![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]
ব্যস্ত সড়ক – পথের ওপর সস্তা হোটেল, কসকো সাবান
লোডশেডিং-এ জিরোচ্ছে খুব সিলিং ফ্যানের ক্লান্ত পাখা
ঘড়ির কাঁটায় আটকে সময়, নয়টা-পাঁচটা জীবন-যাপন
দিন পোহাতেই রাত্রি নামে; ছাড়পোকাদের আদরমাখা
এই জীবনে আমায় তুমি কাব্য লিখতে বলছো আবার?
ভীষণ রোদে যাচ্ছে পুড়ে স্বপ্নে-বোনা মেঘের বলয়
এমন গল্পে কোথায় বসাই রূপকথার এক রাজকুমারী?
আমার দুচোখ আটকে গেছে গলিপথের বদ্ধ আলোয়
মফস্বলের চায়ের দোকান – গুজব দিয়েই বাতাস ভারী
রক্তনালী-মগজ এখন ছাড়পোকাদের রাতের খাবার!
হঠাৎ হঠাৎ চমকে দেখি ভিন্ন রোদের নীলচে দুপুর
রাত-বিরেতে ঘুম ভেঙ্গে যায় কাঁচপোকাদের আন্দোলনে
আর কে যেন কাঁদছে তখন বুকের ভেতর টাপুর-টুপুর
খুব দূরে এক আলোর রেখা পতঙ্গ-প্রায় এই জীবনে
মন্ত্রণা দেয়, ‘ওঠো এখন, জেদ ধরো ফের স্বপ্ন ছোঁবার!’
স্বপ্ন, তোমার বসত কোথায়? দাও দেখা দাও আমায় আবার;
দাও দেখা দাও, ছুটবো আমি… কিচ্ছু বাকি নেই হারাবার!
৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
শাহেদ খান বলেছেন: অনেকদিন পর ব্লগে আসলাম! লেখালেখির থিম এখনও সেই আগের'টাই আছে: 'স্বপ্ন দেখার জেদ আর বাঁচতে শেখার গান'।
ভাল লাগায় অনেক অনেক ভাল লাগা!
২| ৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
লিখে বলেছেন: অসাধারণ, কবি।
ভক্ত হয়ে গেলাম।
৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
শাহেদ খান বলেছেন: ব্লগে স্বাগতম।
সবসময়ের শুভকামনা!
৩| ৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল ।
৩১ শে জুলাই, ২০১৫ রাত ৮:০২
শাহেদ খান বলেছেন: ভাল লাগায় আনন্দিত। শুভকামনা!
৪| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ৮:২১
ডার্ক ম্যান বলেছেন: আপনি কি গায়ক?
০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
শাহেদ খান বলেছেন: তেমন কেউ নই! একা থাকলে গান করি, গলা অত ভাল না।
শুভেচ্ছা, ডার্কম্যান। ব্লগে স্বাগতম!
৫| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৮
আমিনুর রহমান বলেছেন:
জীবনের কবিতায় +
অনেকদিন পর ব্রাদার। এই জীবনে আর কাব্যে আসতে চায় না !
০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
শাহেদ খান বলেছেন: হয়তো আসবে, জীবনই বলে দেবে।
শুভকামনা আমিনুর ভাই!
৬| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৭
রাতুল_শাহ বলেছেন: অনেক দিন পর ব্লগে এসে আপনার পোষ্টে আসলাম ভাই।
০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
শাহেদ খান বলেছেন: আমিও বছর দেড়েক পর আসলাম এদিকটায়। কী খবর রাতুল?
৭| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩১
মোঃমোজাম হক বলেছেন: হুম খুব ভাল এখনো স্বপ্ন খুঁজে বেড়াচ্ছেন
ভাল লাগলো
০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
শাহেদ খান বলেছেন: স্বপ্ন খোঁজার শেষ নেই, মোজাম ভাই।
সাধ্যের মধ্যে ভাল থাকা হোক সবার!
৮| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৭
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা । ++
০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
শাহেদ খান বলেছেন: ভাল লাগায় অনেক ভাল লাগা জানবেন!
৯| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৮:৫৯
অন্ধবিন্দু বলেছেন: ওয়াল্ট হুইটম্যানের উত্তরখানা স্মরণ করছি-
“That you are here—that life exists, and identity;
That the powerful play goes on, and you will contribute a verse.”
যখন আপনি বললেন-
খুব দূরে এক আলোর রেখা পতঙ্গ-প্রায় এই জীবনে
মন্ত্রণা দেয়, ‘ওঠো এখন, জেদ ধরো ফের স্বপ্ন ছোঁবার!’
থ্যাংকস ফর ইউ্যর কন্ট্রিবিউশন, শাহেদ খান।
ধন্যবাদ।
০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:১৪
শাহেদ খান বলেছেন: Dead poets society মুভিতে হুইটম্যানের এই উত্তরের পর উইলিয়ামস হঠাৎ যখন প্রশ্ন করে বসল, 'what will your verse be?' - কেমন অদ্ভূত একটা শিহরণ বোধ হচ্ছিল আচমকা!
জানি না কন্ট্রিবিউশন এখনও কিছু হয়েছে কি না, তবে এতটা মনে করার জন্য আপনাকে ধন্যবাদ!
ব্লগে স্বাগতম এবং শুভকামনা।
১০| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১২:৩৪
মাহমুদ০০৭ বলেছেন: অনেকদিন পর । আগের মতই জীবনের গল্প । আপনার স্বপ্ন পূর্ণতা পাক ।
শুভকামনা প্রিয় শাহেদ ভাই ।
০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
শাহেদ খান বলেছেন: শুভেচ্ছা, প্রিয় গল্পকার!
১১| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৩:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন: খুবই ভালো লাগলো, ধন্যবাদ
০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
শাহেদ খান বলেছেন: ভাল লাগা জানবেন, ঠাকুরমাহমুদ। শুভকামনা।
১২| ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৩
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো। এমন কবিতা পড়তে চাই আরো অনেক। নিয়মিত লিখুন। শুভকামনা।
০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
শাহেদ খান বলেছেন: নিয়মিত লেখার নিয়ন্ত্রণটা ধরতে পারছি না কিছুতেই।
শুভকামনা, হাসান ভাই। ভাল থাকবেন।
১৩| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৮:১২
রাতুল_শাহ বলেছেন: এই তো ভাই চলে যাচ্ছে, ৯-৬ জীবন।
আপনাকে দেখে ব্লগে একটু আসা শিখলাম। সবাই এভাবে আসা শুরু করলে, ভালো লাগতো।
০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:০০
শাহেদ খান বলেছেন: আগের কেউ হয়তো আসবে, কেউ আসবে না। নতুনদের মাঝেই হয়তো কেউ হয়ে উঠবে নিত্য-আলাপী সহব্লগার।
এভাবেই দেখছি কাটিয়ে দিলাম প্রায় অর্ধেক দশক!
১৪| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৫২
রাতুল_শাহ বলেছেন: হা হা হা..................
ভালো বলেছেন ভাই
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:১৭
শাহেদ খান বলেছেন:
১৫| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৫৭
আরজু পনি বলেছেন:
শাহেদের কবিতা মানেই অসাধারণ কিছু। বারবার পড়লেও এর আবেদন ফুরায়না ।
খুব নিয়মিতভাবেই ব্লগে দেখতে চাই । পড়তে চাই আপনার লেখা ।
অনেক শুভকামনা ।
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:২৮
শাহেদ খান বলেছেন: পনি'পু, সবসময়ের এই নিরন্তর উৎসাহে অনেক অনেক ভাল লাগা আর কৃতজ্ঞতা জানাচ্ছি।
খুব দ্রুত সুস্থতা কামনা করি। ভাল থাকা হোক সবসময়। শুভেচ্ছা।
১৬| ০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ লাগল আপনার কবিতাখানা।
নিয়মিত হোন আগের মতো।
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:২৯
শাহেদ খান বলেছেন: ভাল লাগা জানবেন।
অনেক শুভকামনা।
১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:২২
বৃতি বলেছেন: চমৎকার!
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:৩১
শাহেদ খান বলেছেন: নিরন্তর শুভেচ্ছা জানবেন, বৃতি।;
১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩
আকিদা আফরোজ বলেছেন:
স্বপ্ন, তোমার বসত কোথায়? দাও দেখা দাও আমায় আবার;
দাও দেখা দাও, ছুটবো আমি… কিচ্ছু বাকি নেই হারাবার./.।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩
শাহেদ খান বলেছেন:
"আমার হাতে শেষ তাস ধরা - ইস্কাপনের রাণী
আমি জানি আমি পারব। আমি পারব, আমি জানি।"
(আমার অন্য একটা লেখা থেকে)
১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪
আকিদা আফরোজ বলেছেন: ভীষণ রোদে যাচ্ছে পুড়ে স্বপ্নে-বোনা মেঘের বলয়
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬
শাহেদ খান বলেছেন:
আর কিছু নেই, তবু ধরাবাঁধা ওইটুকু সম্বলে
আমি লিখে চলি গল্প লেখার দারুণ কৌতুহলে
জলে ভেজা সেই স্বপ্নগুলোর কী ভীষণ হাতছানি !
পারছি কি আমি? তুমি বললে, 'পারবে - আমি জানি'
(এটাও সেই অন্য একটা লেখা থেকে)
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
লেখোয়াড়. বলেছেন:
অনেকদিন পর পোস্ট দিলেন!!
সেই একই রকম জীবনছোঁয়া কবিতা দিলেন।
+++++