নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য বলবে না।

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু › বিস্তারিত পোস্টঃ

৮ম বাংলাদেশ গেমস ভলিবল-আনসার (মহিলা) ও সেনা বাহিনী (পুরুষ) স্বর্ণ পদক।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮

২৪ এপ্রিল,২০১৩ বাংলাদেশ ভলিবলের একটি স্মরনীয় দিন। ঢাকা ভলিবল স্টেডিয়ামে উপচেপড়া দর্শক। সমর্থকদের আনন্দ ও উল্লাস। ভুভুজেলার কর্ণবিদারী শব্দ, ড্রামের ধ্বনি, সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশ। প্রচন্ত খরতাপ উপক্ষো করে সবাই সামিল এই উৎসবে । মহিলা বিভাগের ফাইনালে চিরপ্রতিদ্ধন্দি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বিজেএমসি মুখোমুখি। আক্রমন-প্রতিআক্রমনে উল্লাসিত গ্যালারির্ভর্তি দর্শক। দীর্ঘ আড়াই ঘন্টার যুদ্ধ শেষ পর্যন্ত বিজেএমসি দলকে ৩-২ সেটে পরাজিত করে গত বাংলাদেশ গেমসের স্বর্ণ পদকধারী আনসার শীর্ষ স্থানটি বহাল রাখে। অপরদিকে পুরুষ বিভাগের খেলাটি ছিল একচেটিয়া সেনাবাহিনীর দখলে। সেনাবাহিনীর আক্রমন ও রক্ষণ ভাগ শক্তিশালী থাকায় তিতাস গ্যাসকে মনে হয়েছে দুর্বল এবং ধারাবাহিকতাহীন। তিতাসকে বড় গ্যাপের ব্যবধানে ৩-০ সেটে হারিয়ে দিয়ে ২য় বারের ন্যায় সেনাবাহিনী স্বর্ণ পদক অক্ষুন্ন রাখে। প্রাথমিক পর্যায়ে মহিলা বিভাগে অংশগ্রহণকারী ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করে রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে এবং পুরুষ বিভাগের ১০টি দলকে ৩টি গ্রুপে বিভক্ত করে গ্রুপ লীগ পদ্ধতিতে খেলা পরিচালিত হয়।

মনোরম পরিবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকে পদক বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময়ে উপস্থিত ছিলেন বিওএ'র সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ,বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরী, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু,টূর্ণামেন্ট কমিটির সভাপতি ও সম্পাদক মোঃ মনিরুল হক ও ফজলে রাব্বি বাবুল এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ । ২১ এপ্রিল-২০১৩ তারিখে প্রতিযোগিতা উদ্ধোধনী দিনে উপস্থিত থেকে ফেডারেশনের সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরী খেলোয়াড়দের সাথে পরিচিত হন। ------------রোল অফ অনার-----------------

পুরুষ বিভাগ -

১৯৭৮-ঢাকা বিশ্ববিদ্যালয়-স্বর্ণ, বাংলাদেশ সেনাবাহিনী-রৌপ্য

১৯৮০ ফাইনাল খেলা পরিত্যক্ত

১৯৮৪ সেনা বাহিনী-স্বর্ণ, বিমান বাহিনী-রৌপ্য

১৯৮৮ সেনা বাহিনী-স্বর্ণ, নৌ বাহিনী-রৌপ্য

১৯৯২ নৌ বাহিনী-স্বর্ণ, সেনা বাহিনী-রৌপ্য

১৯৯৬ সেনা বাহিনী-স্বর্ণ, রাইফেলস-রৌপ্য

২০০২ রাইফেলস-স্বর্ণ, সেনা বাহিনী-রৌপ্য

২০১৩ সেনা বাহিনী-স্বর্ণ, তিতাস গ্যাস-রৌপ্য।

মহিলা বিভাগ

১৯৭৮ খুলনা বিভাগ-স্বর্ণ, চট্রগ্রাম বিভাগ-রৌপ্য

১৯৮০ খুলনা জেলা-স্বর্ণ,ঢাকা জেলা-রৌপ্য

১৯৮৪-খেলা পরিত্যক্ত

১৯৮৮ খুলনা জেলা-স্বর্ণ,দিনাজপুর জেলা-রৌপ্য

১৯৯২ খুলনা জেলা-স্বর্ণ, বিজেএমসি-রৌপ্য

১৯৯৬ বিজেএমসি-স্বর্ণ, আনসার ভিডিপি-রৌপ্য

২০০২ বিজেএমসি-স্বর্ণ, আনসার ভিডিপি-রৌপ্য

২০১৩ আনসার ভিডিপি-স্বর্ণ,বিজেএমপি-রৌপ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.