![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না
আমেরিকার এক শহরে এক নাম করা businessman ছিলো। টাকা, পয়সা, নামে,দামে,
কোনো কিছুরই তার
অভাব ছিলো না। কিন্তু তার মডার্ন সোসাইটি তে মুখ দেখাতে পারতোনা সুধু তার মায়ের জন্য। কারন তার মা ছিলো অন্ধ। মায়ের মুখে ছিলো আগুনে পোড়া দাগ।আর মাথায়
কোনো চুল ছিলো না। তাই মডার্ন সোসাইটিতে নিজের মান সম্মান বজায় রাখার জন্য মা কে বাসা থেকে বের করে দিলো। বেচারি অন্ধ মা কেদে কেদে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাত
একটি গাড়িতে ধাক্কা খেয়ে বৃদ্ধা মারা গেলো তাতে ছেলে একটুও কষ্ট পেলো না ভাবলো আপদ বিদায় হয়েছে।
কিছু দিনপর কোনো documents
খুজতে খুজতে মায়ের
ঘরে মায়ের লেখা একটা ডাইরি পেলো।
ডাইরিতে লেখা ছিলো।
০৫-১২-১৯৮০=আজ
আমি সুন্দরি মিস আমেরিকা এর award পেয়েছি।
০২-০৫-১৯৮৩=আজ আমার pregnant এর abortion না করার জন্য আমার স্বামী আমাকে divorce দিয়েছে।
০৭-০৩-১৯৮৫=আজ আমার বাড়িতে আগুন লেগেছিলো।
আমি বাহিরে ছিলাম।
আর আমার কলিজার
টুকরা ছেলে বাড়ির ভিতোরে ছিলো।
নিজের জীবন বাজি রেখে সুধু ছেলের জীবন
বাচাতে গিয়ে আগুন
লেগে আমার চুল এবং মুখ পুড়ে আমার সম্মস্ত সৌন্দরর্য ছাই হয়ে গেছে। তাতে আমার কোন দুঃখ
নেই। কিন্তু তবু আমার
কলিজার টুকরা ছেলের চোখ দুটো আমি বাচাতে পারিনি।
০৭-১৫-১৯৮৫= আজ আমার নিজের চোখ দুটো আমার ছেলে কে দিতে যাচ্ছি।
the end of my life
dairy ................
ডাইরিটি পড়ে ছেলে পাগলের মতো কাদতে কাদতে দেয়ালে মাথা আছড়াতে আছড়াতে অজ্ঞান হয়ে গেল ।
আমার আর বলার কিছু নেই।
সমস্ত পৃথিবীর মা জাতীর
প্রতি রইলো আমার সালাম-সংগৃহিত।
২| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২০
সুমন কর বলেছেন: আগে শুনেছিলাম। কঠিন বাস্তবতা।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
পদ্ম (কমল দাস) বলেছেন: আপনি কি এই পাতার এডমিন? আপনার পোষ্টটা এই পাতায় একটু আগে পড় লামম।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৫
মাথা ঠান্ডা বলেছেন: মা ও মা আমাকে তুমি মাফ করে দিও।