নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস গল্পকার

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই...

শাহেদ খান

আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]

শাহেদ খান › বিস্তারিত পোস্টঃ

আমাদের ঘুম-ভাঙা'র ইতিহাস

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯



জানি না কতকাল ঘুমিয়ে কেটে গেল !

টেবিলে আলো ফেলে সহসা মিসকল,

অলস কল-ব্যাকে: 'মুরাদপুরে আয় -

ডাচ-বাংলা'র মুখে দাঁড়াবো, আসবি তো?'



স্মৃতিরা জেগে ওঠে, ক্যান্ডি রেস্তঁরা

নিয়নে গম্ভীর জিইসি; তারপর

পাশ কাটিয়ে যায় ক্ষ্যাপাটে রাইডার

আমিও হেঁটে চলি। লক্ষ্য? - বিস্মৃত !



কাজির দেউরীতে সকাল এগারোটা

'বাংলা হোটেলে'র বুকিং দেয়া প্যাড:

জ্যামিং চলবেই - পৃথিবী তুলে দেবো

রক-এন্ড-রোল আর লালচে-নীল আলোতে!



পৃথিবী ছুটে চলে পুরানো গতিবেগে

আমরা আটকা পড়ি - অযথা ভার্টিগো;

দুপুরে বাটালি'র শতায়ু অঙ্গণ-এ

গীটারে তার ছেঁড়ে, হয়তো মগজেরও!



অতঃপর কতোয়ালী, 'রিকশা পাস না বুঝি?

জলিলগন্জ তো - হেঁটেই আগাবো চল'

'একটু দাঁড়াবি কি? সাধু'র দোকানের

মিস্টি কিনে নেব - ছোটদি বলছিল...'



স্মৃতিরা ঘুমিয়ে জাগে রসের গোল্লায়

মগজে ধূসরতা, ধুলো'র আস্তরে

সেন্ট-প্লাসিডস ফেলে মেঘেরা হাই তোলে

পাথরঘাটা থেকে আকাশটা কতদূর?



দেয়ালে বেড়ে চলে অসহ কানকথা

বাতাসে কেঁপে ওঠা শিশিরও বিহ্বল:

'ভাইয়া, চলে যাবি?'...'যাবো তো, যেতে হয়

এ বুড়ো পৃথিবীটা আজও অপ্রস্তুত !'



সন্ধ্যা নেমে আসে সাইলো কলোনিতে

সাগরে শোর ওঠে ছাপিয়ে বেড়িবাঁধ

আমাকে চিনলো না উপসাগরের জল

তোদেরও চিনতো কি? হয়তো। হয়তো না।



হঠাৎই কোত্থেকে আর্তচিৎকারে

সহসা ঘুম ভাঙে - দুচোখ কচলাই;

ভালুকা-জার্মানি-সিলেট-সুইডেন

অচেনা পথে এখন চেনা সকল মুখ !



এই কি ঘুম ভাঙা? এই বুঝি বাস্তব?

চিরকাল চেরাগী'র হালকা লিকার-চায়ে

'সেপিয়া মোডের' মত অবাক দৃশ্যগুলো

যা কিছু দেখেছিলাম - স্বপ্ন ছিল তা সব?



















উৎসর্গ: ২০০৫ থেকে ২০০৯ খ্রিস্টাব্দ'কে।





আর এছাড়াও: শূন্য চেয়ার, শূন্য চায়ের কাপ...

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

দারুণ তো!
চট্টগ্রামের অনেক জায়গার নাম জানা হয়ে গেলো :)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

শাহেদ খান বলেছেন: কাছের মানুষজন নিয়ে লেখা এসব নিজস্ব গল্প স্বার্থপরের মত শেয়ার করি, তবুও ভাল লাগা'য় উৎসাহ দিয়ে যান, দূর্জয় ভাই !

শুভেচ্ছা সবসময়ের। :)

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: স্মৃতিপ্রলাপ !
চমৎকার শাহেদ ভাই !

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫

শাহেদ খান বলেছেন: বেশ ক'টা দিন পর আবার ব্লগে আসলাম, অভি। প্রলাপে ভাল লাগায় অনেক ভাল লাগা।

শুভেচ্ছা !

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আমাদের ঘুম ভাঙা ইতিহাস ভাল হয়েছে।


স্মৃতিরা ঘুমিয়ে জাগে রসের গোল্লায়
মগজে ধূসরতা, ধুলো'র আস্তরে
সেন্ট-প্লাসিডস ফেলে মেঘেরা হাই তোলে
পাথরঘাটা থেকে আকাশটা কতদূর?

এ লাইন কয়টি বেশি ভাল লেগেছে। :)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

শাহেদ খান বলেছেন: জেনে অনেক আনন্দিত, সেলিম ভাই। :)

শুভকামনা।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ভালুকা-জার্মানি-সিলেট-সুইডেন ইতিহাসের বিস্তৃতি ব্যাপক । ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

শাহেদ খান বলেছেন: হুম...ইতিহাসের চরিত্রগুলো ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী...

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

বোকামন বলেছেন:




হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে ....

আপনার এই ঘুমিয়ে চলা পদযাত্রার স্মৃতি রোমন্থন পাঠে বেশ করে তৃপ্তি পেলাম । অস্থির সময়টাতে কিছুটা প্রশান্তির মত । পৃথিবীর বুকে আমাদের পথচলা কেবলই স্বপ্ন কিনা আমিও ভাবি । কোনদিন ঘুম ভেঙে যাবে আর হাড়িয়ে ফেলবো সকল চেনা মুখ । নতুনের গতিবেগে সহসাই বিলুপ্ত হবে ফেলে আসা জগত । কেবল স্মৃতির হাট-বাজার থেকে যাবে কবিতার এহেন গল্পকথনে ....

লেখাটি যে ভীষণ ভালো লাগলো । কেবল ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে যাই । শুভকামনা রইলো । ভালো থাকুন আপনি ।
কবিতাটি পড়ছিলাম; গানের কথাগুলো মনে পড়ে গেলো-

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৬

শাহেদ খান বলেছেন:

পৃথিবীর বুকে আমাদের পথচলা কেবলই স্বপ্ন কিনা
আমিও ভাবি ।
কোনদিন ঘুম ভেঙে যাবে আর
হারিয়ে ফেলবো সকল চেনা মুখ ।
নতুনের গতিবেগে সহসাই বিলুপ্ত হবে ফেলে আসা জগত ।
কেবল স্মৃতির হাট-বাজার -
থেকে যাবে কবিতার এহেন
গল্পকথনে ....


কি সুন্দর কাব্যময়তায় কথাগুলো বললেন ! আপনার কমেন্টেরই লাইন, আমি শুধু সাজিয়ে পড়লাম !

অনেক অনেক শুভকামনা !

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

মামুন রশিদ বলেছেন: লিরিক্যাল.. গিটার বাজাতে বাজাতে লিখেছেন মনে হয়!

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৯

শাহেদ খান বলেছেন: আমার সম্পর্কে এই অভিযোগ পুরানো: আমি নাকি কবিতার নামে অধিকাংশ সময় লিরিক লিখি !

একটা কিছু যদি হয়, তাই বা কম কী? :)

শুভেচ্ছা, মামুন ভাই। প্রতিটা দিনের জন্য।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার শাহেদ !
অনেকদিন পর লিখলেন।আমি আপনার কথা ভাবতেসিলাম (প্রমাণ রাতে দেখবেন !) ||

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১১

শাহেদ খান বলেছেন: আমি এত অনিয়মিত হয়ে পড়ি, তবুও যে স্মরণে রাখেন - আমার বিশাল পাওয়া এসব!

সবসময়ের শুভকামনা। রাতে পোস্ট করেছেন? দেখতে যাব ! 8-|

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার!!

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১১

শাহেদ খান বলেছেন: শুভেচ্ছা, কাল্পনিক_ভালোবাসা ! :)

৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:০১

মাহমুদ০০৭ বলেছেন: এভাবেই হয়ত সময়গুলো পর হয়ে যায় ।

ভালবাসি চট্টগ্রাম , ভালবেসে যাব আমৃত্যু ।

প্রত্যেকটা জায়গাই খুব ভাল লাগে , জি ই সি ত অসাম । কত সময় কাটাই ।
সোডিয়াম বাতিতে শহরটা যেন নীরবে কথা বলে ।

কবিতা টা হৃদয় ছুয়ে গেল ।

হৃদয়ে বেঁচে থাকুক চট্টগ্রাম ।

ভাল থাকুন প্রিয় শাহেদ ভাই :) শুভ নববর্ষ ।

শুভকামনা রইল ।

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫

শাহেদ খান বলেছেন: হলুদ-কমলা সোডিয়াম আলোতে জি ই সি-তে যেন সারাক্ষণ কোন চেনা তরঙ্গ ভাসতে থাকে !

আমি লিখলাম 'নিয়নে গম্ভীর' - আমার সবচেয়ে কাছের বন্ধুদের একজন নিয়ন, ওখানটায় থাকত। আমাদের কাছে জি ই সি মানেই ছিল নিয়নের বাসা ! সে এখন জার্মানি'তে... অন্য অনেকের মত অন্য অনেকখানে ছড়িয়ে... জি ই সি'ও যেতে ইচ্ছা করে না, কোথাও কেউ নেই !

শুভেচ্ছা, মাহমুদ। সারা বছর এবং প্রতিটা বছরের জন্য !

১০| ০১ লা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৩

নস্টালজিক বলেছেন: পৃথিবী ছুটে চলে পুরানো গতিবেগে
আমরা আটকা পড়ি - অযথা ভার্টিগো;
দুপুরে বাটালি'র শতায়ু অঙ্গণ-এ
গীটারে তার ছেঁড়ে, হয়তো মগজেরও!



হ্যাপি নিউ ইয়ার, শাহেদ!

নতুন বছরে শব্দ পাখিরা আসুক তোমার কাছে!

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৬

শাহেদ খান বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা, রানা ভাই ! 'শব্দ-পাখি' - আপনার সৃষ্ট এক চমৎকার উপমা, খুব মানায় !

ভাল থাকা হোক, সবসময় !

১১| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২

কান্ডারি অথর্ব বলেছেন:



চমৎকার লাগল ++++

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

শাহেদ খান বলেছেন: সবসময়ের উৎসাহে ভাল লাগা জানবেন, কান্ডারি অথর্ব !

শুভকামনা !

১২| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬

শায়মা বলেছেন: কোনো কোনো স্মৃতি ঘুমিয়ে থাকাই ভালো ভাইয়া।


শুভ নতুন বছর!!! ভালো থাকো অনেক অনেক।

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪

শাহেদ খান বলেছেন: হয়তো তা-ই শায়মা'পু। মাঝে মাঝে মনে হয় ঘুমিয়ে পড়লেই জেগে উঠি !

নতুন বছরের শুভেচ্ছা ! প্রতিটা দিনের জন্য।

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪

হাসান মাহবুব বলেছেন: কবিতার ভেতর একটা হিডেন ছন্দ আছে। অক্ষরে অক্ষরে মিল নেই, কিন্তু পড়তে গিয়ে খুব টের পাওয়া যায়। অসাধারণ কাজ!

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০

শাহেদ খান বলেছেন: হাসান ভাই, অন্ত্যমিল ছিল না, তবে ছন্দ থেকে আমি কখনও বের হতে পারিনি !

এতটা ভাল লাগায় অনেক অনেক ভাল লাগা জানাই। শুভেচ্ছা, নতুন বছরের এবং সবসময়ের !

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭

লেখোয়াড় বলেছেন:
শাহেদ এটা গান না কবিতা?

গান না হলে এখনি সুর দিয়ে দেন।
লেখাটি খুব সতেজ।

শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১

শাহেদ খান বলেছেন: আমি পারিনা, লেখোয়াড়...

কমেন্টে ভাল লাগা। আর, শুভেচ্ছা জানাই। ভাল থাকবেন সবসময়।

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

আমিনুর রহমান বলেছেন:




স্মৃতির কবিতায় ভালো লাগা।

আপনি কেমন আছেন?

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩

শাহেদ খান বলেছেন: বেশক'টা দিন পর আবার ব্লগে আসা, আমিনুর ভাই। ভাল ছিলাম এবং থাকি প্রায় সবসময়। আপনি? 8-|

নতুন বছরের শুভকামনা !

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১১

অরুদ্ধ সকাল বলেছেন:
ভ্রাতা
এমন সুন্দর করিয়া কিভাবে কবিতা লিখেন?
পড়তে গেলে নেশা পেয়ে বসে।

কবি কেমনে লিখেন?

হঠাৎই কোত্থেকে আর্তচিৎকারে
সহসা ঘুম ভাঙে - দুচোখ কচলাই;
ভালুকা-জার্মানি-সিলেট-সুইডেন
অচেনা পথে এখন চেনা সকল মুখ !

এমনটা আমার সহসাই হয়

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

শাহেদ খান বলেছেন: হঠাৎ সাধুভাষা দেখলে রম্য/ব্যঙ্গ বলে ভ্রম হয় ! #:-S

শেষটায় ভাল লাগা বুঝে নিলাম, কবি। আনন্দিত। শুভেচ্ছা সবসময়ের। 8-|

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এক কথায় চমৎকার,,,,,,,মুগ্ধতা রেখে গেলাম লেখায়,,,,,,,,,,

নতুন বছরের শুভেচ্ছা

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

শাহেদ খান বলেছেন: অনেক অনেকদিন পর লায়লা'পু !

শুভেচ্ছা জানাই আমিও ! সবসময়ের জন্য !

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৯

শুঁটকি মাছ বলেছেন: লেখাটা বেশ অন্যরকম হইছে।

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১

শাহেদ খান বলেছেন: জেনে ভাল লাগল।

শুভেচ্ছা !

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:১৩

নোমান নমি বলেছেন: বাহ! এই কবিতাটা কতটা ভালো লেগেছে বলতে পারবো না। চট্টগ্রাম মিশে আছে, স্মৃতি মিশে আছে। কোথায় যেন পেলাম আমাকে।
শাহেদ ভাই দারুণ।

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১

শাহেদ খান বলেছেন: জাদুর শহর, নোমান ভাই !

যেখানেই থাকি...মিশে থাকে সারাক্ষণ !

অনেক ভাল লাগা আর শুভকামনা।

২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯

মাহী ফ্লোরা বলেছেন: স্বপ্নই ছিল সব সত্যিকারের স্বপ্ন~!

৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

শাহেদ খান বলেছেন:

হয়তো বা।
হয়তো না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.