নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা শিখেছি, সেখান থেকেই কিছু বলার ও করার চেষ্টা করি

যা শিখেছি, সেখান থেকেই কিছু বলার ও করার চেষ্টা করি

শাহীদুল

যা শিখেছি, সেখান থেকেই কিছু বলার ও করার চেষ্টা করি

শাহীদুল › বিস্তারিত পোস্টঃ

সঙ্কোচ

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬

সেদিনের সমাপ্তোন্মুখ সূর্যাস্ত,

তপ্ত লাল পশ্চিমাকাশের বুক থেকে যেন গলে গলে পড়ছে

একটি জলন্ত অগ্নিপিন্ড;

আর তা মিশে মিশে লাল করে দিচ্ছে

সন্ধ্যার কালোয় কালচে হয়ে আসা নদীর জল।



আয়ু ঝরতে থাকা ঐ সূর্য্টার দিকে-

অপলকে তাকিয়ে ছিলি তুই, বিমর্ষচিত্তে;

চোখের ভাষায় বড্ড হারানোর যন্ত্রণা, ফিরে না পাবার স্তব্ধতা।

শীতল চোখদুটো তলিয় তোর-অস্ফুট কষ্টের জল

কেবলই গড়িয়ে পড়বার অপেক্ষায়।

জ্বলে যাওয়া সূর্যের আলোয় তোর লাল হয়ে ওঠা মুখটাকে

আরও বেশি কাতর করে দিয়ে-

জ্বলজ্বল করছিল চোখদুটো।



জানতে চাইনি “কেন?”

জানতে চাইনি, কি সেই আক্ষেপ ;

শুধু তাকিয়ে ছিলাম ভিন্ন এক শঙ্কা নিয়ে

যার কোন নাম নেই।



সেদিন আমার দুহাতে তোর হাতদুটোকে শক্ত করে ধরতে

কীযে ইচ্ছে করেছিল ভীষন-

আমি পারিনি ধরতে

তোর চোখ গড়িয়ে গালে নামলো জল

আমি পারিনি ফেরাতে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১

শুঁটকি মাছ বলেছেন: সেদিন আমার দুহাতে তোর হাতদুটোকে শক্ত করে ধরতে
কীযে ইচ্ছে করেছিল ভীষন-
আমি পারিনি ধরতে
তোর চোখ গড়িয়ে গালে নামলো জল
আমি পারিনি ফেরাতে।

প্রচন্ড সুন্দর।

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩

শাহীদুল বলেছেন: কষ্ট করে পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ

২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ ,,,ভীষণ সুন্দর একটি পোস্ট,,,,,,,,,,,,

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬

শাহীদুল বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.