নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত লেখক চিন্তাশীল গবেষক

শাহিবযাদা সোহান

চিন্তাশীল গবেষক অখ্যাত লেখক

শাহিবযাদা সোহান › বিস্তারিত পোস্টঃ

ভূমিকম্প নিয়ে মজা করিস না রে!

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

এখন যদি আমি বলি আমি ভূমিকম্প বুঝি নাই তাইলে একটা মাইর ও মাটিতে পরবে না,

ভূমিকম্প কি জিনিস আজ মানুষের চোখ, মুখ, মরণের ভয় দেখে বুঝা যাইতাছে,

সবাই ভূমিকম্প নিয়ে স্ট্যাটাস মারতাছে হাফ ছেড়ে বাঁচলাম বলে চিল্লাইতাছে,অনেকে মজা করতাছে,অনেকে বলতাছে যাইহোক শরীরের ভালোই হইছে নড়াচড়ায় ব্যায়াম হইছে হি হি

আচ্ছা এইবার  একটু ভাবুন তো...

সামান্য এই ভূমিকম্পেই নিজেদের সম্পদের মায়া ছেড়ে আমরা রাস্তায় দৌড়াইয়া নামতে পারলাম, আর এটা যখন আস্তে আস্তে আরো বাড়বে, তখন সম্পর্কের মায়াও ছেড়ে দেবো আমরা। নিজেকে বাচাঁনোর চেষ্ঠায় ব্রতী হবো সবাই,

অনেকের দেখলাম  ভূমিকম্পের পরপর স্ট্যাটাস লিখেতে দেরি করেন নাই, ভূমিকম্পের  সময় কে কি বস্থায় ছিলাম, কে টের পেয়েছে, কে টের পায়নি, চেয়ার টেবিল নড়ছিলো কিনা, ফ্যান দুলছিলো কিনা- এই সব গবেষণা করতে করতে সবাই ব্যস্ত  বাহহহ।

আসলেই আল্লাহ পাক রাব্বুল আল আমীনের আমাদের বাংলাদেশের জন্য বিশেষ বিশেষ রহমত আছে যেটা আমারা এখনো বুঝতে পারি নাই।আল্লাহ পাকের কি রহমত তা না হলে ভূমিকম্প গুলো একেকবার একেক দেশের উপর দিয়ে আমাদের দেশে আসছে কেন? আল্লাহ পাক যদি আমাদের সরাসরি ভূমিকম্প দিয়ে দিতেন একবার ভাবুন তো তখন আমাদের কি হতো?

আল্লাহ পাকের অশেষ রহমত আছে আমাদের উপর তা নইলে দেখুন ঐ যে গতবার হয়েছিলো নেপালে, আর আমাদের বাংলাদেশে মাত্র একটু হাওয়া এসেছে নেপালের হয়ে, তখন কি ভয় ছিলো সারা দেশ যুরে,  সেদিনের নেপাল , আজো সোজা হয়ে দাড়িয়ে উঠতে দাড়াতে পারে নাই। আবার আজকেও ভারতের মনিপুরের উপর দিয়ে আমাদের দেশে এসেছে। মহান আল্লাহ পাক ইচ্ছে করলে সরাসরি আমাদের দেশে ভূমিকম্প টা দিতেন তাইলে সারা দেশে কান্নার জোয়ার বসত,তার পর ও আমাদের ভয় হয় না, আমরা তাও মজা করতে পিছপা হই না,

মহান আল্লাহ্‌ যদি চাইতেন? আজকেই একটা কিছু করতে পারতেন। আল্লাহ্ সর্বশক্তিবান আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই,
আমাদের বাংলাদেশ ও দেশের প্রতিটা মানুষকে বিপদ মুক্ত করার জন্য আল্লাহ্‌ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করেও শেষ হবে না,আল্লাহ আমাদের দয়া করো,

ভূমিকম্প হওয়ার পর সবার  আগে আমাদের দরকার তওবা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সবচেয়ে বড় কথা হল, এটি আল্লাহ কর্তৃক একটি নিদর্শন। যাতে করে মানুষ স্বীয় অপরাধ বুঝতে সক্ষম হয়। ফিরে আসে আল্লাহর পথে। হে মহান আল্লাহ্‌ আপনি সব সময় আমাদের মাতৃভূমি বাংলাদেশ ও মাটি মানুষকে রক্ষা ও হেফাজত করুন! আল্লাহ আমাদের সবাইকে আন্তরিকতার সাথে খাটি তওবা করার তাওফিক দান করুন। আমিন

জাযাকাল্লাহ

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

সাদীদ হোসেন খাঁন বলেছেন: আমিন....

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭

শাহিবযাদা সোহান বলেছেন: জাজাকাল্লাহ

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

নুর ইসলাম রফিক বলেছেন: আমাদের বাংলাদেশ ও দেশের প্রতিটা মানুষকে বিপদ মুক্ত রাখার জন্য আল্লাহ্‌ পাক রাব্বুল আলামিনের দরবারে
লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি।
ভূমিকম্প হওয়ার পর সবার আগে আমাদের দরকার তওবা করা।অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
সবচেয়ে বড় কথা হল এটি আল্লাহ কর্তৃক একটি নিদর্শন। যাতে করে মানুষ স্বীয় অপরাধ বুঝতে সক্ষম হয়।
ফিরে আসে আল্লাহর পথে।
হে মহান আল্লাহ্‌ আপনি সব সময় আমাদের মাতৃভূমি বাংলাদেশ, মাটি ও মানুষকে রক্ষা ও হেফাজত করুন!
আল্লাহ আমাদের সবাইকে আন্তরিকতার সাথে খাটি তওবা করার তাওফিক দান করুন। আমিন

জাযাকাল্লাহ

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

শাহিবযাদা সোহান বলেছেন: জাযাকাল্লাহ

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

নতুন বলেছেন: আসলেই আল্লাহ পাক রাব্বুল আল আমীনের আমাদের বাংলাদেশের জন্য বিশেষ বিশেষ রহমত আছে যেটা আমারা এখনো বুঝতে পারি নাই।আল্লাহ পাকের কি রহমত তা না হলে ভূমিকম্প গুলো একেকবার একেক দেশের উপর দিয়ে আমাদের দেশে আসছে কেন? আল্লাহ পাক যদি আমাদের সরাসরি ভূমিকম্প দিয়ে দিতেন একবার ভাবুন তো তখন আমাদের কি হতো?

আমাদের দেশে ১৯০০-২০১৩ সাল পযন্ত ৩টা বড় ভুমিকম্পের উতপত্তিস্হল ছিলো.....যেইটা ৭-৭.৫ মাত্রার ছিলো..

এর কারন হইলো টেকটোনিক প্লেটের কোনায় থাকলে ভুমিকম্প বেশি হয় ...কিন্তু আমাদের দেশে সেই জায়গাতে নাই... নেপাল, জাপান..এরা আছে... নিচের ম্যাপে দেখুন দুনিয়ার অনেক স্হানে ভুমিকম্প হয়না বললেই চলে।

আমাদের দেশে সিলেটের দিকে বড় ভমুকম্প হবার সম্ভবনা আছে... কিন্তু ভয় হইলো...যেইভাবে ভেজাল জিনিস দিয়া বড় দালান বানায় তাতে দালান ভাইঙ্গা পইড়া মানুষ মারা যাবে অনেক।

একটা প্রশ্ন আল্লাহ নেপালে সাইক্লোন দেয় না কেন? তিনিতো ঐখানেও সরাসরি সাইক্লোন দিতে পারেন তাইনা?



http://earthquake.usgs.gov/earthquakes/world/seismicity_maps/world.pdf

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১০

শাহিবযাদা সোহান বলেছেন: "তোমরা কি নিরাপত্তা পেয়ে গেছ যে, আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের সহ ভূমিকে ধ্বসিয়ে দিবেন না?? আর সেটা আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে।" (সূরা আল-মূলকঃ ১৬)

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

শায়মা বলেছেন: ভালোই তো এই ভুমিকম্পও যখন বুঝোনি ভাইয়া!!!!!!!!!!!

তোমাকে পুরষ্কার দিতে হবে!!!!!!!!!!!:)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

শাহিবযাদা সোহান বলেছেন: বাতাসে গাছ যেভাবে দোলা খায়, আমার বিল্ডিং একই ভাবে দুলেছে :-(

ভূমিকম্প থেমে গেছে কিন্তু শরীর
কাঁপছে। আল্লাহ! এত ভয়ানক ঝাকুনি!!!

আল্লাহর রহমতে ভাল আছি। আল্লাহর কাছে শুকরিয়া,

ভাই আমি বুঝেছি,। এটা উদাহরণ দিলাম শুধু,

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮

জনম দাসী বলেছেন: সালাম জানবেন ভাই সাহেব, অনেকের মন্তব্য পড়ে অবাক হয়েছি। মানুষের যে কি হল, আল্লাহ কেই মানুষ ভুলে গেছে, অথচ দেখেন বড় সত্য এই দুনিয়া ধ্বংস করতে দয়ালের এক মিনিট সময়েরও প্রয়োজন নেই। কেউ তো বলেছেন এবং রীতিমত বিদ্রুপ করে ভূমিকম্প নাকি আল্লাহ দেন না। আমি বলি আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। লেখাটি ভাল লেগেছে, ভাল থাকুন ভাই সব সময়, পাপের সংখ্যা বেড়ে গেলে যে আল্লাহ্‌ই প্রাকৃতিক দুর্যোগ দেন তা অনেক মানুষই হেসে উড়িয়ে দেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

শাহিবযাদা সোহান বলেছেন: ওলাইকুম আসসালাম ভাই,
আমরা বিনোদন প্রীয় জাতি। কিন্তু তাই বলে সব কিছু নিয়ে বিনোদন করা ঠিক না। যারা করছে তার বোকা আর বদ্ধ উম্মাদ ছারা আর কিছু না।

;তোমরা কি নিরাপত্তা পেয়ে গেছ যে, আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের সহ ভূমিকে ধ্বসিয়ে দিবেন না?? আর সেটা আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে। (সূরা আল-মূলকঃ ১৬
আপ্নিও ভালো থাকুন সুস্থ থাকুন,।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

বাংলার জামিনদার বলেছেন: এর আগে বড় ভুমিকম্পে যে সব দেশ ধুলা হয়ে গেছিলো তারা কি লাইনে আসছে??? মিয়া এইরকম ভুমিকম্প দুনিয়াব্যাপি সারা বছর হয়। জাপানে তো এসব ব্যাপার ডালভাত হইয়া গেছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০২

শাহিবযাদা সোহান বলেছেন: লাইনে আসলো না এটা আপনায় কে বলছে? আপনার কথা শুনে মনে হইতাছে নিজের দেশে হওয়াতে বেশ খুশি?

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১

বাংলার জামিনদার বলেছেন: বাংলাদেশে ভুমিকম্পে লোক মারা যাবার সম্ভাবনার চেয়ে সড়ক দুর্ঘটনায়,লন্চ ডুবিতে মরার সম্ভাবনা অনেক বেশি। বাসে, লন্চে ওঠার সময় কয়জন লোক এইটা খেয়াল করে??? আর এক ভুমিকম্পেই জান তামা হইয়া গেছে। :) B-) ;)

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০

শাহিবযাদা সোহান বলেছেন: তাইলে কি করবেন? মনে হইতাছে আপনি এই গুলা দেখে নাচানাচি করবেন? করুন নাচানাচি

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

ভুমিসংকর বলেছেন: আপনে কি মাসুদ্রানার মাল্টি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.