![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথ খুঁজে যারা হয়রান কোনো দিন সেই ময়দান তারা পেয়ে যায়। হঠাৎ অবাক হয়ে আশে পাশে ওপরে তাকায়। কোন পথ যেখানেতে নেই সেখানেই মেল এক খেই আরেক আশার। (প্রেমেন্দ্র মিত্র)
বন্ধন ছেঁড়া পাখি দেখেছ কখনো?
পুষেছ কি খাঁচায়!
তার চোখে চোখ রেখে
দেখেছ নিশ্চয় এক দূরস্পর্শী গভীর ছায়া।
তোমাদের সব আনন্দ আয়োজন
স্নেহ-মেদুর কন্ঠ ধ্বনি, উপক্ষায়
অবহেলায়, পাশে ঠেলে
সেই মলিন চোখ অস্তগামী সূর্যের
সুচিকণ রেখায়
খোঁজে এক হারানো পৃথিবী।
©somewhere in net ltd.