![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]
এবং তখন তোমার কোলে শাওন রাতের বৈরী বাতাস
মানুষ ঝড়ের আঁচ পেয়ে যায় পথের ধুলো'র উন্মাদনায়
চোখের ভেতর কাঁচের দেয়াল নকশা বোনে জলের রেখায়
তারপরও চোখ শুকনো কেন - ওসব তুমি বুঝতে পারো?
বজ্রপাতের কঠিন ধমক, আকাশ তখন রাশভারী খুব
গাছের পাতার আর্তনাদে ঘুমপরীদের ঘুম ভেঙ্গে যায়
একটা ছেলে চশমা ফেলে তখন কেবল বৃষ্টিকে চায়;
বৃষ্টি নামুক, বৃষ্টি নামুক - গল্পটা আজ ভিজুক আরও...
আর যদি বা হিংসুটে ওই মেঘগুলো সব পালিয়ে বেড়ায়
জানি তখন কোথায় গেলে মিটবে আমার জলের দাবি;
তখন তোমার দু'চোখ জুড়ে মিথ্যে ভয়ের নীল আকুতি
'তোমায় আমি খুব বুঝেছি; দোহাই এবার হাতটা ছাড়ো!'
আমায় তুমি বুঝলে ঠিকই - হয়তো সরল বিপ্রতীপে;
আমার সকল ইচ্ছেগুলো রাখতে গিয়ে কাটিয়ে দিলে
তোমার অমন পুষ্প-জীবন; তারপরও এই মাতাল আমার
হারিয়ে যাওয়ার ইচ্ছে এবার - দাম দেবে কি সে ইচ্ছারও?
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:৩৬
শাহেদ খান বলেছেন: উৎসাহে ভাল লাগা জানবেন, আমিনুর ভাই। শুভকামনা।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:৩৪
সোমহেপি বলেছেন: ভালো লাগল কবি
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:৩৭
শাহেদ খান বলেছেন: ভাল লাগায় ভাল লাগা জানাচ্ছি!
অনেকদিন পর! ভাল আছেন আশা করি।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:১৮
এহসান সাবির বলেছেন: চমৎকার।
০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
শাহেদ খান বলেছেন: মন্তব্যে ভাল লাগা!
৪| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৪
এম এম করিম বলেছেন: খুব ভাল লাগল।
+++
০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
শাহেদ খান বলেছেন: ব্লগে স্বাগতম। এবং শুভেচ্ছা!
৫| ০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০৬
হাসান মাহবুব বলেছেন: খুব সুন্দর।
০৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০০
শাহেদ খান বলেছেন: ভাল লাগায় আনন্দিত, হাসান ভাই।
এতদিন পর ব্লগে আসলাম, আর ল্যাপটপ এখন ঝামেলা দিতে শুরু করল!
৬| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২১
আরণ্যক রাখাল বলেছেন: তিন বার পড়লাম| সুন্দর
১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৩
শাহেদ খান বলেছেন: কমেন্টে ভাল লাগা!
৭| ১৪ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:১৮
ফারজুল আরেফিন বলেছেন: কবি, কেমন যায় দিন রাত্রি?
কোথায় এখন?
+
১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৪
শাহেদ খান বলেছেন: ভাল আছি, ফারজুল ভাই। আগের ঠিকানায়।
শুভেচ্ছা!
৮| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৩
রঙ তুলি ক্যানভাস বলেছেন: সুন্দর ছন্দময়
হারিয়ে যাওয়ার কথা পড়লেই মনে হয়, কত্ত মানুষ হারিয়ে যেতে চায়!! কিন্তু ক'জন পারে??
১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৭
শাহেদ খান বলেছেন:
"আমরা কই হারাবো? - হারানোর রীতি-মতে এইসব জানা থাকা অনুচিৎ
আমাদের গতিপথ বায়বীয় বলে তাতে সাগরের ভূমিকাও যোগ হয়
কোথাও নিম্নচাপ আমাদের তাড়া করে, কোথাও ঘূর্ণি টানে গভীরে
অঘ্রাণ রাত্রের প্রধান অন্ধকারে আমরা ভেসেই চলি অবিরাম।"
(অগ্রহায়ণ: শাহেদ খান)
-- এই তো!
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১
আরজু পনি বলেছেন:
এতো সুন্দর যে লেখে সে এখন কোথায় ?
প্রিয় অলস গল্পকার...?????
১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:২১
শাহেদ খান বলেছেন: অলস গল্পকার আগের ঠিকানায়। তবে কাব্যলক্ষী বোধহয় অলস গল্পকারের দায়িত্ব থেকে ইস্তফা দেয়ার সিদ্ধান্ত বহাল রেখেছেন, এই আর কি।
১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৬
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা! + +
আমায় তুমি বুঝলে ঠিকই - হয়তো সরল বিপ্রতীপে - অসাধারণ একটি অভিব্যক্তি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:৩৩
আমিনুর রহমান বলেছেন:
দারুণ । পাঠে ভালো লাগা।
আমায় তুমি বুঝলে ঠিকই - হয়তো সরল বিপ্রতীপে;
আমার সকল ইচ্ছেগুলো রাখতে গিয়ে কাটিয়ে দিলে
তোমার অমন পুষ্প-জীবন; তারপরও এই মাতাল আমার
হারিয়ে যাওয়ার ইচ্ছে এবার - দাম দেবে কি সে ইচ্ছারও?