![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা শিখেছি, সেখান থেকেই কিছু বলার ও করার চেষ্টা করি
না না না। ওখানে নয়
এইখানটাতে এসে বোসো,
একেবারে আমার গায়ের পাশটা ঘেষে;
হাতের পরতে রাখ হাত, আঙুলের ভাজে আঙুল।
তাকাও আমার চোখটা জুড়ে।
কি দেখছো?
এক মেঘবালিকা এখান দিয়ে হেটে গেছে কিছুটা আগে
থলেতে করে মেঘ কুড়িয়ে বেড়ায় সে,
যাবার পথে সে আমায় একগুচ্ছ কদম দিয়ে গেছে-মেঘে ভিজিয়ে।
আমি বসে আছি মেঘে ভেজা কদম-
তোমার চোখে ছোয়াবো বলে।
©somewhere in net ltd.