নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একলা দেখতে নেই নদী

শাহীনএখন

পথ খুঁজে যারা হয়রান কোনো দিন সেই ময়দান তারা পেয়ে যায়। হঠাৎ অবাক হয়ে আশে পাশে ওপরে তাকায়। কোন পথ যেখানেতে নেই সেখানেই মেল এক খেই আরেক আশার। (প্রেমেন্দ্র মিত্র)

শাহীনএখন › বিস্তারিত পোস্টঃ

এ শহরে রাত নামে দিনের মতো

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০১

রাত মাত্র আটটা

শহরের লোকগুলোর ব্যস্ততা শেষ হওয়ার

চি‎‎‎হ্ন নেই কোথাও।

নিশি পাওয়া মানুষেদের জন্য এতো সকাল।

তুমি নিশ্চয়ই শুয়ে পড়েছ এই ক্ষণে

তোমাদের সেই গ্রামটায়, যেখানে

বিদ্যুৎ মাঝে মাঝে আসে মাত্র।



শেষবারের মতো প্রকৃতির ডাকে সাড়া দিয়ে

বাড়ির রক্ষাকর্তাও বিছানায় পৌছেছেন,

ঝিঁঝিঁ পোকা জোনাকিরা মেতেছে আড্ডায়।

ভেবে নিতে চাই, সুগন্ধি তেল মেখে চুলে।

বালিশে ডুবিয়েছ মাথা, খোলা জানালায়

দৃষ্টি আকাশের কোথাও।

শরতের দুরন্ত মেঘ, তারই ফাঁকে ফাঁকে

এক ফালি চাঁদ ছুটে ছুটে যায়।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৩ রাত ৮:২৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.