![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কমল তাকিয়ে আছে
কমল নামের অমর ছেলে
তাঁকিয়ে আছে দু’চোখ মেলে
শহরে আর গাঁয়
কাঠাল চাঁপা ফুলের ডালে
দোয়েল পাখি আপন তালে
তাঁর যেন গান গায়
কমল দ্যাখো তাঁকিয়ে আছে
শ্যামলিমায়, সবুজ গাছে
নদীর কালো জলে
মাথা নোয়ায় বটের পাতা
মৌটুসী বউ, ব্যাঙের ছাতা
তার কথা যে বলে
কমল তাকায় সবার ঘরে
মেঘনা গাঙে, গাঙের চরে
সারাটা দেশ ময়
উদাস মেঘে দুপুর গড়ায়
বয়েই চলে সুরমা গড়াই
তার কথা যে কয়
ঝিনাইদহ ক্যাডেট কলেজে জিয়া
২৯ শে মে, ২০১৩ রাত ১০:১৯
শাহেদ সাইদ বলেছেন: তিনি আসলেই গ্রেট ছিলেন।
২| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:০৪
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সুন্দর কবিতা
উনার প্রতি মন থেকে শ্রদ্ধা
২৯ শে মে, ২০১৩ রাত ১০:২০
শাহেদ সাইদ বলেছেন: উনার প্রতি মন থেকে শ্রদ্ধা
৩| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:৫৯
কান্টি টুটুল বলেছেন:
একজন সফল রাষ্ট্রনায়ক।
২৯ শে মে, ২০১৩ রাত ১০:২১
শাহেদ সাইদ বলেছেন: একজন সফল রাষ্ট্রনায়ক।
সহমত
৪| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:২৮
তন্দ্রা বিলাস বলেছেন: তিনি আসলেই গ্রেট ছিলেন।
৩০ শে মে, ২০১৩ সকাল ৯:৩৯
শাহেদ সাইদ বলেছেন: তিনি আসলেই গ্রেট ছিলেন।
কোন সন্দেহ ছাড়া
৫| ২৯ শে মে, ২০১৩ রাত ১১:৩৩
ইকবাল পারভেজ বলেছেন: গ্রেট লিডার|
৩০ শে মে, ২০১৩ সকাল ৯:৩৮
শাহেদ সাইদ বলেছেন: গ্রেট লিডার|
সহমত
৬| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:২১
সিরাজ সাঁই বলেছেন: অসাধারণ ++++++
ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছবিটি কোন সালের ?
৩০ শে মে, ২০১৩ সকাল ৯:৩৬
শাহেদ সাইদ বলেছেন: ১৯৮০ সালের
৭| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:৩০
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: জিয়ার কাছে আমরা চির ঋণী।
৩০ শে মে, ২০১৩ সকাল ৯:৩৭
শাহেদ সাইদ বলেছেন: জিয়ার কাছে আমরা চির ঋণী।
সহমত
৮| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:৩৯
সিরাজ সাঁই বলেছেন: আমি সে সময় ওখানে ছিলাম। আমার ইনটেক ১৪। আপনার ?
৯| ১৭ ই জুন, ২০১৩ রাত ৮:০৮
শাহেদ সাইদ বলেছেন: ১৩
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৩ রাত ৮:১২
সেলিম আনোয়ার বলেছেন: াজয়া উর রহমানকে নিয়ে একটা কবিতা লিখার ইচ্ছা আছে। সে ই ঝুড়েতে গেছি সেখানেও নাকি তিনি গিয়েছেন খাল খনন করেছেন। তিনি আসলেই গ্রেট ছিলেন।