![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা শিখেছি, সেখান থেকেই কিছু বলার ও করার চেষ্টা করি
সত্যি বলছি মেঘবালিকা,
এখন আর আমার তোমাকে লাগেনা।
এখন ক্লান্ত রাতগুলোতে তোমার চুলের মাতাল সুবাস ছাড়াও আমি ঘুমোতে পারি।
ভোরের কাঁচা আলো পাঁকা হতে হতে যখন আমার ঘুমন্ত চোখদুটোয় বিধতে থাকে
তখন সে আলো হতে তোমার আচলের আড়ালের অভাব-
আমি আর এখন বোধ করি না।
জানোকি সুহাসিনী?
ইদানীং আমার যখন বড্ড মন খারাপ হয়
তখন তোমার ঐ প্রাণখোলা হাসির জন্য আমি আর উতলা হই না।
এখন আমি একাই বৃষ্টিতে ভিজতে পারি;
টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে শুনতে সুমধুর আলাপে এক কাপ চা খেতে
এখন আর তোমাকে লাগে না।
এখন আর আমি তোমাকে ভাবিনা স্বপ্নচারিনী;
তোমায় ভেবে ভেবে প্রতিনিয়ত পদ্য লেখার সে অবসর আমার কোথায়?
আমি বরং এখন জীবনানন্দকে নিয়েই ভাল আছি।
বিশ্বাস কর তুমি, ভালবাসতে তোমাকে আমার আর এখন প্রয়োজন নেই।
তোমাকে ভালবেসে আকাশে উড়তে এখন আর আমার একটুও স্বাধ জাগে না;
আমি এখন তোমাকে ছাড়াই ভাল থাকতে পারি।
সত্যিই পারি(?)…
২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৩
শাহীদুল বলেছেন: বৃষ্টি হচ্ছে সবচাইতে প্রমময় জিনিস। বৃষ্টির তুলনা শুধুই বৃষ্টি। ধন্যবাদ আপনাকে
২| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৬
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ
৩| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৭
Md. Zafor Sadaque বলেছেন: সুন্দর কবিতা। খূবই সুন্দর।
২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৩
শাহীদুল বলেছেন: ধন্যবাদ আপনাকে
৪| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৩
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালো লিখেছেন । ++
২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৯
শাহীদুল বলেছেন: ধন্যবাদ
৫| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৭
নিলিমার নীল বলেছেন: সত্যি ই অসাধারণ । এভাবেই ভাবা উচিত ।
৬| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: মানুষ সবই পারে, আবার পারেনা!
পারেনা বলেই পেরে উঠার ভাবনাটা আসে
সুন্দর থাকুন ...
৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৮
রুদ্র জাহেদ বলেছেন: মানুষই সব।পারা না পারার ভিতর দিয়ে কেটে যায় প্রহর।চাই আরেকটু সুন্দরভাবে কাটাতে। সুন্দর কবিতা
৮| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৭
জুন বলেছেন: এখন আর আমার তোমাকে লাগেনা।
এখন ক্লান্ত রাতগুলোতে তোমার চুলের মাতাল সুবাস ছাড়াও আমি ঘুমোতে পারি।
ভোরের কাঁচা আলো পাঁকা হতে হতে যখন আমার ঘুমন্ত চোখদুটোয় বিধতে থাকে
তখন সে আলো হতে তোমার আচলের আড়ালের অভাব-
আমি আর এখন বোধ করি না।
অনেক অনেক সুন্দর কবিতায় প্লাস
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৩
জেন রসি বলেছেন: একা বৃষ্টিতে ভিজার মজাও অন্যরকম ।
চমৎকার কবিতা।