![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]
ঝুল-বারান্দা - মাটির টবে তিনটা কচি ফুলের চারা
আর বাতাসে অন্ধ-আবেগ তীব্রতর রং মেশালো
মেঘগুলো তাই ইতস্তত, ফুল দিল খুব ভুল ইশারা
একটা অবাক গল্প শুনে যেদিন তোমার মৃত্যু হল
এক পলকের স্বপ্ন দেখা, আর বারোমাস গেরস্থালি
পথের ওপর ঘর-সংসার; তারপরও কী উন্মাদনা -
ঘুম জাগলেই হাতছানি দেয় পবিত্র সেই স্বপ্নগুলি
অন্য সকল লোকের মতন 'অর্থকরী স্বপ্ন' তো না !
মানুষগুলো স্বপ্ন দেখে ধরার জন্য পাগলাটে হয়,
ছুটতে গিয়ে হুমড়ি খেয়ে হারায় প্রবল স্রোতের টানে,
আর যারা খুব অন্যরকম - এই পৃথিবীর সুযোগ্য নয়
তোমার মত কেউবা শুধুই তাদের ভালোবাসতে জানে।
ঝুল-বারান্দা - টবের জলে একটা আকাশ প্রায় বারোমাস
খুব সকরুণ বিম্ব ফেলে তোমার দিকেই তাকিয়ে থাকে;
কাঁচপোকাদের রাজধানীতে চোখের জলে যার বসবাস
তাদের গল্প রোজই হারায় গল্পকারের কল্পনাকে।
গল্প তুমি পড়তে না খুব - নিজেই তুমি গল্প ছিলে
তারপরও কোন খেয়াল-বশে একলা সেদিন বিকেলবেলায়
গল্পকারের রাফখাতা'টা হঠাৎ যখন টেনেই নিলে
এক পৃথিবীর প্রশ্নবোধক দুমড়ে গেল অবহেলায়...
কিছু হিসেব থাকেই এমন - মিলবে না আর তা ঐকিকে
গল্পকারের কল্পনা'রা অল্প তবে উচ্চতর -
খাতায় লেখা 'একটামাত্র লাইন' - তাকিয়ে তোমার দিকে:
'প্রেমা, তুমি সুযোগ বুঝে এবার আমায় হত্যা করো !'
ঝুল-বারান্দা - বারান্দাতে আজ অগণন তারা'র মেলা
তাকিয়ে আছে তোমার দিকে - অপেক্ষা আর প্রার্থনাতে...
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
শাহেদ খান বলেছেন: ডিপ্রেসন? হয়তো না ! আগের পর্বে তো লিখেইছিলাম~
কোন বিধাতা মগ্ন হয়ে গড়ছে তখন এই জ্যামিতি:
ছোট্ট ঘরে টের পাওয়া যায় রূপকথাটা'র উপস্থিতি;
হোক না সেটা চোখের জলে - আমরা ভীষণ ভাল আছি।
তবে ভাবনার স্বাধীনতা পাঠকের ! :-)
মনোযোগী পাঠে-মন্তব্যে অনেক ভাল লাগা, প্রিয় বোকামন !
২| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
হাসান মাহবুব বলেছেন: চমৎকার লাগলো।
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
শাহেদ খান বলেছেন: ভাল লাগা জানবেন, হাসান ভাই !
৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
বোকামন বলেছেন:
হোক না সেটা চোখের জলে - আমরা ভীষণ ভাল আছি।
হূম ! ঠিক তাই ...
বিষণ্ণতার সুরেও তো অশূন্যভালো থাকা যায় ...
ভালো থাকুন প্রিয় কবি ।।
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
শাহেদ খান বলেছেন: ভাল থাকবেন আপনিও
৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভীষণ ভালো লাগলো।
শুভেচ্ছা জানবেন, শাহেদ খান
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৫
শাহেদ খান বলেছেন: ভাল লাগা এবং শুভকামনা জানাচ্ছি আপনাকেও !
৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৫
মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা ।
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৭
শাহেদ খান বলেছেন: শুভেচ্ছা, মামুন রশিদ।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার একটা কবিতা পড়া হল!!
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
শাহেদ খান বলেছেন: কমেন্টে ভাল লাগা জানবেন, কবি !
৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬
আহমেদ জী এস বলেছেন: শাহেদ খান,
কিছু হিসেব থাকেই এমন - মিলবে না আর তা ঐকিকে ।
জীবনের হিসেবটাই এরকম , দু'কদম যেতে তিন কদম পেছিয়ে যা্ওয়া । মেলেনা... মিলবেনা । তারপরেও জীবনটা যোগ-বিয়োগ-গুন-ভাগ করে দিব্যি কেটে যাচ্ছে তো, অপেক্ষা আর প্রার্থনাতে...........
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
শাহেদ খান বলেছেন: হ্যাঁ, সবটা মিলতে হয় না। তাই জীবন এত সুন্দর !
ভাল থাকবেন আপনিও, আহমেদ ভাই।
৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩১
ভবঘুরের ঠিকানা বলেছেন: শুভেচ্ছা জানবেন।
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
শাহেদ খান বলেছেন: শুভকামনা।
৯| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগল গল্প-কবিতা।
++++
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
শাহেদ খান বলেছেন: নিয়মিত উৎসাহের জন্য অনেক ভাল লাগা, শোভন।
১০| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪০
এহসান সাবির বলেছেন: ভালো লাগল...!!
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
শাহেদ খান বলেছেন: আমারও !
১১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: ছন্দ ব্যাপারটা আমি খুব বুঝিনা , তবে আপনার এ কবিতা পড়তে গিয়ে খুব ছন্দের ছোঁয়া পেলাম মনে হলো !
চমৎকার শাহেদ ভাই !
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
শাহেদ খান বলেছেন: ছন্দ ব্যাপারটা জালের মত - আটকা পড়ে গেলে বেরিয়ে আসা দুস্কর ! আমি অনেক সময় চেষ্টা করেও ছন্দ-ছাড়া লিখতে পারি না ! আহমদ ছফা'র ভাষায় বললে, "আমি কম্বল ছাড়তে চাই, কিন্তু কম্বল তো আমাকে ছাড়ে না; আসলে কম্বল না - ওটা ভালুক !"
ভাল লাগা এবং শুভেচ্ছা, অভি।
১২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২৭
টুম্পা মনি বলেছেন: চমৎকার লিখেছেন, শুভকামনা।
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
শাহেদ খান বলেছেন: জেনে ভাল লাগল, টুম্পা মনি। শুভেচ্ছা আপনাকেও।
১৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩৯
অদিতি মৃণ্ময়ী বলেছেন: আসম্ভব ভালোলাগা এবং ++++++++++
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
শাহেদ খান বলেছেন: এতটা ভালোলাগায় অনেক অনেক আনন্দিত !
১৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২০
অদৃশ্য বলেছেন:
চমৎকার হয়েছে লিখাটি শাহেদ ভাই... আমার খুব ভালো লেগেছে...
শুভকামনা...
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
শাহেদ খান বলেছেন: ভালোলাগায় অনেক ভাল লাগা জানবেন, বাকী ভাই।
শুভেচ্ছা সবসময়ের।
১৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
শ্রাবণ জল বলেছেন: চমৎকার, শাহেদ ভাই!
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
শাহেদ খান বলেছেন: কাঁচপোকা'দের কাব্যগুলোতে শুরু থেকেই থাকার কারণে শ্রাবণ হয়তো দৃশ্যগুলো দেখতে জেনে থাকবে ! ভাল লাগায় তাই বিশেষ ভাল লাগা।
১৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার কবিতার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে দারুণ ছন্দময় গতিশীলতা।
যেটা কবিতা পাঠকে অনেক প্রাণবন্ত করে তোলে। এই কারণে আমি আপনার কবিতার ভক্ত বলতে পারেন।
শুভ কামনা রইল।
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
শাহেদ খান বলেছেন: ছন্দে এক-প্রকার আটকা পড়ে গেছি; আপনাদের ভাল-লাগা কবিতায় প্রাণ নিয়ে আসে।
শুভেচ্ছা সবসময়ের...
১৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
সোমহেপি বলেছেন: nice poem.
shironam ta chara
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
শাহেদ খান বলেছেন:
শিরোনাম'টাই গল্প ! আর বাকিটা শুধু কবিতা !
আমি কাব্যিক শিরোনাম দিতে পারি না/চাই না। আমার মতই থাকল - সরল চলিত !
অনেকদিন পর দেখে ভাল লাগছে অনেক, সোমহেপি ! শুভকামনা !
১৮| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন কবিতা।
কিন্তু সোম ভাইয়ের মত আমিও বলবো, নামকরন ভালো লাগে নাই।
০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪১
শাহেদ খান বলেছেন: হাহ হা ! আচ্ছা, ওকে।
থার্ড পার্সনে লেখা পুরো কবিতায় 'তুমি-তুমি' করে গেলাম, শিরোনামে তার পরিচয় না দিলে সেই 'তুমি'টা কুয়াশা হয়ে যেত, দৃশ্যায়ন বড় কঠিন হত।
যাই হোক, আশা করছি দূর্জয় ভাই কবিতার টোন'টা ধরতে পেরেছেন - নিশ্চয়ই এটাকে বিষাদী ভাবছেন না !
ভাল লাগায় ভাল লাগা আর শুভকামনা, কবি।
১৯| ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
মাহমুদ০০৭ বলেছেন: সবটা মিলতে হয় না। তাই জীবন এত সুন্দর
! - শাহেদ ভাই সত্যটা কিভাবে অবলীলায় বলে ফেললেন ।
শাহেদ ভাইয়ের কবিতা মনে দাগ কেটে যাবে , এটা ত জানা কথা ,
আপনার কবিতার গতিটা ভাল লাগে , আটকাতে হয় না ( সাধারণ মতামত মাত্র আমি কবিতা বোদ্ধা নই , যা মনে হয়েছে তাই বললাম )
ভাল থাকুন প্রিয় শাহেদ ভাই
শুভকামনা ।
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
শাহেদ খান বলেছেন: এমন অকপট মন্তব্যে একরাশ ভাল লাগা !
কবিতার বোদ্ধা হলে আমিই বরং অস্বস্তিতে পড়তাম ! সরল লিখে অভ্যস্ত, তাই।
অনেকদিন আপনার গল্প পাই না; কাহিনী কী? আপনি একজন প্রিয় গল্পকার, তাই প্রশ্ন'টা হয়তো দাবি'র মত শোনাচ্ছে !
লেখায় অনেক শুভকামনা, মাহমুদ !
২০| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
বৃতি বলেছেন: সুন্দর !
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১
শাহেদ খান বলেছেন: ভাল লাগা জানবেন, বৃতি।
২১| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
সায়েম মুন বলেছেন: কবিতায় খুব ভাললাগা কবি!
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩
শাহেদ খান বলেছেন: আমারও !
সেকী ! কমেন্টেও দেখছি 'লাইক' দেয়া যায় ! ফাইন ব্যাপার !
২২| ১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:২৭
আমিনুর রহমান বলেছেন:
... এবং অসাধারণ সুন্দর কবিতা।
কিছু হিসেব থাকেই এমন - মিলবে না আর তা ঐকিকে
গল্পকারের কল্পনা'রা অল্প তবে উচ্চতর -
খাতায় লেখা 'একটামাত্র লাইন' - তাকিয়ে তোমার দিকে:
'প্রেমা, তুমি সুযোগ বুঝে এবার আমায় হত্যা করো !'
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪
শাহেদ খান বলেছেন: ভাল লাগায় অনেক ভাল লাগা, আমিনুর ভাই।
শুভেচ্ছা।
২৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮
কয়েস সামী বলেছেন: চমৎকার!
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮
শাহেদ খান বলেছেন: ভাল লাগা জানবেন।
ব্লগে স্বাগতম !
২৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৮
শায়মা বলেছেন: মজার আর সুন্দর!!!
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯
শাহেদ খান বলেছেন:
২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩
মাহী ফ্লোরা বলেছেন: এত ভাল ভাল লেখা কখন সব লিখে ফেলছো টেরই পাইনি!
৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
শাহেদ খান বলেছেন:
২৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৪
খায়রুল আহসান বলেছেন: ঝুল-বারান্দা - টবের জলে একটা আকাশ প্রায় বারোমাস
খুব সকরুণ বিম্ব ফেলে তোমার দিকেই তাকিয়ে থাকে;
কাঁচপোকাদের রাজধানীতে চোখের জলে যার বসবাস
তাদের গল্প রোজই হারায় গল্পকারের কল্পনাকে - চমৎকার একটা কবিতা পড়ে ভাল লাগা কিছু চরণ এখানে উদ্ধৃত করে গেলাম। কবিতার শৈল্পিক উপস্থাপনায় মুগ্ধ। + +
২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৩
শাহেদ খান বলেছেন: উৎসাহে অনুপ্রাণিত আর ভাল লাগায় অনেক আনন্দিত!
শুভকামনা, খায়রুল আহসান ভাই!
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
বোকামন বলেছেন:
কাঁচপোকাদের রাজধানীতে চোখের জলে যার বসবাস
তাদের গল্প রোজই হারায় গল্পকারের কল্পনাকে।
ভীষণ সুন্দর !
খাতায় লেখা 'একটামাত্র লাইন' - তাকিয়ে তোমার দিকে:
গল্পে কবিতা পড়লাম ! হয়তো কবিতায় গল্প
পুরোটাই দুঃখকথন মনে হলো ....
কবিতার ছন্দটা কেমন যেনো ডিপ্রেসড্ ...
গল্পকারের বউ অথবা প্রেমার গল্পে ভালোলাগা রইলো
শুভকামনা ।।