![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথ খুঁজে যারা হয়রান কোনো দিন সেই ময়দান তারা পেয়ে যায়। হঠাৎ অবাক হয়ে আশে পাশে ওপরে তাকায়। কোন পথ যেখানেতে নেই সেখানেই মেল এক খেই আরেক আশার। (প্রেমেন্দ্র মিত্র)
আমি পাপোশ থেকে বিছানা পর্যন্ত সাজিয়েছি
শুধু তোমার জন্য
আহা রঙ, রঙের বিন্যাস তোমার প্রতিক্ষায়;
সব একে একে মিশে যায় ধূলোয়
মুছে যায় আসন্ন সুখের বুনন, রঙের হেঁয়ালি
তবুও, মুঠি মুঠি ধূলো নিই হাতে
ধূলো সাজাই
যদি ধূলো থেকে কিছু হয়।
ইটপাথরের ঘর, ঘর থেকে উঠোন সব বানিয়েছি
শুধু তোমার জন্য
আর প্রশস্ত জানালা-দরজা, দখিন বারান্দায়
আমার স্বপ্ন ভেঙে পড়ে সামান্য হাওয়া, পড়ে রয় ধূলো;
তবুও, দু’হাত দিয়ে ধূলো ছানি, খুঁজি হারানো প্রাসাদ
ধূলোই সাজাই
যদি ধূলো থেকে কিছু হয়।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০০
শাহীনএখন বলেছেন: ধন্যবাদ
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১২
অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা +
ভালো থাকবেন
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০১
শাহীনএখন বলেছেন: ধন্যবাদ
আপনিও ভাল থাকবেন
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসম্ভব সুন্দর
ভাল লাগা রেখে গেলাম
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৪
শাহীনএখন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১০
সরদার হারুন বলেছেন: অতিব ভাল হয়েছে ।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++