![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না
শাহবাগ তোমাকে সালাম। আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে লাখো শহীদের রক্তের বিনিয়ম দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর। আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনি। কিন্তু যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানি। পৃথিবীতে খুব কম জাতিই আছে যে তারা এতো অল্প সময়ে যুদ্ধ করে দেশ ও জাতীকে স্বাধীনতা এনে দিতে পারছে। অথচ আমাদের পূর্ব পুরষরা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে কি করে যুদ্ধ করতে হয়।
আমাদের এই অর্জনকে যারা কলংকিত করেছে তারা রাজাকার বা যুদ্ধাপরাধি হিসেবে পরিচিত। এই রাজাকারেরা দীর্ঘ ৪০ বছর পরও আমাদের অর্জনকে স্বীকৃতি দিতে চায় না। বিগত কয়েক দশক যাবত তারা তাদের মিশন সফল করার জন্য বিভিন্ন ভাবে আমাদের জাতীকে পথ ব্রষ্ট করার কাজে লিপ্ত রয়েছে। এদেরকে সমূল ধব্বংশ করার জন্য এ ধরনে একটি শাহবাগ আন্দোলনের প্রয়োজন ছিল আরো আগে। যাক আমাদের তরুণ প্রজন্ম বুঝতে ও ছিনতে পারছে নিজের শিকড়কে।
শাহবাগ প্রজন্ম চত্তর ও নবীন তৃর্কিরা তোমাদের স্বপ্নের সাথে আমার স্বপ্ন ও আশা কবে এই হারামীদের অপকৌশল হতে আমরা মুক্তি পাবো।
এখনই সময় ইস্পাতদৃঢ় মনোবল আর প্রাণশক্তির বিস্ফোরণ ঘটিয়ে ঐ কথিত হিংস্র জানোয়ারদের হাত হতে আমাদের মুক্তির পথ খুজে বের করার।
হে নতুন তৃর্কিরা আমি তোমাদের সকলের সাথে একাত্বতা প্রকাশ করছি ।
©somewhere in net ltd.