নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা শিখেছি, সেখান থেকেই কিছু বলার ও করার চেষ্টা করি

যা শিখেছি, সেখান থেকেই কিছু বলার ও করার চেষ্টা করি

শাহীদুল

যা শিখেছি, সেখান থেকেই কিছু বলার ও করার চেষ্টা করি

শাহীদুল › বিস্তারিত পোস্টঃ

পাখি ভালবাসেনা

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫১

মাঝে মইধ্যে বুকের ভিতরের পাখিডা ছটফডাই উঠে। জানপ্রান দিয়া পাখনা ঝাপটাইয়া উইড়া যাইবার চায় দূরে, মেলা দূরে। হয়তো আসমানের শ্যাষ কুনায়। নইলে গইন জঙ্গলে।

অনেক আগের কথা। যহন পাখিডা উড়তে শিখেনাই, তহন আইনা তারে আদর কইরা রাখছিলাম বুকের মইধ্যেখানে। তারপর অনেক আদর দিয়া বড় করছি। একটা আচরও পরতে দেইনাই কুনো একটা পালকেও। ভালবাসায় সাজাইয়া রাখছি তার চাইরপাশ। কখনো একলা হইতে দেইনাই। মুখ বেজার করতে দেইনাই।

আইজ সেই পাখি উড়তে শিখছে। তার পাখনায় আইজ শক্ত পালক। চাইলেই ছুটতে পারে এদিক ওদিক। বুঝাইয়া শুনাইয়া আর কতদিন? যার ঠিকানা যেইহানে, সেতো সেইহানে যাইবোই। এইডাতো উপরওয়ালারই নিয়ম। আমার সাধ্যি কী তারে আটকাইয়া রাখি?

যে ভালবাসতে চায় তারেই ভালবাইসা আটকানো যায়, আর যে উইড়া যাইতে চায়- তারে ভালবাসার শিকল আটকাইতে পারেনা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.