নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য বলবে না।

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গতা

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৯

রাতঃ তুমি জেগে আছ কেন?

নিঃসঙ্গতাঃ তোমার জন্যে।

রাতঃ আমি তোমার কে?

নিঃসঙ্গতাঃ তুমি আধারে পথ চলার সঙ্গী।

রাতঃ আমাকে এত আপন ভাবো কেন?

নিঃসঙ্গতাঃ আমার বেদনার মুহুর্তে তুমি সুখের ঠিকানা।

রাতঃ আমি তোমাকে সুখ দিতে পারিনা।

নিঃসঙ্গতাঃ তুমি দিতে পার নিরবতা।

রাতঃ নিরবতায় তোমাকে কষ্টের স্মৃতিগুলো কাদায় :’(

নিঃসঙ্গতাঃ তুমি আমার চোখের পানি আড়াল করে ফেল।

তাইতো কেউ দেখতে পারেনা।

রাতঃ আমার বুকে শান্তি পাও?

নিঃসঙ্গতাঃ হুম,তোমার বুকে মাথা রাখতে দিবে?

রাতঃ হুম,এসো!

নিঃসঙ্গতাঃ সত্যি তুমি আমার পরম বন্ধু।

তোমার সাথে মিশে আমি একাকার।

আমাদের বন্ধুত্ব ”নিঃসঙ্গ রাত”।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৪

আলমগীর_কবির বলেছেন: আপনি নিঃসঙ্গ হলেও আমি আপনার কবিতার সাথে আছি। আরও লিখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.