নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুল ইসলাম

শাহেদ সাইদ

এখনও বেঁচে আছি

শাহেদ সাইদ › বিস্তারিত পোস্টঃ

সাভার হত্যাকান্ড, বস্ত্র বেনিয়াদের তঞ্চকতা এবং RAB

০১ লা মে, ২০১৩ রাত ১০:৩১

RAB এর জন্ম হয়েছিলো আইন শৃংখলা রক্ষাকারী একটি এলিট ফোরস হিসাবে। অন্যান্য আইন প্রয়োগ কারী সংস্থার তুলনায় তাদের অস্ত্র সশ্ত্র বেশি, ঝুঁকিও বেশি। এই বাহিনীর সদস্যরা বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধাও বেশি পান। মানুষের আস্থাও তাদের প্রতি বেশি ছিলো। রানা বা রানার মত অপরাধীদের আইনের আওতায় আনার জন্যেই এই বাহিনীর সৃষ্টি। রানাকে ধরে তাঁরা অবশ্যই প্রসংশনীয় কাজ করেছে। তবে তা তার জব রেস্পন্সিবিলিটির বাইরের কিছু নয়। এই কাজের জন্যে বিজিএমইএর পুরষ্কার ঘোষণার মত তঞ্চকতা আর কিছু নেই। এটা একধরনের দুরবৃত্যায়ন তো বটেই। RAB এর উচিত ছিলো এই পুরষ্কার প্রত্যাখান করা। RAB টাকাটি শাহীনার শিশু সন্তান কে দিয়ে দিতে চেয়েছে। পুরো ঘটনাটির মধ্যেই একটি বিশাল লোক দেখানো ঘটনা রয়েছে। এসব না করে বিজিএমইএ প্রথম দিন থেকেই দুর্গতদের পাশে দাঁড়াতে পারতো। বাংলাদেশে ৫০০০ পোষাক কারখানা আছে। এরা প্রত্যেকে যদি দুর্ঘটনার পর পরই মাত্র ৫০ হাজার টাকা করে দান করতো, তাহলে ২৫০ কোটি টাকার একটি তহবিলহয়ে যেত। যাতে দুর্যোগের প্রথম ধাক্কাটা সাচ্ছন্দে সামলানো যেতো। সেদিন বিজিএমইএর কাউকেই ঘটনা স্থলে দেখা যায়নি। তারা রাতে প্রধান মন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলেন খবরের অংশ হতে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৩ রাত ১০:৩৮

রমিত বলেছেন: বাংলাদেশে ৫০০০ পোষাক কারখানা আছে। এরা প্রত্যেকে যদি দুর্ঘটনার পর পরই মাত্র ৫০ হাজার টাকা করে দান করতো, তাহলে ২৫০ কোটি টাকার একটি তহবিলহয়ে যেত।

সহমত

২| ০১ লা মে, ২০১৩ রাত ১০:৪০

অদ্ভুত স্বপ্ন বলেছেন: আমি বলব র‍্যাব ঠিক কাজটিই করেছে। র‍্যাব বিজিএমইএ কে একটা পরোক্ষ খোঁচা দিল এর মাধ্যমে। এবং সেটা হচ্ছেঃ
BGMEA should take care Garments Industries properly and donate to the victims of savar tragedy. This is more important than rewarding RAB.

৩| ০১ লা মে, ২০১৩ রাত ১০:৫৭

শাহেদ সাইদ বলেছেন: RAB SHOULD HAVE REFUSED THE REWARD. খোঁচা খুঁচির কুটনীতি আইন শৃংখলা রক্ষা বাহিনীর কাজ নয়। পাঁচ লক্ষ টাকা দান করার ক্ষমতা তাদের আছে। RAB should not get themselves involved in any sort of politics

৪| ০১ লা মে, ২০১৩ রাত ১১:৪৭

মিত্রাক্ষর বলেছেন: সহমত আর পোস্টে প্লাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.