![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা শিখেছি, সেখান থেকেই কিছু বলার ও করার চেষ্টা করি
আরো কিছুটা সময় নাহয় পাশে বোসো
ঝিরি ঝিরি বাতাসে সন্ধ্যে নামুক তোমাকে- আমাকে ঘিরে,
পাখিগুলো আজ নাহয় আমাদের আগেই ঘরে ফিরুক;
তারাগুলো ফোটার আগে আর একটু নাহয় পাশে বোসো।
আরো কিছুটা সময় নাহয় ধরে রাখ আমার হাত
আরো কিছু স্পর্ষে, আরো কিছু সুখে তৃপ্ত কর মোরে,
দিয়ে যাও প্রেম, দিয়ে যাও বেচে থাকা;
তোমার চোখে তাকিয়ে নাহয় অতীত হোক আরো কিছুটা সময়
©somewhere in net ltd.