নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একলা দেখতে নেই নদী

শাহীনএখন

পথ খুঁজে যারা হয়রান কোনো দিন সেই ময়দান তারা পেয়ে যায়। হঠাৎ অবাক হয়ে আশে পাশে ওপরে তাকায়। কোন পথ যেখানেতে নেই সেখানেই মেল এক খেই আরেক আশার। (প্রেমেন্দ্র মিত্র)

শাহীনএখন › বিস্তারিত পোস্টঃ

তবু ফিরে আসি

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯

সেতুটি তেমনি আছে

অনেক দিন পর, আবারো এখানে

সুদূরের কোলাহল, বন্ধন

কবেই তো ছিঁড়ে ফেলেছি বন্ধন!



একা নিঃসঙ্গ আমি এখানে কেন?



সেই ছোট্ট কাঠ বাদাম গাছ

বিপুল ছাতার মতো দাঁড়িয়ে এখন,

এপাশে আমি, ওপাশে ছেলেদের দল

নিঃসঙ্গ একা বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি

খুঁজি তাদেরই একটি মুখ, একজোড়া চোখ

যে আমারই মতো একদিন ফিরবে এখানে।



পাহাড়ি পানির ধারা-মৃদুগুঞ্জন

আহা চারাগাছ আমার, এখন প্রাপ্ত বয়স্ক সবে

শেকড় গজিয়েছে অনেক দূর

সান্তনা সব হারালেও গাছেরা আছে

ওরা নিশ্চয় চিনেছে আমায়।



ছেলেদের দল দেখে-ভাবি

কেন সেতুতেই সবাই জমাট বাঁধে? সারাদেশে

কেন কেউ কেউ বহু দিন পর

সেতুতেই ফিরে আসে?



কবেই তো ছিঁড়ে ফেলেছি বন্ধন।







































মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৮

আশিক মাসুম বলেছেন: কবেই তো ছিঁড়ে ফেলেছি বন্ধন।





কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম।

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

শাহীনএখন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.