেকে দক্ষিণ বন্দর - বিদ্যুতে কেঁপে ওঠে পুনরায় !
'বৃষ্টি এসেছো তুমি? আবার এসেছো তুমি !'- উল্লাসে কেঁদে ফেলে ছত্রাক,
ধানের পাতার পাশে হাঁসগুলো উচ্ছ্বাসে বিলের নরম জলে ডুব দেয়।



ভাই মনে হলো দৃশ্যটি দেখতে পেলাম। +++++++++++ রইল।

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৩

শাহেদ খান বলেছেন: "ভাই মনে হলো দৃশ্যটি দেখতে পেলাম" -- পড়ার পর আমার মুখে একটা বিস্তৃত হাসি ফুটে উঠল।

আমার লেখায় অনেকসময়ই স্বপ্নগুলো দৃশ্যময় রাখার একটা পাঁয়তারা থাকে। পাঠকের চোখে সে দৃশ্য ধরা দিলে আনন্দটা বেড়ে যায় ! :)

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৪

সমুদ্র কন্যা বলেছেন: আশ্বিনের প্রকৃতির অপরূপ বর্ণনা আর তারা ভরা রাতের গান অসাধারণ লাগলো।

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৩

শাহেদ খান বলেছেন: ভাল লাগা জানবেন, সমুদ্র কন্যা।

শুভকামনা।

১৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৪

ফয়সল নোই বলেছেন: আমাদের গল্পটা অভিমানে ভরা তবে আশ্বিনে মিটমাট হয়ে যায়

... আরে বাহ !!! দারুণ !!!

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৪

শাহেদ খান বলেছেন: আনন্দিত 8-|

১৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৩

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৫

শাহেদ খান বলেছেন: নিরন্তর উৎসাহে সবসময়ের ভাল লাগা, হাসান ভাই।

ভাল থাকবেন।

১৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মাস ভিত্তিক কবিতা লেখার ঢংটি ভালো লেগেছে।

পঞ্চম লাইক। সামু একটির বেশি ‘লাইক’ দিতে দেয় না ;)

কবিকে অফুরন্ত শুভেচ্ছা :)

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭

শাহেদ খান বলেছেন: আপনি অন্তত একটা লাইক দিতে পারছেন ! আমি তো মাসখানেক যাবৎ কোথাও একটা লাইক'ও দিতে পারছি না !!!

কিভাবে দিচ্ছেন? :||

শুভকামনা রইল আপনার প্রতিও। আনন্দময় হোক আপনার ব্লগিং। :)

১৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

একজন আরমান বলেছেন:
চমৎকার।

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৭

শাহেদ খান বলেছেন: 8-|

ভাল লাগা জানাচ্ছি, আরমান।

২০| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

বোকামন বলেছেন:
প্রিয় কবি,
আপনার লিখতে ভালোলাগে তাই মনের ইচ্ছে আনন্দে লিখে যাচ্ছেন।
বোকামনের পড়তে ভালোলাগে তাই পড়ে যাচ্ছি -

বন্যা এ পৃথিবী'র সম্ভাবনার গান; বন্যা এ প্রকৃতির নীল ঘুম:
অবিকল যেইভাবে আমাদের দুই চোখে প্রগাঢ়তা নিয়ে আসে আশ্বিন।


চিরকাল দ্রবীভূত করে রেখো আমাদের - স্নিগ্ধ এ মায়াবিনী বাঙলায়...

ভালোলাগলো অনেক !
স্মৃতিময় গল্প আর তারাদের গানে
কবি লিখে যাক প্রাণে প্রাণে ..

শুভেচ্ছা।।

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৯

শাহেদ খান বলেছেন: গল্প'টা চলমান। কাব্যে লেখা হোক বা না হোক, গল্প'টা যেন চলমান থাকে।

এইটুকু প্রার্থনা, প্রার্থনা-সঙ্গীতে।

শুভকামনা, প্রিয় বোকামন। :-)

২১| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ লাগলো লেখা ! +++++++++++++++++

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১০

শাহেদ খান বলেছেন: অনেক ভাল লাগা, কবি'র ভাল লাগায়। :)

২২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতায় মুগ্ধ করে চলেছেন কবি!

লেখকসত্ত্বার প্রকাশও মাঝে মাঝে ঘটুক, দুই একটা গল্প আসুক?

শুভেচ্ছা।

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১২

শাহেদ খান বলেছেন: গল্প লিখে তো অভ্যস্ত নই প্রোফেসর ! আজীবনের গল্প-লেখা বলতে সাকুল্যে ৩টা মাত্র (ডিটেকটিভ-টাইপের লেখা বাদে)। এর মাঝে ২টা ব্লগে প্রকাশ করে ফেলেছি ! আচ্ছা, আবারও কখনও লিখে ফেললে শেয়ার করব নিশ্চয়ই।

এতটা উৎসাহের আর কোনও প্রতিদান হয় না। 8-|

২৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪২

অদৃশ্য বলেছেন:




শাহেদ ভাই

সুন্দর হয়েছে লিখাটি... পাঠে আরাম পেয়েছি



শুভকামনা...

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৫

শাহেদ খান বলেছেন: জেনে অনেক ভাললাগল, কবি।

শুভকামনা আপনার তরেও।

২৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩

সুলতানা শিরীন সাজি বলেছেন:
কবিতাটা দারুণ..........

আর বাংলা মাসের বিচিত্রময় সময়গুলোকে লেখাতে উপস্থাপনের এই আইডিয়া খুবই ভালো।
আমাদের দেশের ঋতু বৈচিত্র মনকে কবি করে তোলে।

একটা গান খুব মনে পড়ছে..........কবিতাটা পড়ে,
প্রতিমা ব্যানার্জীর
https://www.youtube.com/watch?v=NtbicghgwWU

হুমম
এই লাইন মনে পড়ার কারণ....
আমার দুচোখে আমি 'ইচ্ছে' আঁকতে বসি - এবং তোমার চোখে 'স্বপ্ন'।
ভারি সুন্দর।

ভালো থেকো শাহেদ।
ভালো কবিতা পড়লে মন ভালো হয়ে যায়,আলোয় ভরে যায়।
শুভেচ্ছা।

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২২

শাহেদ খান বলেছেন: বাতাসের রাতে নক্ষত্রের নীচে একা বসে এটা লেখা, সাজি'পু। যেকোনও শহর থেকে অনেক অনেক দূরে থাকি। বনের ওপর তারাদের নরম আলো'য় বসে লিখেছি - ওতেই নিজের সবটুকু আনন্দ পাওয়া ! তার উপর প্রিয় সব কবিদের এই ভাল-লাগা বাড়তি আনন্দ-উৎসাহে ভাসিয়ে নিচ্ছে আমাকে আবার।

আমার দুচোখে আমি 'ইচ্ছে' আঁকতে বসি - এবং তোমার চোখে 'স্বপ্ন' -- শুধু এই লাইন'টা লেখার পর আমি খুশিতে শব্দ করে হেসে উঠেছিলাম। বাষ্পচোখে 'ইচ্ছে' আঁকতে বসছিলাম। ভাল লাগা'র লাইনটাই কবি'র চোখে পড়ল ! 8-|

ইউটিউব ব্যবহারের খানিক সীমাবদ্ধতায় আছি এই মুহুর্তে। গান'টা শুনে নিব নিশ্চয়ই।

শুভকামনা সাজি'পুর জন্যও। সবসময়ের।

২৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৪

মাহমুদ০০৭ বলেছেন: ঠিক টাইমে ঠিক কবিতা - তাই দিচ্ছি নজরানা ( ট্যাক্স ফ্রি )


চিরকাল বান-ভাসি শরতে ভাসিয়ে নিও শাহেদের প্রার্থনা-সঙ্গীত?
শাহেদ সাহেব কি কি প্রার্থনা করেন ? :)
তিনি কি সুন্দরী কইতরি বউ চান :D :D :D ? জানার আগ্রহ রইল !

কবিতা অনেক ভাল লেগেছে । আশ্বিন মাস কেই যেন উপলব্ধি করতে পারলাম আপনার কবিতায় ।

আমাদের গল্পটা অভিমানে ভরা তবে আশ্বিনে মিটমাট হয়ে যায়

তাই হোক তাই হোক ।

শুভকামনা প্রিয় শাহেদ ভাই । আপনার কবিতা কেমন জানি মনে একটা দোলা
দেয় । আর ত্রি সিরিজগুলার কবিতায় আপনি অসাধারণ লিখেছিলেন ।

গেলাম । ঈদ মোবারক :)

ভাল কাটূক কবির দিন :)

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৬

শাহেদ খান বলেছেন: আপনার দেখছি বেহিসাবী-টাইপের উদার-হস্ত ! :D


শাহেদ আর নতুন করে কী চাইবে? শাহেদের কবিতায় একজন 'তুমি' তো ইতিমধ্যে বর্তমান !

এগুলো 'আমাদের কথা ও কাহিনী'। এ বিষয়ে এই পোস্ট'টা দেখা যেতে পারে: *** অগাস্ট-শেষের গান ***

ত্রয়ী'র শর্তগুলো পূরণ হলে আমারও খুব ইচ্ছা আছে 'ত্রয়ী' সিরিজটা লিখে যাওয়ার ! :)

ঈদের আগাম শুভেচ্ছা, মাহমুদ। ভাল থাকা হোক, সবসময়।

২৬| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মুগ্ধতা কবি।

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩

শাহেদ খান বলেছেন: ক'টা দিন বিরতি'র পর আসলাম, কবি।

ভাল লাগল অনেক। 8-|

২৭| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১

ভিয়েনাস বলেছেন: পর পর আপনার কয়েকটা কবিতাই ভালো লাগলো।

শুভ কামনা ব্রো।

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪

শাহেদ খান বলেছেন: দারুণ মন-ভালো করা কমেন্ট ! :)

শুভকামনা আপনাকেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.