![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা শিখেছি, সেখান থেকেই কিছু বলার ও করার চেষ্টা করি
কোন এক ভরদুপুরে প্রেমিকার হাত ধরে বলেছিলাম,
" মেয়ে তুমি বৃষ্টি হও। আমি আজ তোমার বৃষ্টিতে ভিজবো। তোমার বৃষ্টির ধারায় ধুইয়ে দাও আমার যত গ্লানি, মনের যত আক্ষেপ, মুছে দাও না পাওয়ার সব অনুভূতি। আমাকে নতুন করে সাজিয়ে দাও রংধনুর রঙে। প্রেমে আসুক নতুন রঙ, লাল-নীল-বেগুনী।
আমার সেদিনকার কথার অর্থ বুঝতে পারেনি সে। ভ্রু কুচকে বলেছিল, " ধুর ছাই! মানুষ কখনো বৃষ্টি হতে পারে নাকি!"
মানুষ কেন বৃষ্টি হতে পারবে না? মানুষ যদি সুখ হতে পারে, যদি ভয় হতে পারে, হতে পারে যদি ভরসা অথবা ঘৃনা তবে বৃষ্টি কেন নয়? কেন হতে পারবেনা মেঘ? অঝরে ঝরঝরে ভেজাতে পারবেনা স্নিগ্ধতায়!
মেয়ে তুমি সেদিন বৃষ্টি হতে পারনি। তাই আমার প্রেমেরও আর রাঙা হয়ে ওঠা হয়নি
©somewhere in net ltd.