![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]
জলরঙে আঁকা ব্যস্ত মহানগরে
ডুব দেবো আজ - হয়তো পাবো না ক্ষমা,
মানিব্যাগে নয়, বুকপকেটের খামে
একজীবনের স্মৃতিটা থাকলো জমা
নশ্বর এই জীবনের মানে শুধু
হবে সে স্মৃতির নির্ভুল তর্জমা -
জেনে রেখো প্রিয়তমা।
জলরঙে আঁকা ক্লান্ত মহানগরে
ডুবে যাবো স্রেফ - দাও শুধু সম্মতি,
ব্যর্থ জীবনে তোমাকে নেব না আমি
ভাঙা-স্বপ্নের মিথ্যে বৃহস্পতি;
সার্থকতার সংজ্ঞা বদলে দিয়ে
একদিন ঠিকই পুষিয়ে দেবো এ ক্ষতি -
জেনে নিও মায়াবতী।
জলরঙে আঁকা নগরী তিলোত্তমা
ঝাপসা দু'চোখে নিখাদ বাষ্প জমা
ভুল মানুষের নির্ভুল পরিণতি --
অন্ধের মত ছুটছি এখন - জেনে নিও প্রিয়তমা।
পেইন্টিং কার্টেসি: গুগল ডট কম (Artwork: Jeremy Mann)
২০ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৭
শাহেদ খান বলেছেন: ক্রান্তিকাল কিসের, হাসান ভাই? প্রথম পাতায়ও দেখলাম কড়া নোটিশ!
যাই হোক, আপনার উদাসীনতার সুযোগে আমার অতি-পুরাতন ক'টা লাইন শেয়ার করি:
"শোন তবে গুঢ় কথা, জানো নিশ্চয়ই
এবং বিবিধ ক্ষণে সকলই অকাল।
অতএব, দূরে থাক অকারণ ভয়;
রাত্রিই আলো চেনে। চেনে না সকাল।"
-- আলোরং
ভাল আছি। আপনি?
২| ১৯ শে জুন, ২০১৬ রাত ৯:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতায় ভালো লাগা...
ওয়েলকাম ব্যাক, অলস গল্পকার শাহেদ খান
২০ শে জুন, ২০১৬ সকাল ৯:৫০
শাহেদ খান বলেছেন: ভাল লাগা জানবেন, মইনুল ভাই! এখনও নিশ্চয়ই আগের মত চমৎকার সব পোস্ট লিখেন।
দেখতে আসছি খুব শিঘ্রীই। ভাল থাকবেন!
৩| ২০ শে জুন, ২০১৬ রাত ১:১৫
মনিরা সুলতানা বলেছেন:
জলরঙে আঁকা নগরী তিলোত্তমা
ঝাপসা দু'চোখে নিখাদ বাষ্প জমা
ভুল মানুষের নির্ভুল পরিণতি --
অন্ধের মত ছুটছি এখন - জেনে নিও প্রিয়তমা।
ভালোলাগা রেখে গেলাম
২০ শে জুন, ২০১৬ সকাল ৯:৫১
শাহেদ খান বলেছেন: ভাল লাগায় আনন্দিত! শুভকামনা, মনিরা সুলতানা!
৪| ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:৩০
বিজন রয় বলেছেন: অনেক দিন পর আপনার পোস্ট।
আপনি অনেক ভাল কবিতা লেখেন।
নিয়মিত হবেন এই আশা রাখি।
২০ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৩
শাহেদ খান বলেছেন: আমিও আশা রাখছি।
অনেক অনেক শুভেচ্ছা!
৫| ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:৩১
বিজন রয় বলেছেন: জলরঙের মধ্যে অনেক কিছু দেখতে পেলাম কবিতায়। আমার কাছে জীবনটাই একটি জলরং মনে হয়।
২০ শে জুন, ২০১৬ সকাল ১০:০১
শাহেদ খান বলেছেন: তেলরং ব্যবহারের ক্ষেত্রে একটা রং এর উপর সম্পূর্ণ ভিন্ন রং এর লেয়ার দিয়ে পেছনের রং-টা ঢেকে দেয়া যায়।
অথচ, জলরং এর ক্ষেত্রে পেছনের রং-টার একটা প্রভাব থেকেই যায়। একটা আভা ফুটে ওঠে!
জীবন যেখানে যেমন!
৬| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক দিন পর দেখলাম গল্পকারকে, পড়লাম লেখা। জলরঙে আঁকা ঝাপসা শহরে অন্ধ তুলি চলুক এঁকেবেঁকে নিজের চিহ্ন রেখে।
২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৮
শাহেদ খান বলেছেন: 'চিহ্ন'-টাই শুধু রয়ে যায় প্রোফেসর! কারও ক্যানভাসে, কারও গানে বা কবিতায়।
নিরন্তর শুভেচ্ছা!
৭| ২০ শে জুন, ২০১৬ রাত ১১:০০
রেজওয়ান তানিম বলেছেন: যাক তোমাকে ব্লগে আনা গেল, আমারে কেউ ধন্যবাদ দেয় না কেরে
কবিতা চমৎকার, অনেক দিন পর মন ভরানো একটা লেখা পড়লাম
২১ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪০
শাহেদ খান বলেছেন: ভাল লাগায় অনেক ভাল লাগা জানাচ্ছি, তানিম!
শুভেচ্ছা!
৮| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৯
অন্ধবিন্দু বলেছেন:
জলরঙে আঁকা কতক নির্বাচিত পরিহাস। নাগরিক দৈন্যতা হজম করিবার সচরাচর আলাপ। মায়াবতী প্রিয়তমারা পুষিয়ে যাবার আশায় এ বাষ্পে ভুল বিশ্বাস জমা করবে কি!
নগরী “তিলোত্তমা” !!!
হাহহা হা। তিল তিল করে আবর্জনা সংগ্রহ করেই এর সৃষ্টি হয়েছে বুঝি। দেখে তাই আজকাল ভাবি।
যাহোক, কবিতা পাঠ করার চেষ্টা করলুম। রচয়িতাকে ধন্যবাদ জানাই।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৫
শাহেদ খান বলেছেন: প্রার্থনা করি বিশুদ্ধ বাতাসের, বিষবাষ্প থেকে মুক্তির আর কোনও এক স্বপ্নময় আলো অথবা আলোকিত স্বপ্নের।
শুভকামনা।
৯| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫২
অদৃশ্য বলেছেন:
চমৎকার...
আপনাকে অনেকদিনবাদে আবারো ব্লগে সক্রিয় দেখে খুবই ভালো লাগলো... সময় থাকলে নিয়মিত লিখুন ও সময়দিন...
শুভকামনা...
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৬
শাহেদ খান বলেছেন: সেবার এসেও স্থির হতে পারিনি। আবার আসলাম, সবসময়ের মত।
আশা করি ভাল আছেন, বাকী ভাই!
১০| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৪
মেহেদী হাসান (রনি) বলেছেন: ভাই তোমার কি কবিতার বই বেরিয়েছে ?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪০
শাহেদ খান বলেছেন: জী না। বিভিন্ন সময় বেশ কয়েকটা লিটলম্যাগ এবং পত্রিকা আমাকে লেখা ছাপানোর সম্মান দিয়েছে। এই পর্যন্তই। বই করার মত লিখে উঠতে পারিনি এখনও।
অনেক শুভকামনা।
১১| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
বৃষ্টিধারা বলেছেন: অন্ধের মত ছুটছি এখন
অন্ধের মত ছুটছি এখন
অন্ধের মত ছুটছি এখন
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪১
শাহেদ খান বলেছেন: 'ছুটতে ছুটতে বহুদূরে চলে গেছি আমি...' (Vibe-এর গান থেকে নেয়া লাইন)
শুভেচ্ছা!
১২| ২২ শে জুন, ২০১৭ রাত ১০:১৭
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪২
শাহেদ খান বলেছেন: আসলাম। অনেক দেরীতে যদিও!
শুভকামনা আপনার জন্য!
১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫
খায়রুল আহসান বলেছেন: ছবি, শিরোনাম এবং কবিতা- সবকিছুই খুব সুন্দর হয়েছে।
মায়াবী কবিতায় ভাল লাগা + +
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৮
হাসান মাহবুব বলেছেন: ব্লগের এই ক্রান্তিলগ্নে আপনার দেখা পেয়ে মনটা উদাস হইলো
কেমন আছেন? উটে পরুন সেহ্রির আর দশ মিনিট বাকি।