নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য বলবে না।

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু › বিস্তারিত পোস্টঃ

মহান মুক্তিযোদ্ধা বঙ্গবীর জনাব কাদের সিদ্দিকী সম্পর্কে দু'টি কথা ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

আসলামুআলাইকুম ।

কেমন আছেন । আপনার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করে দু'টি কথা বলতে চাই। আমি জানিনা এ লেখা আপনার নজরে পড়বে কিনা ? আর ভয় হচ্ছে যে,আপনার মত একজন মহান মানুষ সম্পর্কে কথা বলা ঠিক হবে কিনা? যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দুর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি।

১। সম্প্রতি আপনার কিছু বক্তব্য এবং বক্তব্যের প্রেক্ষিতে পরবর্তীতে জনসাধারণের প্রত্রিক্রিয়াগুলি আমাকে খুব ব্যথিত করেছে। যেমন-নব্য রাজাকার,তার প্রেক্ষিতে আপননি বলেছেন আমি রাজাকার হলে জাতীর পিতা................. ইত্যাদি প্রসংগগুলি।

২। মহান স্বাধীনতা যুদ্ধে আপনি বিশাল কাদেরিয় বাহিনী গঠন করে-ময়মনসিংহের দক্ষিনাঞ্চল,সমগ্র টাংগাইল জেলা, রাজধানী ঢাকাসহ ঢাকার অংশবিশেষ এবং যমুনা নদীপথ বিশাল এলাকার আপনার দায়িত্বে অতিরিক্ত সাবসেক্টরের মাধ্যমে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। বাংলা ও বাংগালী জাতি যতদিন পৃথিবীর বুকে থাকবে ততো-দিন আপনার নাম স্বর্ণাক্ষরে বাংগালীর হৃদয়ে লেখা থাকবে।

৩। আপনি সে ভাগ্যবান ব্যক্তি যিনি নিজ জম্মভূমির জন্য নিজের জীবন বাঝি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশনিয়ে বঙ্গবীর উপাদি পেয়েছেন।

৪। এ,আর আখতান মুকুলের লেখা-আমি বিজয় দেখেছি বইটির ৬৮ নং অধ্যায়ের ২৮৩ হতে ২৮৬ পৃষ্ঠার নিয়াজির সহিত আপনার সাক্ষাতের এবং কথোপোকথোনের বিষয়টি পড়লে গর্বে শরীর শিহরন দিয়ে উঠে এবং যুদ্ধকালীন সময়ের সম্পূর্ণ চিত্র বাস্তব ছবির আকারে আমার চোখের সামনে ভেসে উঠে । তখন মনে মনে ভাবী হায়রে আমি কি হতভাগা যে,যুদ্ধের সময় কেন জম্ম হলাম না এবং এমন একজন মহান ব্যক্তির অধীনে থেকে কেন যুদ্ধ করতে পারলামনা । সোজা কথা আপনাকে নিয়ে সারাদিন সারা রাত লিখলেও লেখার কোন শেষ হবে না।

৫। বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত আপনার প্রতিটি কলাম আমি অত্যান্ত মনোযোগসহকারে পড়ি ।আপনাকেতো স্বচক্ষে সরাসরি দেখার কোন সুযোগ আমার হয়নি এবং ভবিষ্যতে হবে বলেও বলতে পারিন। ঐ সমস্ত লেখা পড়ে কিছুটা অনুধাবন করতে পারলাম যে, আপনি একজন স্পষ্ট ও সত্যবাদী মানুষ।

৬। সম্প্রতি আপনাকে নিয়ে কিছু তীর্যক মন্তব্য আমার মনকে বিষণ পীড়া দিয়েছে। আমি মনে করে এসব তীর্যক মন্তব্য পাওয়ার মতো কাজ সম্প্রতি আপনি করেছেন। যেমন ব্লগার রাজীবের জানাযা নিয়ে বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত মন্তব্য। আপনি জানেন কিনা-৬৯ এর গণঅভু্যথানের সময় যখন ছাত্র নেতা আসাদ শহীদ হয়েছিল তখনওতো তার জানাযায় এমনরুপ ধারণ করেছিল। তখনতো এমন কথা কেউ বলেনি। তখন সবার মাঝে একটাই চিন্তা ও শক্তি কাজ করেছিল যে দেশের প্রতি ভালবাসা ও মুক্তির চিন্তা ।

৭। আমি ৬২,৬৯,৭১,৭ই মার্চ দেখিনি কিন্তু আপনাদের লেখালেখি পড়ে বুঝতে পারছি তখন দেশে কি হয়েছিল। মানুষ দেশকে কত ভালবাসে সর্বোপরে মানুষ মানুষকে কত ভালবাসে ।আপনাদের প্রজন্ম হতে আমাদের প্রজন্ম দীর্ঘ ৪০ বছরের ব্যবধান। আমাদের উত্তর প্রজন্ম আমাদের সামনে কোন টার্গেন দাঁড় করাতে পারেনি।

আমরা যা বাস্তবে ও স্বচক্ষে দেখেছি তা হলো কাঁদা ছোড়াছুড়ি। আশা ও স্বপনের কোন বানীই আমার আমাদের উত্তর প্রজম্ম হতে পাইনি। যা পেয়েছি তা শুধু হতাসা । বর্তমানে এমন একটি ধারনা আমাদের মধ্যে জন্ম নিয়েছে যে, এ দেশের কোন ভবিষ্যত নাই। সামনে সব অন্ধকার ইত্যাদি ।

৮। সম্প্রতি আপনার সুনামগঞ্জ সফরে আপনি সরকারী ডাকবাংলা বরাদ্দ পাননি। এখবরটি যখন পত্রিকা পড়ে জানলাম তখন খুবই খারাপ লাগছে। আমার দৃষ্টিতে আপনি হলেন বাংলার চে-গুয়েভরা। চে- নিজে সংগ্রামকরে মৃতু বরণ করেছে এবং আজঅবদি তাকে তার কাজের জন্য পৃথিবীর মানুষ অত্যান্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে। তদরুপ আপনিও তেমন সম্মানের অধিকারী। অথচ আপনাকে নিয়ে বর্তমানে চতুরপার্শ্বে কাঁদ-ছোড়া-ছোড়ি হচ্ছে । আর এসবের জন্য আপনি নিজেই দায়ী ।

৯। যুদ্ধ পরবর্তী সময়ে গার্জিয়ান হিসেবে আমাদের প্রজন্মের জন্য আপনি ও আপনারা কি করেছেন ? বর্তমানে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হযেছে এবং এর জন্য তরুন প্রজন্ম নতুন সুর্যদয়ের আশায় প্রতিবাদী হয়ে উঠেছে আপনি তাদের সাথে সংহতি প্রকাশ না করে বরং উল্ঠো মুখী হয়েছেন-কিন্তু কেন ? আপনারতো চাওয়া পাওয়ার কিছুই নাই। আপনিতো আমাদের প্রজন্মের কাছে আপনার আদর্শ দিয়ে একজন বাংলার চে-হতে পারতেন । আপনার মতো এমন একজন মহান ব্যক্তির সমর্থন পেলে আমরা আরো বেগবান হতে পারতান বলে আমি মনে করি। কেন আপনি বিপরীত পথে চলছেন ? বুঝতে পারছি না ? আপনি এখন জীবন সায়েন্নে দাঁড়িয়ে আছেন । আপনারতো চাওয়া পাওয়ার মতো কিছুই নাই ।

১০। আমি দীর্ঘদিন আগে পত্রিকায় পড়েছিলাম আপনি যুদ্ধ পরবর্তী সময়ে আমাদের মহান নেতা এবং জাতীর পিতার নিকট আপনার বাহিনী নিয়ে অস্ত্র সমর্পন করেছেন এবং দেশেকে ভালবাসেন বলেইতো সেদিন আপনি অস্ত্রো সমর্পন করেছেন। সারাজাতি সে ঘটনা প্রত্যক্ষ করেছে এবং আপনাকে বঙ্গবীরের খেতাব দিয়েছে । এমন ভাগ্য কয়জন মানুষের হয় বলুন তো ?

১১। আসুন সব বিবেধ ভুলে আপনি আমাদের তরুণদের কাতারে । আপনি বাংলার চে-গুয়েভরা হন।

আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনা করে শেষ করছি । ভুল হলে ক্ষমা করবেন। এটা সম্পূর্ন আমার নিজস্ব মতামত-ধন্যবাদ ।

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

প্রবাস কন্ঠ বলেছেন: দারুন লিখেছেন, আসুন আমরা কাদের সিদ্দিকীকে আগলে ধরি।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১

হাঁড় = ঘাঁড় বলেছেন: বঙ্গবীরকে পাশে চাই,
বঙ্গবীরকে পাশে চাই,
বঙ্গবীরকে পাশে চাই,
বঙ্গবীরকে পাশে চাই,
বঙ্গবীরকে পাশে চাই,
বঙ্গবীরকে পাশে চাই,
বঙ্গবীরকে পাশে চাই,
বঙ্গবীরকে পাশে চাই,
বঙ্গবীরকে পাশে চাই,
বঙ্গবীরকে পাশে চাই,
বঙ্গবীরকে পাশে চাই,
বঙ্গবীরকে পাশে চাই,
বঙ্গবীরকে পাশে চাই,
বঙ্গবীরকে পাশে চাই,
বঙ্গবীরকে পাশে চাই,
বঙ্গবীরকে পাশে চাই,
বঙ্গবীরকে পাশে চাই,
বঙ্গবীরকে পাশে চাই,
...................... আমাদের আকুতি শুনুন। আপনি আমাদের অভিভাবক। আপনাকে চাই।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: apnar lekhata valo lagse. tobe kader siddiki ki vul korese seta e to ami janina.
tobe se amader pase thakle o-n-e-k valo hobe.

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

কাঠের ঢেকি বলেছেন: দারুন লিখেছেন।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

মিশনারী বলেছেন: আসুন আমরা সবাই মিলে উনার খেতাবটা ছিড়ে খাই । উনি কেন এত বড় খেতাব নিল, আমাদের নেতৃ ও পায় না, আবার আমাদের আওয়ামীলিগে এড় বড় বীর খেতাব দারি কম আছে । আর উনাকে মিথ্যা (আওয়ামী) বলার কারণে শহীদ (আওয়ামি) রাজীবের কবরে শুয়াইয়া দেই । সে শুনে আসুন আল্লাহ শহীদ রাজীবকে কত মর্যাদা দিয়ে রেখেছেন । আর শুয়ানোর আগে আসিফ মহিউদ্দিনের মাধ্যমে জানাজা নামাজের ঈমামতি করানো হউক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.