![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা শিখেছি, সেখান থেকেই কিছু বলার ও করার চেষ্টা করি
তোকে নিয়ে আজ সারাদিন বৃষ্টিতে ভিজবো;
আকাশকে খুব মেঘলা করে
ঝুপ করে যে বৃষ্টি নামে- সেই বৃষ্টিতে।
কদম গাছের মগডালটায় যে নব্য ফুলটি
বৃষ্টির ফোটার সাথে টোকাটুকি করছে
সেটিকে এসে গুজে দিবো তোর খোপায়।
তোর আঙুল আকড়ে নদীর পার ধরে হেটে যাব অনেকদূর;
পারের নরম ভেজা বালিতে খালি পায়ের ছাপে
একে যাব অনন্তকাল পাশে থাকবার ইতিহাস
বালিহাসগুলো আমাদের ঘিরে
শোনাবে চিরন্তন প্রেমের উপাখ্যান।
সদ্য নেয়ে ওঠা অশ্বথ গাছটা
তার পাতায় বৃষ্টির ফোটা জমিয়ে
অপেক্ষা করবে শীতল অভ্যর্থনায়।
অবিরাম বৃষ্টির ফোটায় যখন মন ভিজে যাবে তোর,
তখন-
নিজেকে উজার করে দিয়ে বলবো ‘ভালবাসি’
শুধু আপন করে রেখে দিবো
বৃষ্টিতে ধুয়ে যাওয়া তোর চোখের কাজল।
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৯
শাহীদুল বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৮
ডট কম ০০৯ বলেছেন: আপনি তো ভাল লিখেন হে। কমেন্টস এত কম কেন?
আরো লিখুন।কবিতা হোক সকল কথ্যের উৎস।ভাল থাকুন কবি।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪২
শাহীদুল বলেছেন: ভাল লিখতে পারিনা বলেই হয়তো কমেন্টস কম। যা হোক, ধন্যবাদ আপনাকে। আপনার কবিতাগুলো অপূর্ব।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: নিজেকে উজার করে দিয়ে বলবো ‘ভালবাসি’
শুধু আপন করে রেখে দিবো
বৃষ্টিতে ধুয়ে যাওয়া তোর চোখের কাজল।
খুব সুন্দর কবিতা
ভাললাগা +