নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস গল্পকার

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই...

শাহেদ খান

আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]

শাহেদ খান › বিস্তারিত পোস্টঃ

আমাদের সময়ের রূপকথা (২)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১০

আমার ছিল তিনটাকা বলপেন
রাফকাগজে লাগামবিহীন ঘোর
চোখের ভিতর অনন্ত ফুটপাতে
আছড়ে পড়ত এক-সাগরের ঢেউ
আমার ছিল স্বপ্ন এবং স্বপ্ন দেখার কেউ!

আমার ছিল দুই-চাকা সাইকেল
পঙ্খীরাজের কঠিন প্রতিযোগী
চোখের ভিতর অনন্ত ফুটপাতে
বাতাস কেটে শূন্যে ভাসতে চেয়ে
আমায় নিয়ে স্বপ্ন দেখা ভিনদেশী এক মেয়ে-

যার ছিল এক নীল-পাথরের হার,
অনেকগুলো কঠিন সর্বনাম;
ফুটপাতে তার অন্তবিহীন চোখ
দেখায় তাকে বাস্তবতার রথ,
বুঝতে শেখায়: ‘স্বপ্ন' এবং ‘জীবন' ভিন্ন পথ!

তার দুচোখে তখন ভীষণ জ্বর
জ্বলছে এবং পুড়ছে বাষ্প-জল
চোখের ভিতর অনন্ত ফুটপাতে
আমি তখন পথের রাজকুমার
‘হারতে গিয়ে জেতা' আমার জিততে গিয়ে হার!

আমি তখন স্তব্ধ এবং জড়
উচ্চতর পদার্থবিজ্ঞানে
চোখের ভিতর সুড়ঙ্গপথ খুঁজি
মাথার ভিতর অযুহাতের চাপে
আমি তখন পুড়ছি আমার নিজস্ব উত্তাপে!

হঠাৎ বুঝি – একটাই আমার পথ
ছুটতে গেলে হোঁচট খাবোই ঠিক,
তাই ভেবে তো পথটাকে ছাড়বো না!
মাথায় এখন এক-পৃথিবীর জিদ-
তোমায় নিয়ে হারছি না আর – এইটুকু নিশ্চিত!




['স্বপ্ন' নিয়ে অন্য অনেক অলস লিরিক, যেসব নিয়ে কেউ কোনওদিন গাইবে না গান - এটাও তেমন]

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

"আমাদের সময়ের রূপকথা ২" ভালো লেগেছে।

অনেক দিন পর আপনার লেখা চোখে পড়লো :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২০

শাহেদ খান বলেছেন: অনেকদিন পর আবার ব্লগে আসলাম। ভাল আছেন আশা করছি!

রূপকথার গল্প ভাল লাগায় আনন্দিত! শুভেচ্ছা আর প্রার্থনা!

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০০

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: খুব ভাল লেগেছে শুভেচ্ছা রইল।।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২০

শাহেদ খান বলেছেন: আপনার জন্যও শুভকামনা! আমার ব্লগে স্বাগতম!

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:



বেশ ভাল লাগল....

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

শাহেদ খান বলেছেন: ভাল লাগায় আনন্দিত! শুভেচ্ছা।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৬

ধ্রুবক আলো বলেছেন: বেশ ভালো লাগলো।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

শাহেদ খান বলেছেন: শুভকামনা! আমার ব্লগে স্বাগতম!

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: আমাদের সময়ের রূপকথা - শিরোনামটাই স্বপ্নিল, কবিতার অবয়বেও স্বপ্নের ছড়াছড়ি, খুবই ভাল লেগেছে।
চোখের ভিতর অনন্ত ফুটপাতে
আছড়ে পড়ত এক-সাগরের ঢেউ
আমার ছিল স্বপ্ন এবং স্বপ্ন দেখার কেউ!
- আহা! কী সুন্দর গল্প!
ফুটপাতে তার অন্তবিহীন চোখ
দেখায় তাকে বাস্তবতার রথ,
বুঝতে শেখায়: ‘স্বপ্ন' এবং ‘জীবন' ভিন্ন পথ!
- চমৎকার! বিদেশীনিরা ‘স্বপ্ন' এবং ‘জীবন' এর ভিন্নতার কথা বোধকরি আমাদের চেয়ে আগে বুঝতে পারে।
মাথার ভিতর অযুহাতের চাপে
আমি তখন পুড়ছি আমার নিজস্ব উত্তাপে
-- ব্রিলিয়ান্ট!
মাথায় এখন এক-পৃথিবীর জিদ-
তোমায় নিয়ে হারছি না আর – এইটুকু নিশ্চিত
-- সাবাস!
প্রায় সাড়ে পাঁচ বছর আগের আপনার প্রথম পোস্ট পাগলী (আমার দিদি...) - এইমাত্র পড়ে একটা মন্তব্য রেখে এলাম। সময় করে দেখে নিলে খুশী হবো।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

শাহেদ খান বলেছেন: অশেষ কৃতজ্ঞতা এমন বিস্তারিত পাঠ আর মন্তব্যে! গল্পটা আনন্দ নিয়ে পড়েছেন দেখে অনেক ভাল লাগছে!

এবং ধন্যবাদ জানাচ্ছি পুরানো পোস্টে মন্তব্যের কথা জানিয়ে দেয়ায়, কারণ নোটিফিকেশানে কিছু পাইনি; তাই আপনি বলে না গেলে জানা হত না।

অনেক শুভকামনা আর প্রার্থনা!

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: বেশ লিখেছেন ।+

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬

শাহেদ খান বলেছেন: শুভেচ্ছা!

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

বিলিয়ার রহমান বলেছেন: না হারার সংকল্পটা দৃঢ় থাকুক!:)


কবিতা জুড়ে ভালোলাগা!


++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

শাহেদ খান বলেছেন: ভাল লাগায় আনন্দিত, বিলিয়ার রহমান!

শুভকামনা এবং আমার ব্লগে স্বাগতম!

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

বিলিয়ার রহমান বলেছেন: স্বাগত জানানোয় আপনাকে ধন্যবাদ ব্রো!:)

আজ হয়তো কেবল একটু ঢু মেরে গেলাম! আশা করছি সামনের দিকে বারবারই আসবো!:)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

শাহেদ খান বলেছেন: নিয়মিত যোগাযোগের আশা রাখছি অবশ্যই! 8-|

সবসময়ের শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.